SOMASHREE PAL   (শ্রী✍)
958 Followers · 88 Following

read more
Joined 17 August 2018


read more
Joined 17 August 2018
16 JUN 2019 AT 14:21

মেঘের পরে মেঘ-বাড়ি, নীল-হলুদের হাতছানি;
বৃক্ষরাশির জমাট আঁধারে, গল্প কিছু থাক অভিমানী।
মেঠো পথ ছন্দ হারাক, নামলে বৃষ্টি আকাশ ছুঁইয়ে;
ধানক্ষেত জুড়ে ইচ্ছে নামুক, আবেগ-ছোঁয়া গোধূলি হয়ে।

-


2 JAN 2022 AT 11:18

নিকষ আঁধারের কালো রাত,
লোমশ হাতে ভয়ের হাতছানি;
করুন স্বরের অস্ফুট কথা,
লাল সুবাসে জাগে রাতরানী।

-


24 DEC 2021 AT 0:23

প্লাবণধারা ছুঁয়ে,
একান্তে ভেজে আমার শহর;
জ্বালিয়ে এক,
একাকিত্বের কবর।

-


23 DEC 2021 AT 23:55

কিছু চাওয়া থাক অন্তরালে, থেমে যাওয়ার কোনো গল্পে;
অপ্রাপ্তির ভীড় বাড়লে ভীষণ, টুকরো হয় মন হঠাৎ একটু অল্পে।

-


7 DEC 2021 AT 22:21

ভীষণ আঁধারের নৌকাডুবিতেও,
একমুঠো সূর্যমুখীতে বাঁচে তারা;
বেলাশেষের খোশ-গল্পের পাতায়,
যারা বারেবারে তকমা কেনে, 'সর্বহারা'।

-


6 DEC 2021 AT 20:37

থেকে যাওয়ার সমান্তরালে,
অপ্রত্যাশিত রোদ্দুরের খোঁজ;
ভালোবাসার মলম ছুঁয়ে,
গভীর ক্ষত নিমেষে নিখোঁজ।

-


6 DEC 2021 AT 0:20

জ্বলন্ত শরীর তপ্ত আঁচে, অন্তরালে নব অধ্যায়;
বেঁচে থাকার জটিল রহস্যে, এক সত্যান্বেষীর চিরবিদায়।

-


6 DEC 2021 AT 0:04

কুয়াশা ঘেরা অলস সময়, টুকরো স্মৃতি আঁকে মন;
হিমেল হাওয়ার শিরায় শিরায়, মিঠে রোদের আত্মকথন।

-


5 DEC 2021 AT 23:58

অকাল শ্রাবণ বুকে মেখে, অলস দুপুর তোমায় মাগে।

-


10 NOV 2021 AT 0:23

....

-


Fetching SOMASHREE PAL Quotes