Sangita Patra   (সঙ্গীতা পাত্র🍁)
1.3k Followers · 86 Following

read more
Joined 6 August 2017


read more
Joined 6 August 2017
24 JUN 2020 AT 22:02


Caption এ

।। " জীবন কাটছে...."।।
—সঙ্গীতা পাত্র🍁

-


9 APR 2020 AT 21:07

ফিরে আসার গল্প :

গল্প পড়তে চোখ রাখুন Caption এ

-


8 NOV 2019 AT 8:44

আমাদের সবার জীবনেই এমন একটা মানুষ চাই–যে, আমাদের "ভুল"গুলোকে "ভুল" বলতে পারবে।

আমাদের সবার জীবনেই এমন একটা মানুষ অবশ‍্যই চাই–যে, আমারা নিঃস্ব হওয়ার পরও, আমাদের সব দুঃখকে, ভাঙা টুকরোগুলোকে বুকে জড়িয়ে নিয়ে বলবে ভয় কিসের এইতো আমি আছি।

-


2 NOV 2019 AT 21:18

প্রিয় রূপ,
আজ অনেকগুলো দিন বাদে তোমায় আবার চিঠি লিখতে বসলাম। হেমন্তের চিঠি। বড় মায়াবী এই ঋতুটা বড্ড মন কাড়ে আমার ভোরের বাতাসের সাথে মিশে থাকা শিউলির মিষ্টি সুবাস, কুয়াশার মায়া, তার গন্ধ, শিশিরে ভিজে থাকা ঘাসের ডগা আর ফেরিঘাটে নৌকার অবাধ যাতায়াত। গঙ্গার ঘাটে বসে পুবের আকাশে লাল হয়ে আসা সূর্য দেখা আমার বরাবরের বড় পছন্দের।
সচরাচর এখন আর এসবের জন্য সময় করে উঠতে পারিনা।
আজকাল শুধু অন্ধকার আকাশে তারাদের ভিড়ে আমার দিনযাপনের ক্লান্তি ভুলি। এভাবেই তারাদের মাঝে তোমায় নিবিড় করি, তোমার অনুভূতিতে ডুবে থাকার শেষ থেকে শেষতম বাহানা গুলো খুঁজি...
জানো আগে প্রায় দিন ভাবতাম এভাবেই যদি জীবনটা কেটে যেত--- যদি এভাবেই নক্ষত্রলোকে আমাদের রূপকথার দেশটা সাজিয়ে ফেলতে পারতাম ! এভাবেই যদি তোমার চোখের দিকে চেয়ে অথবা তোমার বুকে মুখ লুকিয়ে একচুমুকে পুরো জীবনটা বেঁচে ফেলতে পারতাম! যদি....
আজকাল তোমার চোখের দিকে চাইতে আমার বড় ভয় করে। তোমার চোখে আগে যখন নিজেকে দেখতাম, আমি বেঁচে থাকার লড়াই করার সাহস পেতাম। আজকাল যখনই তোমার চোখের দিকে তাকাই নিজেকে কেমন মৃত বলে মনে হয়! কেমন দম বন্ধ লাগে আমার! এরকম মৃত্যু যন্ত্রণা আমি আগে কখনো অনুভব করিনি! এরকম মৃত্যুর ভয়, আমি আগে আর কখনো....
ইতি― মীরা
―সঙ্গীতা পাত্র🍁

-


22 OCT 2019 AT 2:03

আজকের চাঁদ বলেগেছে, অন্যরঙের গল্প
আমার ভালোবাসার বিষে তুমি,
ক্রমশ নীল হয়ে গেছো...
বিবর্ণ থেকে বর্ণহীন হয়েগেছে স্বপ্নেরা,
তোমার মতো আমিও ক্ষয়ে চলেছি...
প্রতিনিয়ত লিখে চলেছি তারার বুকে,
ভালোবাসার রূপকথা।
কথা দেওয়ার-ও আজ নেই অবকাশ,
তুমি মুঠো ভরে ভালোবাসা নিয়ে এসো
আবার রাঙাতে আমায়...।।
―সঙ্গীতা পাত্র🍁

-


8 OCT 2019 AT 22:50

-


2 OCT 2019 AT 20:12

একই ঘরে সহবাস,
তবু ভিতর ঘরের দূরত্ব মাপা যায় না।
মধ্যরাতে সিলিং ফ্যানে ঝুলে থাকে অনুভূতি,
স্লিপিং পিলে আবেগ ভোলা যায় না..!

-


30 SEP 2019 AT 20:38

কিছু শব্দ স্বেচ্ছায় বন্দি থাকে বুকের খাঁচায়,
কিছু স্মৃতি চিরকাল মুহূর্তের কাছে ঋণী...!
সঙ্গীতা পাত্র🍁

-


22 SEP 2019 AT 12:49

-


15 SEP 2019 AT 23:04

কখনও কখনও বলা শব্দের পরিমাপ
সত্যিই খুব ছোট্ট হয়
কিন্তু তার মূল্য একমাত্র তারাই বোঝে
যাদের সেটা চোকাতে হয়
―সঙ্গীতা পাত্র🍁

-


Fetching Sangita Patra Quotes