যদি ব্যর্থ প্রেমিকা বলো তবে বলবো "তুমি ঠিক "
যদি জানতে চাও কেমন আছি ?বলব "ভালো আছি"
আর যদি বলো কেন ছেড়ে গেলাম এটা হল কি ঠিক?
বলব" কারণটা, তুমি তো ছিলে প্রতারণার মৌমাছি"।।-
18 DEC 2020 AT 23:12
31 OCT 2019 AT 20:41
বর্তমানের জাতীয় বাক্য -😏
"তুই আমাকে ভালোবাস,
আমি দেবো তোকে বাঁশ"।
😠😠
-
31 OCT 2020 AT 15:17
প্রিয় মনটা দিয়েছিলে তার আস্কারায়,
বাঁধতে পারোনি মায়ায়।
চেয়েছিলে ভালোবাসা, করে গিয়েছে প্রতারণা।-
4 NOV 2019 AT 14:47
যার ডাকে প্রথম পা ভিজিয়েছিলাম প্রেমের জলে,
সেই কিনা আজ আমার চরিত্র নিয়ে কথা বলে।
😂😂😂
-
22 MAY 2018 AT 21:10
মনের মিছিলে,আকাশের নীলে,
রূপোলী আধ-ফালি চাঁদ,
প্রতারিত তিন তারার মাঝে,
জ্বলছে আলো অবাধ।
-
28 APR 2019 AT 23:11
অবিশ্বাসের বাহুডোরে,চলছিলো প্রেম,দ্বি-প্রহর..
শেষ করবার ছুঁতো নাকি,প্রতারকের সিলমোহর!
-
3 JUL 2019 AT 22:45
শেষ করতে সেই দায়ী,ভুল কি তার একার নাকি!
প্রতারক তো তুমিও ছিলে,নিজের বেলায় ফাঁকি!
-
5 MAY 2023 AT 21:17
প্রতারণা তার স্বভাবজাত
মিথ্যে মায়ায় রাখে
ভালোবাসার আড়ালে কিছু -
প্রতারক লুকিয়ে থাকে ।-
18 FEB 2022 AT 13:43
প্রেমিকার গায়ের গন্ধ নেওয়া,এতো তোমার রোজের নেশা
ছলনা আর করো না, মিথ্যে যখন ভালোবাসা-