বৃষ্টি ভেজা মূহুর্তেরা মনেই বন্দী থাকুক
তোমার নামের বৃষ্টি ফোঁটা চোখ ভিজিয়ে রাখুক-
আমার বৃষ্টিভেজা আবছা কাঁচের স্বরূপ
সৃষ্টিরত অদৃশ্য তোমার পায়ের নূপুর,
জানলা খোলা বৃষ্টি টাপুর টুপুর
একলা ভীষণ মেঘলা আকাশ দুপুর।।
-
নিঝুম বৃষ্টি ভেজা একলা মনে
ভালোবাসা জমে আছে অব্যক্ত অভিমানে
রূপোলী রোদের আলোয় তোমার ঐ হাসি
না বলা কথা গুলো জানে আজও ভালোবাসি
-
বৃষ্টি ভেজা দারুণ রাতে,
অভিমানে তারা গোনা।
ভোরের স্নিগ্ধ সুপ্রভাতে,
পোড়া বাঁশির ডাক শোনা।।-
খুঁজবো তোকে আমার প্রতিটি চিঠির ইতি-তে
আগলে রাখবো তোকে আমাদের সব ঘুম জড়ানো স্মৃতিতে
খুঁজবো তোকে প্রতিটি বৃষ্টি ভেজা রাতে
আগলে রাখবো তোকে সবসময়ে যে কোনো অজুহাতে
খুঁজবো তোকে আমার করা প্রতিটি অভিযোগে
আগলে রাখবো তোকে আমার মনের অভ্যাসে
খুঁজবো তোকে আমার লেখা সব কবিতার মাঝে
আগলে রাখবো তোর সব স্মৃতিকে আমার ডায়েরির ভাঁজে
তোকে নিয়েই যে আমার প্রতিটি স্বপ্ন সাজে
আগলে রাখবো তোকে মোর হৃদয় মাঝে
কারণ হাজারো প্রেমের পূর্নতা যে...
তোর ভালোবাসার শূন্যতা কে পূরণ করতে পারে না।।-
তাড়াহুড়ো করে সেদিন আমাকে একা ফেলেই গেলে চলে,
গিয়েছিলে তোমার নতুন প্রেমিকার সাথে বৃষ্টিস্নাত হতে!
তা আমি বুঝেই গিয়েছিলাম কথাচ্ছলে!
তখন প্রায় সন্ধ্যে নামবে নামবে করছে!
ভীষণ ভয় হলো হটাৎ, বুকের ভেতর খেলিয়ে গেল ঢেউ
আলের ধারে দাঁড়িয়ে ছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ !!
কালো মেঘ গেলো সারা আকাশ ছেয়ে
প্রচন্ড বজ্রপাতের সাথে অঝোর ধারায় বৃষ্টি এলো ধেয়ে!
তখনও দাঁড়িয়ে ছিলাম, ভেবেছিলাম একবার আসবে তুমি !
না ! এলে না!
অশ্রুসিক্ত চোখে শুধু বৃষ্টিস্নাত হলাম আমি !!
-
ভাসিছে বাতাসে চারিদিক বসন্তের কুহুতান,
চেয়ে দেখে হর্ষিত হৃদয় মেঘলা আসমান;
ঝরিছে ঝরঝর বৃষ্টিধারা মনমরা ফাগুন,
সিক্ত বনে ম্রিয়মাণ শিমুল-পলাশের আগুন।-
মেঘলা দিনের মনখারাপ
বৃষ্টির ফোঁটায় মিশে পড়ুক ঝরে,
আজ বানভাসি তে গলুক
যত দুঃখ জমা মনের কোণে।
অভিমানী কলম ছুঁয়ে নিক
ভালোবাসায় মোড়া উষ্ণ আদর,
মনখারাপি গল্পগুলোও বদলে যাক
জড়িয়ে নিয়ে ভালোবাসার চাদর।
-
জীবনে হারিয়ে যাওয়া যা কিছু অনুভূতি
ব্যথা জমায় মনের গভীর কোণে।
আজ রিমঝিম ছন্দেই বিদায় নেবে তারা
বৃষ্টিকে সাক্ষী করে সংগোপনে।
-
হ্যাঁ আমি বৃষ্টি পাগল
ভিড়ের মাঝেও ঘটেনি বদল।।
স্রোতের টানে ভাসাই না গা
তবে যে আর শুকোবেনা ঘা।।
নতুন সুরে খুব মাতিনা
দিনের শেষে মুঠোফোন খুঁজিনা।।-