কি এমন আছে তোমার ওই চোখ দুটোতে?
খুঁজতে ইচ্ছে করে।।
কখনো চোখের তারায় যেন কত বিস্ময়! কত আবেগ,কত প্রশ্ন,
আবার
না, না, এসব কিছুই না হয়তো অপ্রকাশিত মনের কথা.....
কত মায়া।
আবার
কখনো রাগ, অভিমান, কষ্ট।
কখনো আমার জন্যে ব্যাকুলতা আবার কখনো আকুলতা।।
আবার
কখনও আমার জন্যে ভালবাসা ও ভয়।
-
আমি ধর্ষিতা তাতে আমর সম্মান যাবে কেন???
ধর্ষিন করেছে আমায় ।
তাতে আমার সম্মান যাবে কেন ?
যারা ধর্ষণ করেছে আমায়
ওদের সম্মান যাবে না কেন?
যখন,,,
আমি ব্যাথা পেয়েছি,
কষ্ট আমি পেয়েছি ,
তাহলে আমার সম্মান যাবে কেন ?
আমি বাচাঁর জন্য চিৎকার ও করেছি।
যখন
রাক্ষস গুলো আমায় চিবিয়ে খাচ্ছিল,
অবিরাম কষ্ট সহ্য আমি করেছি
তাহলে সম্মান আমার যাবে কেন!!!
কে বলেছিল ভগবান কে
পৃথিবীর সব সম্মান সব মর্যাদা
মেয়েদের যোনিতে রাখতে??
ধর্ষিতা হয়েছি আমি,
সম্মান আমার যাবে কেন ?
যারা ধর্ষণ করেছে
ওদের সম্মান যায় না কেন?
-
দূরত্বদের কমিয়ে দিয়ে,
একবার কাছে এসেয় দেখো ।।
তোমার বিরহে বিলীন হয়ে
অন্ধ হয়ে আছি । ।।।
তোমায় এমনি এমনি ডার্লিং বলি না আমি,
তোমায় কতটা ভালো বাসি তা জনো না তুমি ।।
-
জীবন টা।।।
ছোটবেলাটা ফিরে পেতে চাই ।।
ছোটোবেলায় আমার করা ভুল গুলো শুদ্রতে চাই ।।।।।।
যাতে বড় হয়ে তোমাকে হারানোর কষ্ট টা আর না হয় ।।।🙂🙂
-
আবদ্ধ হয়েছি আমি ।
কোথায় দিচ্ছি দিদি রক্ষা করবো সারা জীবনই ।।
আমার এই দেহে প্রাণ যতক্ষণি থাকবে রক্ষা করব ততক্ষণি।।
-
বৃষ্টি ঝরে পড়ে চৌরাস্তায়,
তোমার আর আমার হারিয়ে যাওয়ার
গল্পগুলো জমা হয়ে যায় ডায়রীর ছেঁড়া পাতায় ।।-
স্বাধীন করেছে যারা তাদের জানাই প্রণাম ।
বিপ্লবীদের প্রাণের বলিদান করেছে তোমায় স্বাধীন,
তোমার সুখের জন্য হারিয়েছে তারা প্রাণের আনন্দের দিন ।।-
তোমার ঐ মিষ্টি হাসির ঠোঁট দুটো
আমায় খুব কাছে টানে ।।
তোমার ওই কাজল ভরা আখি গুলো
আমায় খুব পাগল করে ।।
ওগো সখি হবে কি তুমি আমার পথ চলার সাথী ।
কথা দিচ্ছি ছাড়বো না কোনদিনই তোমার ওই হাত দুটি
-
অনেক দিন ধরে মেয়ে টা বায়না করছে এক জোড়া কানের কিনে দিতে হবে । অবশেষে আজ সময় বের করে মেয়েকে দোকানে নিয়ে গেলাম । সেখান গিয়ে হটাত দীর্ঘ ১০ বছর পর সুস্মিতা সাথে দেখা ।।
আমাকে দেখে বললো কেমন আছো? আমি কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে পুরনো স্মৃতি কথা মনে করে মুখ ফিরিয়ে চলে গেলাম ।।।-