SONALI DAS   (সোনালী_মেঘেঢাকাতারা✍)
477 Followers · 121 Following

Joined 26 March 2018


Joined 26 March 2018
11 JAN 2022 AT 9:29


সবার বিপদে এগিয়ে আসে যারা,
সবাই খোঁজে তাদেরই পাশে আগে,
মানসিকতায় ভিন্ন মানুষ সবাই,
মানুষের পরিচয় ভালো কাজেই।

-


8 JAN 2022 AT 10:26

কাছের মানুষদের ভালো থাকাতেই
নিজের সুখ অনুভব করার মূহুর্তগুলোই,
আমাদের কাছে সবচেয়ে প্রিয় সময়।

-


2 JAN 2022 AT 11:25

গগন চুম্বী মেঘেদের মত জীবনে আসা সকল মানুষও,
কোনটাই তো ধ্রুবক নয়, কালের নিয়মে সবই হারাবে।

-


11 DEC 2021 AT 12:12

ভালোরাখতে আসা মানুষগুলো কখনোই চায়না,
তার মতন করেই তাকে কেউ ভালোরাখতে আসুক।
সে চায় এটুকুই যাকে সে ভালোরাখতে চাইছে,
সেই মানুষ যেন তাকে ভুল না বুঝুক।

-


6 DEC 2021 AT 11:23

সব কথায় জিততে নেই, মানুষ হারে, মানুষের সম্পর্ক বেঁচে যায়।
কিছু সত্যি বলতে গিয়েই, মানুষ মানুষকে ভাঙে, সম্পর্কের মৃত্যু হয়।

-


28 NOV 2021 AT 10:54

তাই তুমি যেমনি আছো, তেমনি ভালো,
কার কার মন রাখতে নিজেকে পাল্টাবে...??
মানুষের মন নয় সে তো মতিভ্রম, শুধু বদলায়।
অন্যের সাথে নিজের পছন্দটারও গুরুত্ব দেবে।

-


27 NOV 2021 AT 13:03

এক চিলতে
সুখের আশায়,
আমরা
হাজার দুঃখ
বহনকারী।

-


15 NOV 2021 AT 13:03

কার মনে কি কষ্ট লুকানো,
কে কত আর জানতে চায়?
নিজের কষ্টকে বিশাল দেখে,
অন্যদের সুখী মানুষ মনে হয়।


~•~ সোনালী_মেঘেঢাকাতারা✍️~•~







-


11 NOV 2021 AT 20:58

কথা'রা ফুরায় না, যতদিন ইচ্ছেরা বাঁচে।

-


9 NOV 2021 AT 12:15

"ভালো থেকো"-টা সবাই বলে, দুঃখ শোনার পরেই,
তাই "ভালো আছি"-টা বলা সহজ, ঠোঁটের হাসি চওড়া করে।

-


Fetching SONALI DAS Quotes