johirul sikder  
8 Followers · 34 Following

কল্পনাতে বিশ্বাসি তাই লিখতে ভালোবাসি!
Joined 17 July 2020


কল্পনাতে বিশ্বাসি তাই লিখতে ভালোবাসি!
Joined 17 July 2020
28 FEB 2022 AT 21:54

তেমায় পেলে সব পূরো পৃথিবী  সব পেয়ে যাবো বলে অহংকার করবো বলেই তোমায় পাওয়া হয় নাই।— % &

-


28 FEB 2022 AT 12:52

আপনার প্রেমে আমার ভরাডুবি
বাস্তবে না হোক কল্পনাতেই সুখী!— % &

-


27 JUL 2021 AT 8:24

প্রত্যকেই নিদির্ষ্ট তুমিতে আসক্ত আমি আমাতেই বিষাক্ত।

-


27 MAY 2021 AT 20:09


তুমি
আমার প্রিয়তমা
তোমায় ছারা আমার
কাটেনা সকাল-সন্ধা, রাত
তেমাকে পেলেই হয় শুভ প্রভাত।

-


28 MAR 2021 AT 23:09

তুমি আমার মেঘমালা
   শেষ বিকালের দীর্ঘ শ্বাস হয়ে ভেসে বেড়াহও হৃদয়ে।
তুমি আমার সুরঞ্জনা
    তোমাতেই মায়ার শুরু তোমাতেই  ধমকে যায়।
তুমি আমার নীলাঞ্জনা
   প্রথম প্রেম প্রথম ভালোবাসা।
তুমি আমার পার্ব্রতী
   শেষ ধংসাবেশেও আমি তোমাকে চাই।

-


15 FEB 2021 AT 11:55

ফাল্গুনী সূচনায় সমধুর সুচিত্রা
বসন্ত বরনে ফুলের সাথে আবির খেলে,
চাহিয় ঝুমকা তলে ঝুমুর ঝুমুর শব্দে তালে তালে বাতাসেও মোহে ভাসে। শাড়ীতে সে মহীয়সী, হাসিতে অপরুপা,চঞ্চলতায় সে কিশোরী।

-


14 FEB 2021 AT 0:17

প্রকৃতি আজ নববধূর সাজে নতুন উদ্যমে। ভালোবাসার রংঙ্গে  সবুজ সজীবতায় তোমার আমার সুনীল সংসার। কোকিলের ডাকে ভালোবাসায় মায়ায় নয় বরং তুমি টাকে আগলে রাখার প্রায়াস,
তুমি আমি এমনই মায়া, মোহ, সৃতিতে বন্দী।

-


14 FEB 2021 AT 0:13

তুমি ছিলে শীতল হওয়া হয়ে শিমুল -পলাশে, আসলে আবার আকাশে বাতাসে রং মেখে ফাল্গুনী হাওয়া হয়ে। তুমি ভালোবাসাকে দিলে চিরজীবন।

-


13 FEB 2021 AT 15:17

আমার উষ্ঠে পিষ্ঠে লেগে আছে মৃত্যুর স্বাধ ,
বাতাসে ভাসছে  মস্তিষ্ক পোড়া গন্ধ।
সার্থপরতার রাস্তায় বিবেকহীন মানুষের বোঝা কাধে নিয়ে চলছে মানবতাহীন পঙ্গু পৃথিবী।
#সিকদার

-


21 SEP 2020 AT 16:12

মুক্ত করে দিলাম তোমায় আপন আকাশে, ভালো থেকো তুমি আমায় ঘৃণা করে।
আমি না হয় ভালোবেসে যাবো নিজ কক্ষপথে।হঠাৎ কোন একদিন দেখা হবে অন্য ছায়াপথে।তোমার ছিলো ভালোলাগা আমার ছিলো ভালোবাসা তাই কখনও হয়নি আমাদের কাছে আসা!
#সিকদার

-


Fetching johirul sikder Quotes