Indranil Dinda   (Once upon a time)
115 Followers · 74 Following

#Trust me, I am really fake
Joined 10 January 2018


#Trust me, I am really fake
Joined 10 January 2018
16 JAN 2022 AT 18:44

তোমায় খুঁজেছি আমি

তোমায় খুঁজেছি আমি
রাতের প্রতিটি স্বপ্নে।
প্রতিটা নিঃশ্বাসে
করেছি তোমায় অনুভব।
তোমায় খুঁজেছি আমি
ডায়রির পাতায় পাতায়
কখনো বই এর ফাঁকে ফাঁকে।
তোমাকে খুঁজেছি আমি
কখনো তুলির টানে
কখনো পুরানো ক‌্যানভাসে
কোথাও পাইনি আমি।

শুধু পেয়েছি আমি
নিঃস্ব রাতের ভরা গ্লাসে
প্রতিফলিত তোমার মুখ।
কখনো ধোঁয়ার মাঝে
যেন দাঁড়িয়ে আছো
কাঁধে ফেলে এক রাশ চুল।

আর আজ আমার নির্জন রাতের কর্কশ কান্নায়
দেওয়ালে ধ্বনিত হয় তোমার সুমধুর হাসি।
আর এই হাসি বাঁচিয়ে রেখেছে আমায়
প্রতিটি নিঃস্ব রাতের সঙ্গিনী হয়ে।













-


27 DEC 2021 AT 2:09

আমার শুন্য থেকে শুরু
আমার শুন্যে গিয়েই শেষ
আর হিসেব করি ক্যালকুলাসে
আমার স্বপ্নে বিভোর দেশ।

আমার নামতা ভরা খাতায়
আমার হিসেব করা পাতায়
আর শরীর জুড়ে উলকি আঁকি
আমার মৃত্যুতে সব শেষ।




-


22 DEC 2021 AT 0:32

আর অল্প সময় রয়েছে পাশে
গল্প করার মতো
আর অল্প কথা রয়েছে বেঁচে
তোমায় বলার মতো
আর অল্প কাজ এখনো বাকি
বুঝিয়ে দেওয়ার মতো
আর অল্প খিদে রয়েছে পেটে
আশার আলোর মতো
আর আশা রয়েছে মনে
অহঙ্কারের মতো
আর অল্প চেষ্টা এখনও বাকি
ভুলতে শেখার মতো
সময় আমায়, অল্প কথায়, নিজের গল্প শোনায়
অল্প খিদের অহঙ্কারে, আশার আলো দেখায়
ভুলতে শেখার ছোট্ট কাজে, আর অল্প সময় বাকি
হারিয়ে যাব সেই গভীরে, সময়ও কমদামী।

-


20 NOV 2021 AT 22:11

তোমার আর পায় না প্রেম,
আমার শুকনো ভালবাসায়।
তোমার আর আসেনা হাসি,
আমার জিভ ভেঙচি খেলায়।

তোমার আর লাগেনা ভালো,
আমার আদর করা রাত।
তোমার আর হয়না ইচ্ছা,
একসাথে হাঁটতে সাথে সাথ।

ইচ্ছেগুলো আমার সবই,
এক মন খারাপের রাতে।
পুড়িয়ে দিলাম মানুষরুপী,
এই ভাবুক মনটাকে।

আমার হাতে তোমায় আঁকা,
দেওয়াল ভরা ছবি।
পোড়া মনটা দেখছে বসে,
আর হাসছে আমার বহুরুপী।




-


11 NOV 2021 AT 2:16

কখনো ভুলে যেতে দিও
মনে তো সবাই করায়, তার অস্তিত্ব ।
নদীকে ভুলে যেতে দাও
তার উৎসের গর্ব ।
পাহাড়কে ভুলতে দাও
তার অভেদ্য অভিজ্ঞতা।
গভীর অরণ্যে ভুলে যাক
ঐক্যের সফলতা ।
ভুলে যাক আর
তুমিও ভুলে যেতে দিও।
আক্ষেপ নয়, শুধু অপেক্ষা,
অল্প কিছু সময়ের ফারাক ।
আর একটু অপেক্ষা
তারপর মুখে রেখে অল্প হাসি
অনুভব কর নিজের রাজা,
নিজে হওয়ার অভিজ্ঞতা ।
ভেবে দেখো,
নিজের ভেতরে থাকা কাঁচা প্রতিমায়
আজ প্রাণ এসেছে।
- ইতি

-


17 JUL 2021 AT 9:27

প্রত্যাশার বদলে যদি মেলে শুকনো রুটি
তাতে ক্ষতি কী?
যদি মেলে চিরাচরিত সব নিয়ম ভাঙার অধিকার
সমস্যা তো নেই কিছু।
ভাবছ তুমি পড়বে ঘাটা, কমবে তোমার সঞ্চয়
রাজা তুমি হলে বটে,
তবে রাজার রাজা তুমি নয়।

-


24 JUN 2021 AT 1:58

যদি খুঁজে পাও কোনো অতীত আমার
স্বার্থপরতা-কে দিয়েছি প্রশ্রয়
নিজ সুখকে করেছি উশৃঙ্খল
বিবেক হয়েছে জলাঞ্জলি
আর স্বপ্ন দেখিয়েছি বিলাসীতার,
আমার মৃত্যু কামনাই হবে, তোমার শ্রেষ্ঠ উপহার
সরিয়ে ফেল এই জঞ্জাল, সুন্দর পৃথিবী থেকে।


-


14 JUN 2021 AT 2:14

বন্ধু আমি হিন্দু, তুমি মুসলমান
তোমার কবরে দিও, আমায় অল্প স্থান।
ছোট্ট থেকে একই স্কুলে, একই খেলার মাঠে
টিফিন নিয়ে মারামারি, ভুলে এঁটো-র জাতপাতে।
তোমার প্রিয় রবি ঠাকুর, আর আমার প্রিয় কাজী
তোমার মজা দূর্গা পূজায়, আমি ঈদে সাজি।
ধর্ম আমার, ধর্ম তোমার, বিভেদ কিছুই নাই
বন্ধু ধর্ম সবার উপর, কোনো ধর্মে হিংসা নাই।
তাইতো বলি বন্ধু, আমায় দিও অল্প স্থান
থাকলে পাশে তুমি, আমার মৃত শরীরেও থাকবে প্রাণ ।



-


23 MAY 2021 AT 22:08

আমিও যে আশাবাদী ছিলাম,
তাই নিরাশাকে ঢেকেছি মুখোশে।
আজ হাসি কান্না মিশে হয়েছে এক,
আর তুমি রয়ে গেলে নীরবে।

-


13 MAY 2021 AT 3:07

আমি ভালবাসি তাকে
যাকে আমার গল্পে করেছি চরিত্রহীন
করেছি পুঙ্খানুপুঙ্খ শরীর বিশ্লেষণ
ছাড়িয়ে গেছি সব নির্লজ্জ সীমানা
তবুও ভালোবাসি তাকে

-


Fetching Indranil Dinda Quotes