Calligraphy By
-
বর্তমানের জাতীয় বাক্য -😏
"তুই আমাকে ভালোবাস,
আমি দেবো তোকে বাঁশ"।
😠😠
-
বাঁশ ও বাঙালি
বাঁশ ও বাঙালির গভীর প্রেম.. বুঝলেন না নিশ্চয়!!
দাড়ান বুঝিয়ে বলি,
এই ধরুন জায়গার নাম, বাঁশবেরিয়া, বাঁশদ্রোনি,
বাঁশকোপা ইত্যাদি। আবার দেখুন, বাঁশ ছাড়া পুজো পার্বণ,বিয়েবাড়ি , শ্রাদ্ধ অনুষ্ঠান হবেনা, আরেবাবা প্যান্ডেল হবে কি করে?..এত ভালোবাসা যে খাবারে পর্যন্ত বাঁশ :bamboo shoots, bamboo বিরিয়ানির কথা বলছি। তাও বাঙালি বেইমানি করলো..নিজে কেস খাবে বলবে বাঁশ হয়েছে..কি অন্যায় দাবি!
তবে আমার কথা শুনে ক্রাশ কে প্রপোজ করার সময়
" আই লাভ ইউ ও মায় ডিয়ার ক্রাশ
রিলেশনে এলে দিতে পারি অনেক বাঁশ।।" বললে আপনার দায়িত্ব আপনার,
আমি ভালো মেয়ে, আমি শুধু বাঁশের জন্যে বললাম, বাকি আমি তো নিমিত্ত মাত্র।।-
বাঁশবাগানের ঝোপে বসে বাঁশ গুনে চলেছি শুধুই
মাগো,
আমায় বাঁশ দিয়েছে আমার-ই প্রিয় সই
😿😼😹
-
পরীক্ষায় 'বিশ্বাস' এর সন্ধিবিচ্ছেদ এসেছিল-
আমি লিখেছি,
বিষ + বাঁশ = বিশ্বাস-
যখন আসে পরীক্ষার মাস,
পেট ভরে খেতে হয় একের পর এক বাঁশ,
আমার জীবনে এ বাঁশের নাইকো বিনাশ।-
এখানে বাঁশ ওখানে বাঁশ,বাঁশে ভুবন ভরা;
এই দুনিয়ার সবকিছু কি বাঁশ দিয়েই গড়া?-
জীবনপথে চলতে গেলে খেতে হবে কিছু বাঁশ,
বাঁশ দিয়ে যারা অভ্যস্ত তাদের নেই কর্মফলের ত্রাস।
স্বার্থ ফুরালে কেটে পড়ে উলটে মানুষের প্রতি করে উপহাস,
একদিন জীবনই এদের সাথে করবে মস্ত বড়ো এক পরিহাস।।
-
উন্মুক্ত প্রকৃতিতে মুক্ত মন
ফিরে পেতে চাই সেই জীবন।
সবুজ ধান গাছে ভরেছে ক্ষেত
নদীর চারিধার কাশ শুভ্র-শ্বেত।
মাটিতে বিছিয়ে ভর্তি পারিজাত
আম কাঁঠাল আর নীবিড় বাঁশবনে স্নিগ্ধ জ্যোৎস্নারাত।
-
বাঁশ বাগানের মাথার উপর
বীর্য উঠেছে ওই
বাঁশ বাবাজি পুঁতবে খুঁটি
ফাঁকা ফুটো কই।
😎-