QUOTES ON #নয়ন

#নয়ন quotes

Trending | Latest
30 NOV 2021 AT 10:27

অকৃত্তিমতা নয় মন থেকে জানাই;
দূরত্বের গভীরতা যতই হোক
থাকবো তোমার নয়নের জলে।

-


16 JUN 2021 AT 18:17

জীবন অনেকটা প্রজাপতির মতো, সৌন্দর্যে ভরপুর।
শুধু খুঁজে নিতে হয় সে সৌন্দর্য।

-


12 DEC 2022 AT 19:20


হৃদয়ে হৃদয় মেলে অনুক্ষণ
কার তরে ব্যাকুল হয় অবুঝ নয়ন?
কোন উপায়ে দৃঢ় হয় মনের বাঁধন?
চক্ষে বহে যায় শ্রাবণ প্লাবন।

-


11 JUN 2021 AT 9:48

কাজল নয়নে..
তব চাওয়াতে,
হৃদয় দিয়াছে ধরা ।।

-


27 NOV 2019 AT 9:59

সব কথা কি সবাইকে বলা যায়?
কিছু কথা কাউকেই যায় না বলা
কিছু কথা মনের অতলে রাখতে হয় গোপনে
কিছু কথা বলতে হয় না এ দু'নয়নে

-



বেসেছিলাম ভালো আমিও,
তুমিও ভেবে নিলে, দু'দিনের জঞ্জাল,,,
খেলার ছলে একটু রঙ-তামাশা করেও...
অল্প আগুনে পোড়া গন্ধ সেই পড়ার...
আমি আসতে দিই নি নয়নে জল।
আমি নিজেকে সামলাতে সামলাতে হয়েছি এখন পাথর,,,
শত আঘাতেও ঝরে না নয়নে বর্ষ,,,
আজও কথা কই, নিজ সঙ্গে দর্পনে নয়নে নয়ন রেখে।

-


14 MAR 2021 AT 1:12

তার নয়নেতে নয়ন মিলিয়া
বুনবো হাজার স্বপ্নকথা
সে যে আমার নয়নমণি
কেমনে ভুলবো তার কথা।
রোজ অমি নতুন রঙে
সাজবো তারই সাথে,
তার নয়নের আগেই যে আমার মরণ আছে।

--------- Ruma Das

-


7 MAR 2021 AT 12:35

চোখের কিছু কথা থাকে ,
আর কিছু ভাষা ।
মনের কোথা লুকানো গেলেও,
আড়াল করা যায় না চোখের ভাষা ।
কখনো তাকিয়ে দেখো নি এই চোখে ,
কি ছিল সেই না বলে কথা ।।

-


31 MAR 2018 AT 10:08

অশ্রুসিক্ত নয়নে আজও তোর ছবিই আছে ,
মিছে তোর প্রেম হলেও তুই থাকবি মনের মাঝে !!

-


18 MAY 2021 AT 0:47

আমার নয়ন কাঁপে তোমার অশ্রু জলে...
আর তুমি বল এই অধিকার তোমার নয়-নয়..

-