QUOTES ON #বেনামী

#বেনামী quotes

Trending | Latest
19 MAY 2020 AT 21:41

-


19 JUL 2021 AT 21:01

-


17 NOV 2017 AT 20:50

লেখা গুলো বেনামী হোক আজ থেকে!
যদি ভালো লাগে কারো,
নিজের বলে দাবী করে?
কি বা আসে যায়!
ভালোবাসার দাবী মুখ বদলায়-
মুহূর্তের পরিহাসে!
মাটি খুঁড়তে গিয়ে একটুকরো ঝরঝরে কাগজ
কলমের আঁকিবুকি মাখা!
কে লিখেছে জানা নেই,
তাই আজ ইতিহাস অজ্ঞাত খাতায় কলমে!
আর যে গল্প পড়ে রইল পাতায় পাতায়?
কাটাছেঁড়া চলুক তার-
কি বা আসে যায়!

-


20 OCT 2019 AT 14:18

বেনামী বোবা কান্নারা বুকের বামপাশটাই বড্ড ব্যাথা ধরায়,
কাছের মানুষটা বুঝেও বোঝে না আমি তাকে পলকে হারায়।।

-


1 JAN 2020 AT 18:41

তুমি যদি ছুরির ডগায় ভালোবাসার প্রমাণ চাও,
তবে আমি বাষ্পে ভিজে মরচে ধরা রক্ত দিতে জানি।।

-


17 MAR 2020 AT 18:14

যতবার ভাবি মিঠে রোদ হয়ে লুকিয়ে নেব নিজেকে
পাতাবাহার গাছেদের ফাঁকে ফাঁকে ,
তুমি মেঘ পিয়নের সঙ্গী সেজে
ঠিক খুঁজে নাও আমাকে ।
তারপর, টুপটাপ বৃষ্টির কণায়
ধুয়ে ফেল আমার সব উত্তাপ
স্নিগ্ধ করো আমায় ,
প্রতিবারই যত্ন করে মেশাও আমাকে
তোমার কোমলতায় ।
এরপর নিজের খেয়ালে সন্তর্পনে ভাসিয়ে দাও
আমায় , উদাসী শীতল তিস্তার বাঁকে বাঁকে।

-


31 MAY 2020 AT 10:51

আজকাল অনিচ্ছাকৃত আবেগের মেঘ জড়ো হয় আমার হৃদয় আঙিনায়
সেখানে বৃষ্টি না হওয়া অস্বস্তিকর গুমোটে কাটে আমার দিন - রাত ,
নীরবে দেখি তোমার অকৃত্রিম স্বচ্ছতা ধিরে ধিরে কিভাবে ঢেকে যায়
আগামীর মানসিক সংকীর্ণতার বিষাক্ত আঁচ লেগে ।
আমার বর্ণমালা জুড়ে তোমার অতীতের সেই পবিত্র অস্তিত্বও বিপন্ন আজ ,
বিবেকের কাঠগড়ায় বার বার তুমি ভালোমানুষের মুখোশ সেঁকে নাও ।
তারপর আগামীর পথে ভালোবেসে আমায় গ্রহণ করার সময় আসে যখন ,
ঠিক সেই খাত গুলোতে মেপে মেপে তুমি চড়া দামে শব্দ বেচে খাও ।

-


19 JUN 2020 AT 15:39

হয়তো এটাই রীতি,
জীবনে নাম করতে গেলে, নামী দের খুব কাছের হতে হবে।
নয়তো বেঁচে থাকার যে স্বপ্ন নিয়ে এসেছিলে
সেই স্বপ্নের সাথেই ফিরে যেতে হবে।

-


29 FEB 2020 AT 12:14

ভাষাহীন হয়েছে আজ আমার হৃদয়ের ধ্বনি,
ভাঙা হৃদয় আমার যেনো দুঃখ, কষ্টের খনি....

-


26 MAR 2022 AT 23:37

কবিতা যে কতটা নিষ্ঠুর? বড় হয়েছি দেখে দেখে

যার ছদ্মনাম বেনামী, সেই কবিকে ভিক্ষা করতে!

-