QUOTES ON #ফাল্গুন

#ফাল্গুন quotes

Trending | Latest
6 MAR 2020 AT 19:36

চলো তবে প্রকৃতির প্রাঙ্গণে ওগো প্রেয়সী,
বসন্তের বাতাসে উড়বে তোমা এলোকেশী।
রাঙ্গাবো আমি স্নেহ মেখে এই ফাল্গুন মাসে,
এলোমেলো ঘন কালো চুলে রঙিন পলাশে।

-


17 FEB 2018 AT 13:50

সত্যি করে বলো কবি― কার রূপের বর্ণনায় তুমি এই বিশ্ব সংসারকে তোলপাড় করে দিয়েছো। নক্ষত্র খোচিত দারুচিনি বনানীর দূরতর দ্বীপে কার জন‍্য তুমি এখনো প্রতীক্ষারত। কার ভালোবাসার রোমহর্ষ স্পর্শটুকু পেতে চৈত্রের জ্যোৎস্নায় গা ভিজিয়েছিলে। কোন সে নারীর চোখে ধরা দিতে ধ্রুবতারা, শুকতারা-কে টেনে নামিয়ে এনেছিলেন জ‍্যৈষ্ঠের এই ভরা রোদে...।?
সত্যি করে বলো কবি; আমার থেকে শ্রেষ্ঠ প্রেমিকা কে আছে তোমার এই সংসারে...?।
জানো কবি; ফাল্গুনের বাতাস যখন স্পর্শ করে আমার খোলা চুল কিংবা শ্রাবণের নিষ্পাপ চাঁদের আলো যখন জানালার ফাঁকটুকু দিয়ে উকি মারে আমার ঘরের বিছানায়, স্পর্শ করে আমার ঠোঁট, আচ্ছন্ন করে রাখে আমার চেতনাকে, আমি তখন তোমার কবিতাকে বুকে জড়িয়ে পাড়ি দিই এক গভীর শীত ঘুমের দেশে।।

-



ফাগুনের এই শীতল হাওয়া
তবু দেহ আমার উষ্ণ,
তোমরা কেবল হাসি-ই দেখো
আরালে দুঃখের মঞ্চ।

-


28 FEB 2021 AT 21:35

চৌকাঠে রোদছাপ রেখে আলো নিভে এলে
আকাশ প্রদীপ বিন্দু বিন্দু জোনাকি হয়ে জ্বলে।
তুমি যে পথে নিখোঁজ হলে গতবার
ফাল্গুনে একটানা উপোসী থাকার পর
সে পথে এখন সন্ধ্যাতারা ফুটে থাকে।
ঝিঁ ঝিঁ পোকার ডাকে ঝিম ধরে আসে রোজ,
চমকে উঠি পাতা ঝরার শব্দে
ভাবি তুমি এলে বুঝি।
বেড়ার দখিন কোণের সজনে ‌গাছটায়
এবার ফুলের ভীড়।
একবেলা ভাতও কোনোরকম জুটে যাচ্ছে পাতে।
তবু তোমার খোঁজ মেলেনি আজও,
চিঠিও আসেনি।
নির্বাসনে নাকি দেশান্তরী!

-


19 FEB 2021 AT 17:15

"ধন্যবাদ"

শুরু এবার জীবনে নতুন এক পর্যায়
বয়স বাড়লো এক গণিতের সংখ্যায়।
মায়ের ভালবাসা, বাবার শক্ত কাঁধে ভর
গুরুজনদের আশীর্বাদে আমি পাই জোর।
হাত বাড়িয়ে সবাই আমায় দিয়েছ অনেক আশা
সব সাফল্যে অবদান তোমাদের সবার ভালবাসা।
এগিয়ে যাওয়াই পাশে থাকে, যারা দেয় কথা
সবসময় রাখে হাসিখুশি পেতে দেয়না ব্যাথা।
আমার জীবন আমার নয় তোমাদেরই জন্য
সবাইকে যদি রাখতে পারি খুশি তবেই আমি ধন্য।
যাদের জন্য হয়েছি বড়ো তাদের করুণার হয়না বর্ণপাত
কৃপা করো পাশে থেকো সকলকে জানাই "ধন্যবাদ"॥

-



॥ফাল্গুন ॥

মা বলতো লাল পড়তে
বলতাম 'খারাপ বাসি' ।
মাসির দেওয়া লাল মেখলা-চাদর
মনেই নেই কোথায় রেখেছি !

সেদিনকার কথা;
আকাশে লাল আগুন ছড়িয়েছিলো
বাতাসে রং
বসন্ত ঋতুই যেন লাল !!
আবির মেখে আবার স্নাত হবে প্রকৃতি...

এখন খুঁজি, মাসি দিয়েছিল
সেই লাল মেখলা-চাদর
এখন বুঝি;
লাল শুধুই এক রং নয় ।
সে যে প্রকৃতি
সে এক তরুণী মেয়ে
আমিই লাল !!!

-


24 MAR 2021 AT 23:10

কেউ বলে ফাল্গুন
কেউ বলে পলাশের মাস
আমি বলি আমার সর্বনাশ।
কেউ বলে দক্ষিনা
কেউ বলে মাতাল বাতাস
আমি বলি আমার দীর্ঘশ্বাস।।

-


15 FEB 2021 AT 11:55

ফাল্গুনী সূচনায় সমধুর সুচিত্রা
বসন্ত বরনে ফুলের সাথে আবির খেলে,
চাহিয় ঝুমকা তলে ঝুমুর ঝুমুর শব্দে তালে তালে বাতাসেও মোহে ভাসে। শাড়ীতে সে মহীয়সী, হাসিতে অপরুপা,চঞ্চলতায় সে কিশোরী।

-


14 FEB 2021 AT 0:13

তুমি ছিলে শীতল হওয়া হয়ে শিমুল -পলাশে, আসলে আবার আকাশে বাতাসে রং মেখে ফাল্গুনী হাওয়া হয়ে। তুমি ভালোবাসাকে দিলে চিরজীবন।

-


14 FEB 2021 AT 0:17

প্রকৃতি আজ নববধূর সাজে নতুন উদ্যমে। ভালোবাসার রংঙ্গে  সবুজ সজীবতায় তোমার আমার সুনীল সংসার। কোকিলের ডাকে ভালোবাসায় মায়ায় নয় বরং তুমি টাকে আগলে রাখার প্রায়াস,
তুমি আমি এমনই মায়া, মোহ, সৃতিতে বন্দী।

-