antara banerjee   (অন্তরা ব্যানার্জী)
222 Followers · 10 Following

Joined 27 December 2017


Joined 27 December 2017
13 NOV 2020 AT 22:55

From the magical fairy tale love story of Nandini Murthy and Manik Malhotra,
To the simplest love story of Dhruv Vats and Kavya Kulkarni,
We all grew up.❤️

-


30 JUL 2020 AT 11:53

বন্ধুত্ব
বন্ধু মানে ক্লাসের মাঝে আড্ডা চলে,
বন্ধু মানে শান্তি মনের কথা বলে।
বন্ধু মানে এক ইশারায় সবটা বোঝা,
বন্ধু মানে ভণিতা নয় ভীষণ সোজা।
বন্ধু মানে জন্মদিনে ট্রিট আদায়,
ডোমিনোজ, আর্সালান বা আমিনিয়ায়।
বন্ধু মানে আইনক্সে সিনেমা দেখা,
বন্ধু মানে কাঁধে ভরসার হাত রাখা।
বন্ধু মানে মনখারাপের আসল ওষুধ,
দুঃখ যত সব সরিয়ে আনছে সুখ।
বন্ধু মানে জানে মনের গোপন হদিশ,
বন্ধু মানে 'বাড়ী পৌঁছে জানিয়ে দিস।'
বন্ধু মানে হাসি আর ঠাট্টা অনেক,
আবার ঝগড়া হয়ে কথা বন্ধ বার কয়েক।
বন্ধু মানে ঠিক বাবা-মায়ের মত,
চিনতে শেখায় ভালো-মন্দ তফাৎ যত।
বন্ধু মানে চলার পথে গেলে পড়ে,
শক্ত হাতে তুলবে তোমায় টেনে ধরে।
বন্ধু মানে বাবা-মায়ের মত পরিবার,
জীবনের অন্যতম সেরা উপহার।।

-


28 JUL 2020 AT 21:16

চোখ ভিজিয়ে দুঃখ যখন‌ নামে-
ক্লান্ত আমি ডুবতে চাই ঘুমে,
কারণ স্বপ্নেতেই সাক্ষাৎ হয় রোজ
দেখি জড়িয়ে আছি তোমার বুকের ওমে।।

-


21 JUL 2020 AT 23:02

কবিতা ছন্দ বিদায় নিয়েছে আমার জীবন থেকে,
ক্লান্ত-অবসন্ন মন তাকে বারবার পিছু ডাকে।
চলে গেছে সে সুদুরে, আসতে চায়না ফিরে,
হতাশাই খালি পাশে আছে, রাখছে আমায় ঘিরে।।

-


13 APR 2020 AT 22:34

কোয়ারেন্টিন

দিনগুলো যেন বড্ড একঘেয়ে
মনের ভার ঢেকে দিচ্ছে খুশী,
একটিবার ছুঁতে চাই তোর হাত
সত্যি বলছি চাইনা এর বেশী।

অনেকদিন দেখা সাক্ষাৎ নেই
ঘরবন্দী নিশ্চল এই মন,
মরচে ধরে নষ্টাচ্ছে আবেগ-
শরীর-মনে বাসা বাঁধছে ঘুণ।

নতুন কিছুর আশায় এই আমি
খাতা কলম নিয়ে বসি যখন,
অন্য কিছু হয়ে ওঠে না- শুধু
লেখা হয় প্রেমের সাতকাহন।

নোনাজল ঠোঁটের কোণে জমে
তোকে খুঁজেই ঝাপসা হয় দৃষ্টি,
Distancing অসহনীয় হলেও
উপহার দেয় নিত‍্য নতুন সৃষ্টি।

একদিন সব আঁধার কেটে যাবে-
মনের ভার কমবে অনেকখানি,
তোর সাথে আবার দেখা হবে
ফিরে আসবে সেই পুরোনো আমি।।

-


10 APR 2020 AT 0:22

পুনর্মিলন

অন্ত দেখি মেলেনা কিছুতে
হাজার ভুলে ভরা সব ছত্র,
দীর্ঘদিন অনভ্যাসে থাকায়
ছন্দ লিখেছে বিদায়ের পত্র।

ছন্দ বিদায় না হয় নিলাম মেনে
দেখি সৃষ্টিসুখও চলে যাচ্ছে এবার,
দিনের শেষে ব‍্যর্থতাটাই প্রকট-
সত্যি দেখছি সময় এসেছে ভাবার।

দিনগুলো যেন লাগছে একরকম-
রোজনামচায় একঘেয়েমির গ্রাস,
হতাশা-ক্রোধে কাতর আমি বলি;
'ভাসিয়ে দিই কবি হওয়ার আশ!'

ভেজা চোখে তাকিয়ে দেখি আমি
সাজানো স্বপ্ন হচ্ছে ধূলিসাৎ,
তখনই আমার আশাবাদী মন বলে;
'জেগে ওঠ, কর আবার বাজিমাৎ!'

আবার বসি কলম-খাতা নিয়ে
লিখতে থাকি মনে আসে যা কিছু,
হঠাৎ দেখি ছন্দ এসেছে ফিরে-
সৃষ্টিসুখকে নিয়ে তার পিছু পিছু।।

-


9 APR 2020 AT 21:21

-এ বাবা তোর জামায় রক্ত! তুই কী নোংরা রে, ছিঃ!
-হিহি! কেউ মিশিস না তিন্নির সাথে।
-এই যা যা। আমাদের পাশে বসবি না। এবার থেকে তুই লাস্ট বেঞ্চে বসবি!

-এই ম্যাম আসছে, ম্যাম আসছে।

-গুউউউউউউউউড মর্নিং ম্যামমমমমমমম!

-সিট ডাউন। এই তিন্নি তুই কাঁদছিস কেন? কী হয়েছে?

-ম্যাম ওর জামায় রক্ত লেগে আছে, ছিঃ!


-চুপ করো তোমরা। বসো সবাই। তিন্নি আয় তো আমার সাথে তোকে বাথরুম নিয়ে যাই।


এভাবেই প্রিয়াঙ্কা ম‍্যামের মধ্যে 'মা' কে খুঁজে পেল মাতৃহারা তিন্নি।।

-


10 MAR 2020 AT 9:57

-Confidence
-Over Confidence
-যারা E1 এ পনেরো জনের লাইন দেখেও বাসে ওঠে

-


10 MAR 2020 AT 9:51

তোমার দুঃখের দিনে আমি রামধনু হব,
এভাবেই তোমায় আজন্ম ভালোবেসে যাব।।

-


13 JAN 2020 AT 18:18

বড়লোক
অনেক বড়লোক
অনেক অনেক বড়লোক

এই শীতেও যারা AC bus এ যাতায়াত করে

-


Fetching antara banerjee Quotes