....
-
Sunday,পুরনো diary, প্রচুর ধুলো,Half পাতা লেখা,ঠোঁটে হাসি,Phone,Facebook,search option,এতগুলো account,এটা না,এটা না,এটা maybe,Yes,এটাই,profile pic,next,next...Back,status single,photos,photos of you,uploads,Next,next...পাশে বালটাকে,এতোগুলো একসাথে pic,love react, Check,doctor,back,back,back and back,Power button,cigarette.
-
।। পায় না ।।
বুক ফেটে বেরিয়ে আসা বেদনার চিৎকার
উপোস পেটে শব্দের হদিশ পায় না,
ভারত সাজানোর দায়িত্ব নেওয়া
গায়ে খাটা মানুষেরা,
বাড়ির পথে চাকার দেখা পায় না।
বিশ্রাম আরামহীন, বিছানার অভাব,
ট্রেন লাইনে মাথা দেওয়া পরিশ্রমী,
ঘুম ভেঙে সকালের সূর্যটা আর পায় না।
-
আমরা সারাদিন পাহাড় পাঠানোর মতো পরিশ্রম করি।
সকাল থেকে রাত
দিন শেষে হিসেব করি কত টাকা আয় কত টাকা ব্যায়, কত টাকা সঞ্চয়।
কিন্তু জীবন শেষে হিসেব টা পুরো আলাদা 2টো 12 হাত বাঁশ আর 6 টা 3 হাত সাইজের বাঁশ।
ব্যাস এই টুকুই তোমার কামাই বলতে পারো বা সঞ্চয়।
আসলেই জীবন টা একটা বাঁশের বাগান।
তাই কি হয়েছে,কি হবে সব ভুলে আনন্দ করো❤️❤️-
একবার বাবার পরিশ্রমী
শরীরটা দেখলে আবদার
গুলো কেমন যেন
হারিয়ে যায়!
-@অরুণ
-
মানুষগুলো সারাদিন মাঠে কাটায়
বৃষ্টিতে ভিজে রোদে পুরে তবু
দিন শেষে হাত ভরে মাত্র ক'টা টাকায়
রাতে ক্লান্তিতে শরীর ছুড়ে বিছানায়।-
দেখেছি যতদিন পরিশ্রমী লোকটিকে
জীবিকা নির্বাহ করেছে সে পরিশ্রমে ভর করে।
বহু কষ্টে দিন গেছে তার দুঃখের সংসারে
শেষে একদিন কঠিন ব্যাধি এসে ধরে তাকে
শেষ বিদায় নিয়ে যায় সে চলে বহু চিকিৎসার পরে।-
কিছু মানুষ চিরটাকাল
ভ্রমে বাঁচতে চায় !
আর কিছু মানুষ, শ্রমে.....-