সৌমী মণ্ডল   (Soumi Mandal)
153 Followers · 80 Following

read more
Joined 11 March 2019


read more
Joined 11 March 2019
21 JUN 2020 AT 15:07

When my eyes suddenly shake,
Like a camera
&
The smile of mine looks
Like gleams of sunshine...
At that moment,
My happiness enlighten me.

-


9 MAY 2020 AT 20:40

স্থিরতাকে উপেক্ষা করে পৌঁছে যাবো,
' চাঁদের শহর'।
কখনো বা মাঝেসাঝে চোখ পড়ে যাবে নীহারিকার দিকে,
তার প্রাচুর্য আমাকে একবার হলেও ডেকে যাবে;
কিন্তু তোমার গল্পে এসবই হবে আমার কাছে ফিকে।
যদি লিখতে লিখতে ক্লান্ত বোধ হয়,খানেক বিশ্রাম নিও,
সময় পেলে গল্পের মাঝে আমার প্রতিচ্ছবিটাও না হয় এঁকে দিও।
আর তুমি তো জানোই, আমি তোমার গল্পের ভূমিকা নই,
উপসংহার হয়ে থাকতে চাই।।

-


6 MAY 2020 AT 19:46

আমি মেয়ে হয়ে জন্মাতে পারি,
কিন্তু নিজেকে ছেলেদের থেকে কম মনে করতে পারি না।
আমি পরীক্ষায় প্রথমবারে, দ্বিতীয়বারে হারতে পারি,
কিন্তু তৃতীয়বারে হেরে যেতে পারি না।
আমি নিজের ভুল স্বীকার করতে পারি,
কিন্তু একই ভুল বারবার করতে পারি না।
আমি তোমার কাছে উপহাসের পাত্রী হতে পারি,
কিন্তু অন্যদের কাছে নিজের প্রশংসা করতে পারি না।
হ্যাঁ আমি মানছি নিজের কাজে আমি দক্ষ নাও হতে পারি,
কিন্তু আদর্শ নার্স হিসেবে আমার যা করণীয় তা ভুলে যেতে পারি না।
আমি নাইট ডিউটি সেরে রাত করে বাড়ি ফিরতে পারি,
কিন্তু মাঝরাতে অচেনা মেয়েটিকে ধর্ষিত হতে দেখে চুপ থাকতে পারি না।
এটা মান-অভিমান নয়,
এটা হল আমার আত্মসম্মানবোধ।।


-


6 MAY 2020 AT 17:33

আমি জানিনা কেন ভেসেছিলাম মহাসাগরে, হয়তো ইচ্ছে ছিলো শূন্য হওয়া,
কিন্তু নীরবে নিভৃতে আমার স্মৃতিভেজা চাহনি বলেছিল,
ওরে নীল দরিয়া, আমায় দেরে দে ছাড়িয়া।



-


4 MAY 2020 AT 20:46

তোর হাতে আমি খুঁজে পাই 'সব পেয়েছি'র রসদ।

-


3 MAY 2020 AT 19:25

পথভোলা ঘাসফড়িং শরীর জুড়ে মাখে।
জোনাকিদের ভীড়ে নিঃশ্চুপ হওয়া বাতাস,
ফিরে আসে অপ্রেমিকার বেশে।।

-


2 MAY 2020 AT 11:38

ফেলুদার সাথে প্রদোষ মিত্তির,
হঠাৎ আবার তোপসে আর জটায়ুর ভীড়।
এদিকে ভুতের রাজার এক দুই তিন বর,
ঘুরে দেখি গুপী-বাঘার গানে অনেক নম্বর।
প্রফেসর শঙ্কুর মিরাকিউরল বড়ি,
অপু-দুর্গার রেলগাড়ি দেখার শখ বড়ো ভারি।
সোনার কেল্লা থেকে টিনটোরেটোর যীশু দেখা,
তাঁর অবদানেই সবকিছুকে একনিমেষে খুঁজে পাওয়া।
গল্পে যদি থাকে গোয়েন্দাগিরি আর রহস্যের ভীত,
ঠিক বুঝে নেবো ইনি কিংবদন্তি সত্যজিৎ।

-


28 APR 2020 AT 20:59

মনখারাপের মেঘে ঢেকে যাওয়া আমি আজ ভারাক্রান্ত।

-


28 APR 2020 AT 19:29

যতটুকু বেঁচে আছে নীরবতার ভাষা হয়ে,
তাকে চিনে নেবো আবৃত্তির রঙ্গমঞ্চে।
শতাব্দীর সিঁড়ি ভেঙে চলা সময়ের পাশে,
কাগজের ভাঁজে লেখা অতীত বড্ড বেশি ভাসে।
হ্যালোজেন বৃষ্টিতে ধুয়ে যাওয়া মনের রঙ,
আজকাল ট্রেনের গতিকেও উপহাস করে।
একরাশ ভুল ধারণাকে শুধু মুছে ফেলার অপেক্ষা...
আপাতত পাহাড়ে যাবো, যদি মেলে জীবনানন্দের দেখা।।



-


27 APR 2020 AT 18:22

আমি চাই আমার চোখে পড়ুক,
ব্যোমকেশ হাতে দাঁড়ানো তুই
তোর সঙ্গ পেতে,
রোজ দেখা হোক একই মেট্রোতে।।

-


Fetching সৌমী মণ্ডল Quotes