"রবির জন্মদিনে"
আজকের এই পবিত্র দিনে, পৃথিবী হেসে ওঠে,
রবির মূর্ছনায় নতুন আলো ফোটে।
আকাশে বয়ে প্রেমের বাণী,
রবির আলোয় দীপ্ত হয়েছে, বাংলার প্রাণ, বাংলার ধরণী।
কলম তোমার চিরকাল বয়ে চলে,
শিল্পের স্রোত, সৃষ্টির গল্প বলে।
অন্তরের কণ্ঠে যা রচিয়াছ তুমি,
অন্তহীন প্রেমে মিশে যায় জীবনের দ্যুতি।
আজ তোমার জন্মদিনে আমরা একত্রিত,
স্মরণ করি তোমার আলোকিত সৃজনশীলতা।
তোমার গানে, তোমার কথায়,
আমরা জীবন পথের সুগম পথে চলি।
তোমায় স্মরণ করি আমরা,
ভক্তির হৃদয়ে পূর্ণ প্রণামে,
তুমি আমাদের চিরন্তন আলো,
চিরন্তন বাংলার মানে।
তুমি চিরকাল আমাদের প্রেরণা,
তোমার সৃষ্টি, আমাদের চিরন্তন স্মৃতি।
রবি, তোমার শরণে থাকুক আমাদের মন,
আজ এই দিনে তোমায় শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই সবার সমন্বয়ে।-
শব্দহীন কথোপকথন, বৃষ্টির ছোঁয়ায়, চুপিসারে বলে যায় মনছোঁয়া গল্প,
ভিজে থাকা মুহূর্তে লুকিয়ে থাকে অনুভূতির রং..-
শব্দহীন কথোপকথন, বৃষ্টির ছোঁয়ায়, চুপিসারে বলে যায় মনছোঁয়া গল্প,
ভিজে থাকা মুহূর্তে লুকিয়ে থাকে অনুভূতির রং..-
শব্দহীন কথোপকথন, বৃষ্টির ছোঁয়ায়, চুপিসারে বলে যায় মনছোঁয়া গল্প,
ভিজে থাকা মুহূর্তে লুকিয়ে থাকে অনুভূতির রং..-
নিভৃত ভোরে শান্তির বৃষ্টি,
মন ছুঁয়ে যায় নীরব সৃষ্টি।
বেদনাহীন কোমল হাওয়া,
জীবন ভরে মধুর ছায়া।
নতুন আলো, নতুন ডাকে,
ভালোবাসা ফোটে হৃদয় আঁকে।
শান্তির বারি নেমে আসে ধীরে,
ভিজে যায় প্রাণ, স্বপ্নের নীড়ে।-
To the One I Still Think About
They say love should fit within borders—
Same city, same tongue, same ways.
But you were none of those things.
And yet, you felt like home.
My parents don’t understand,
How someone so “different” could mean so much.
They see the city you’re from,
The language you speak,
The traditions you follow—
And they turn away.
But I saw your heart.
I heard your kindness in silence.
You never tried to change me,
And still, I changed—quietly, deeply—just by knowing you.
I wish things were simpler.
I wish the world didn’t make love so hard.
But more than wishing for you,
I wish for your happiness…
Even if it’s not with me.
This isn’t a goodbye.
It’s just a soft truth,
Tucked between the pages of my heart.
A truth that says—
"I wanted you. I still do. But I must let go."-
কাঁদছে পেহেলগাম, তার গাছেরা শোকস্তব্ধ,
হৃৎস্পন্দনে মিলেছে শত হাজার আতঙ্ক।
একটি ছোট শহর, হৃদয়ের তলানি,
এখনো ভাসছে সেখানে, রক্তের প্রতিধ্বনি।
-
"I Don't Dream Anymore"
Idon’t dream anymore...
At least, that’s what I say to the night—
when it presses me with its silence.
But I...
I still paint my wishes on the moon’s quiet light.
In broken mirrors, I...
I search for what hasn’t yet come.
The lie? It’s on my lips...
But deep inside,
the dreams—they’re still there.
Alive.
-
সময় যেন এক বয়ে চলা নদী,
অতীতের স্মৃতি তীরে খেলে ছায়া।
একবার ফিরে চায় না পিছনে,
নেয় চলে সকল ভুলের মায়া।
শৈশব ছিল সেই শান্ত দুপুর,
ঝরনার মতো কলকল ধ্বনি।
তরুণ বয়সে জোয়ারের জোয়ার,
স্বপ্নে বাঁধা ভবিষ্যৎ গাথা বনি।
সময় নদী কভু কারো জন্য থামে না,
চলতেই থাকে আপন বেগে।
জীবন যেন এক ডিঙি নৌকা,
ভাসে সে নদীর অনন্ত রঙ্গে।
তাই তো বলি, থেমো না তুমি,
পিছনে নয়, চলো সামনে চেয়ে।
সময় নদীর স্রোতে ভেসে,
জয় করো জীবন, সাহসে ভরিয়ে।-
There is a world
where clocks don’t tick,
the sun doesn’t rise —
yet somehow, there is light.
People walk down streets made of memories,
dreams float in the air like dust.
No one knows each other,
but every face feels strangely familiar.
I’m just a traveler there,
a wanderer in a place without time.
I search for someone
I’ve never seen,
yet feel I once knew deeply.
Between now and never,
this world is my refuge,
where reality quietly weeps,
and dreams hold me close.-