SOMASHREE PAL   (শ্রী✍)
960 Followers · 88 Following

read more
Joined 17 August 2018


read more
Joined 17 August 2018
6 DEC 2021 AT 0:20

জ্বলন্ত শরীর তপ্ত আঁচে, অন্তরালে নব অধ্যায়;
বেঁচে থাকার জটিল রহস্যে, এক সত্যান্বেষীর চিরবিদায়।

-


1 JUL 2021 AT 23:41

তীব্র আলোয় চোখ জ্বালা করছে।
শরীর জুড়ে দাবানল।
মৃত্যু হয়েছে বিশ্বাসের।
মোমবাতিটা নিভিয়ে দাও।

-


5 JUN 2021 AT 16:26

কিছু সম্পর্ক চিরকালীন;
মন-বারান্দার নৈঋত জুড়ে থাকে!!
উপন্যাসী রং দিগন্ত ছোঁয় যখন;
জন্ম নেয়,
গল্পগাঁথার।।❤

-


17 JUN 2019 AT 13:41

A letter to my Heart...❤
(ক্যাপশনে দেখুন)

-


16 JUN 2019 AT 14:21

মেঘের পরে মেঘ-বাড়ি, নীল-হলুদের হাতছানি;
বৃক্ষরাশির জমাট আঁধারে, গল্প কিছু থাক অভিমানী।
মেঠো পথ ছন্দ হারাক, নামলে বৃষ্টি আকাশ ছুঁইয়ে;
ধানক্ষেত জুড়ে ইচ্ছে নামুক, আবেগ-ছোঁয়া গোধূলি হয়ে।

-


24 MAR 2019 AT 9:56

বারবার চোখ রাখি খোলা জানলায়,
হঠাৎ ভুলে যদি সে একবার ফিরে তাকায়।

-


23 MAR 2019 AT 20:40

ভালবাসাটা দোষের নয়,তবে যদি সেটা ক্ষণিকের অনুভূতি না হয়।।

-


23 MAR 2019 AT 16:03

স্পর্শ করাটা দোষের নয়;যদি সেটা হৃদয়স্পর্শী হয়।

-


20 MAR 2019 AT 22:53

অসহায়ের ভিড়ে তাইতো খুঁজে ফিরি, নিদ্রাহীন অপলক দুটি চোখে....

-


20 MAR 2019 AT 22:21

সিঁদুর রঙে শুধু সিঁথি নয়,হৃদয় রাঙিয়ে দাও; কোনোদিন ছেড়ে যাব না....

-


Fetching SOMASHREE PAL Quotes