Ami Arun   (অরুণ)
138 Followers · 291 Following

Joined 4 November 2019


Joined 4 November 2019
6 FEB 2022 AT 20:59

গতকাল সরস্বতী পূজোয়
যারা শাড়ির কুচি ধরলো...
তারাই আবার ১৪ ফেব্রুয়ারি
শাড়ির কুচি খুলবে..!

-


6 FEB 2022 AT 11:36

লতা পাতায় জড়িয়ে ছিল,
সুমধুর কত সুর!
কোকিল কন্ঠি হারিয়ে গেল,
হৃদয় একান্তে ব্যথাতুর!

শত সহস্ত্র স্বরলিপির মতে,
চেতনারাও হলো নিঃস্ব!
রিক্ত আবেগ স্মৃতির ক্ষতে,
অশ্রুস্নাত সারা বিশ্ব!
-অরুণ

-


6 FEB 2022 AT 11:26

Sex করার পর তাকে
Ex না বানিয়ে বউ
বানানো হলো
ভালোবাসা!!❤️
-বিজন

-


4 FEB 2022 AT 20:25

রাত পোহালেই সরস্বতী পুজো
পুষ্পাঞ্জলি দেওয়ার নাম
করে আবার যেন BF-এর
সাথে ঝোপেঝাড়ে
ঢুকিস না বোন!!🙏🏻
-অরুণ

-


30 JAN 2022 AT 20:57

পিসি ভাইপো যেখানে ,
চোরের উৎপাত সেখানে।

পিসি ভাইপো যেখানে ,
চাকরি নেই সেখানে।

পিসি ভাইপো যেখানে ,
মিথ্যা প্রতিশ্রুতি সেখানে।

পিসি ভাইপো যেখানে ,
ঘুষখোর নেতা সেখানে।
-অরুণ

-


28 JAN 2022 AT 8:46

সম্মান শুধুমাত্র পা ছুঁয়েই
দেওয়া যায় না।
কাউকে দেখে নিজের
মোবাইলটা সাইডে রেখে,
ওকে সময় দেওয়াটাও
একপ্রকার সম্মান।

-


26 JAN 2022 AT 0:57

"শুভ প্রজাতন্ত্র দিবস"
হিংসাতে হয় শুধু ক্ষয়
প্রেমেতে করো বিশ্ব জয়
সত্য পথে নেই কোন ভয়
মিথ্যাতে থাকে সংশয়
হিংসাতে যে হাত মেলায়
হবে সর্বদা তার পরাজয়
সৃজন করো নবচেতনা
একনিষ্ঠ ভাবে করি আজ
ভারত মাতার শুভকামনা
-অরুণ

-


24 JAN 2022 AT 23:16

Block Karna Nahi
Ignore Karna Sikho
Block Kar Diya Toh
Tumhari Kamyabi kese
Dekhege Woh..!!
@bijan

-


24 JAN 2022 AT 22:59

Itna Bhi Mat Bhago
Kisi ka Piche ki
Pao Se Jyada Dil
Thak Jaya 🥀💔
@bijan

-


20 MAY 2021 AT 1:05

যতটা কাকলি ফার্নিচার এর
পোস্টকে গুরুত্ব দিলেন...
ততটা যদি বিনা পয়সার হেঁশেল,
অক্সিজেন, বেড, ব্লাড প্লাজমার
পোস্ট গুলোকে রিচ বাড়াতে
সাহায্য করতেন আমাদের
সবার অনেক উপকার হতো !!

-


Fetching Ami Arun Quotes