মেঘা   (Ⓜⓔⓖⓗⓐ (মেঘা)✨)
1.8k Followers · 30 Following

read more
Joined 19 February 2020


read more
Joined 19 February 2020
11 APR AT 23:18

কথার আঘাতে ভাঙছো হৃদয়, দেখেছো মনের আয়না ?
ভালোবাসলেই সবসময় , ভালো রাখা যায়না ...

চিনতে হয় ক্ষতগুলো বুঝতে হয় মন
এমনভাবেই পাশাপাশি ,থাকতে কিছুক্ষণ -

আদরেরা জখম চেনে, প্রলেপ দাও যত !
আঘাতগুলো জীবন্ত খুব ,ভালোবাসার মত ...

ভুলে যাওয়া তো স্বভাব আমার ,তুমি ভীষণ প্রিয় -
আবার না হয়, এমন ভাবেই আঘাত আমায় দিও ।

-


4 APR AT 19:52

The people who wound us
Get no say, in how we clean up
The Blood....

-


27 MAR AT 0:13

কখনও কখনও হারিয়ে যাওয়া উচিৎ
দেখার ইচ্ছে প্রয়োজন কী আছে ?
বৃষ্টি থামার অনেক পরেও যেমন
জলের ফোঁটা প্রয়োজনীয় কাঁচে ....

-


24 FEB AT 14:53

তোমার সাথে দূরত্ব কিছু কম
এই কি আমার অশেষ পাওয়া নয় ?
তারা খসা হঠাৎ করে এলেও,
তাতেও তো স্বপ্ন সত্যি হয় .....

চোখের দেখাই ভীষণ কাছের জানো ?
স্পর্শটুকু উহ্য থাকাই ভালো
আমার কাছে তুমি ভীষণ নিজের
স্নিগ্ধ যেমন ভোরের মৃদু আলো !

পথিক যেমন ক্লান্ত চোখে খোঁজে
চেনা রাস্তা, হারিয়ে যাওয়ার পর
আমি কেবল নিজের বলতে বুঝি
'তুমি' নামক বিশ্বস্ত ঘর ।

-


13 FEB AT 22:21

বদলে যাওয়া শহর জানে, ভালোবাসার মানে -
মানুষ ফেরে মোহে নাকি, অদৃশ্য কোনো টানে ?

-


30 JAN AT 23:17

প্রতিটা শব্দে দুঃখ বোঝো, দাহ্য বোঝো আমি
যে ঠিকানায় ঘর ভাঙলো, তা নিছকই বেনামী ,

এমনভাবে আমায় খোঁজো, যেন প্রাচীন এক নেশা
ঠোঁটের রেখায় স্পষ্ট আজ‌ও, অবাধ মেলামেশা !

এ জীবনের পা‌ওনা বাকি, হিসেবে বড়ই কাঁচা
মুহুর্ততেই ম্লান হয়ে যায়, মিথ্যেকারের বাঁচা -

পথ বেঁকেছে মনের ধারে, স্রোতের অনুকূলে
সুখ ছিলো যে কটা দিন, হয়তো নিজের ভুলে..

মানিয়ে নে‌ওয়া শিরায় আমার, ক্ষতর পরে ক্ষত
জীবন এখন অবিকল‌ই, মৃত্যু ছোঁয়ার মতো ।

-


18 JAN AT 17:24

কিছু তারা আজ‌ও বেনামী ভীষণ
অযাচিত মেহেফিল্-এ
সব হিসেব-ই ভুল হয়ে যায়
তোমার চোখের নীলে !

শব্দেরা তো সাজায় আসর
সব লেখা-ই ব্যর্থ ;
ধ্রুবক কেবল (একটি) মানুষ
তার, যায়না বোঝা অর্থ ।

-


4 JAN AT 22:29

এখন অনেক শান্ত থাকে মন
গুছিয়ে রাখে ক্লান্ত নিরেট ঘর,
অপেক্ষাতেই কাটায় রাতদিন -
ক্ষুদ্র ভীষণ, তার-ই পরিসর ...

আবেগ এখন আগের থেকে কম
জমাট আবার তরল হয়ে যায় -
দু-এক পা এগিয়ে যাওয়ার পরে
ফিরে আসা সত্যিই বড়ো দায় !

এমন ভাবে আমায় ঘিরে থাকো
মুহুর্তেরা যুদ্ধে হেরে গেলে ...
সক্কলকে জানিয়ে দেব আমি,
শেষ অবধি তুমিই পাশে ছিলে ।।

-


1 JAN AT 21:23

শুরুর পথে আক্ষেপ সব, অশ্রুকণা নগ্ন
গড়তে চাওয়া অনুভূতিরা, নতুন করে ভগ্ন !
ধুঁকছে আবার নিঃশ্বাস সব, বদ্ধ পরিকর
আগলে নিয়ে টুকরোগুলো, বাঁধতে হবে ঘর .....

এবার আবার আগের মতোই, নিষ্ঠুর হবে মন
চিনে নেবে এক নিমেষে, নিজের আপনজন -
ভুলের মাশুল গুনবে সবাই, পড়ন্ত বিকেলে
থাকবে তুমি একলা ভীষণ, আগেও যেমন ছিলে ;

ক্যালেন্ডারে বদলে যাবে, মাসের পর মাস
হারিয়ে যাবে জীবন থেকে,বাঁচার উচ্ছাস ...
ভাঙা-গড়া, ওঠা-পড়া, রোজনামচার ভিড়ে -
ধীরে ধীরে পৌঁছে যাব, মৃত্যুনদীর তীরে।

-


30 DEC 2024 AT 3:42

I love you, more than you think
You're my soul always wrapped my mind
When I'm with you, I can't even blink
Without you I'm totally blind
I'm just a white page, will you be my ink?

-


Fetching মেঘা Quotes