সব প্রতিফলন সত্যি নয়, কিছু প্রতিফলন মরীচিকা ও হয় ।
তাই কিছু সময়ের নীরবতার মানে নীরবতাই মেনে রয় ।-
এসো, একান্তে বসি কিছুক্ষন।
শহুরে কোলাহল থেকে কিছুটা দূরে...
নিরালা দুপুরে ভেসে আসা কোন ভুলে যাওয়া গানের সুরে,
শত ব্যস্ততার ভীড়ে, নিরবতাকে স্পর্শ করি।
সন্ধ্যার আবছায়া আলোয় ছবি আঁকি অবয়ব পেলবতার,
ছুঁয়ে দেখি নিঃস্তব্ধ রাতের গহীন অন্ধকার।
এসো, বিস্তীর্ণ নদীখাতের ধারে ঘাস বনে ঘুরে বেড়াই,
জোনাকি পোকার আলোর সন্ধানে।
হাতের মুঠোয় বন্দি করি সময় যা অজান্তে ফুরোয়।
শিশির ভেজা ঘাসে হাত বোলাই..
আঙুলে মাখি ভিজে মাটির ঘ্রান।
পুকুরের জলে পা ডুবিয়ে বসি আরো কিছুটা সময়।
পদ্ম পাতায় ধরে রাখা জলবিন্দুর মতো ক্ষয়ে যাওয়া প্রহর,
এসো কিছুটা ক্লান্ত বিভাবরী নিভৃতে কাটাই।-
যে তোমার নীরবতার কারণ খুঁজে,যে তোমার অভিমান বোঝে, সেই তোমার প্রকৃত বন্ধু।
-
ভাঙা হৃদয় দিয়ে প্রিয়তমাকেই ভালোবেসেছি,তবুও হতে পারিনি আমি তার প্রেমিক,..
ভালোবাসি কথাটা আজও বলাতে পারিনি, তবুও তাকে নিয়ে কবিতা লিখি একাধিক.....-
নীরবতায় হৃদয় যখন পুড়ছে ধীরে ধীরে,
শুধুই অন্তরের অনুভূতিরা আজ গুমরে মরে।
স্মৃতির প্রতি পাতায় লেগে লালচে রঙের দাগ,
কারা যেনো সুন্দর মনটাকে আঘাত করে করছে ভাগ।-
জাগো মোর দেশের সৈনিক
তুলে নাও হাতিয়ার
আমার তো হারিয়েছি অনেক
আজ সময় ওদের হারাবার
রক্তের বদলে রক্ত নাও
শহীদের তৃষ্ণা মিটিয়ে দাও
বাঁচাও মোর দেশের সম্মান
হতে না দাও খর্ব
বাতাসে বাতাসে ভেসে উঠুক
"ভারত আমাদের গর্ব "।-
পড়ন্ত বিকেলের ট্রেনে ঘরে ফেরার তাড়া,
যাত্রীরা সব ছবির মতো ভেসে ভেসে চলে যাচ্ছে,
ওরা দুজন এখনো সেই ঠাঁয় দাঁড়িয়ে,
দুটো প্ল্যাটফর্ম দুরত্ব যেন নিশ্চুপ কথা বলে যাচ্ছে...-
আমরা টাকা পয়সা খরচ করে দূরের সমুদ্র দেখতে যাই
অথচ আমাদের আশেপাশের মানুষরাই বুকে সমুদ্র ধারণ করে ঘুরে বেড়ান,
সেই সমুদ্রে আমাদের চোখ পড়েনা-