QUOTES ON #নজরুল

#নজরুল quotes

Trending | Latest
25 MAY 2020 AT 9:30

–: নজরুল স্মরণে:–
বিদ্রোহী কবি তুমি কাজী নজরুল ইসলাম,
জন্মদিনে তোমায় জানাই শতকোটি প্রণাম।
সাহিত্যের আকাশে তুমি এক উজ্জ্বল নক্ষত্র,
বিদ্রোহী কবি রূপে বিরাজ করছো সর্বত্র।
বাংলা সাহিত্যে তুমি বিদ্রোহী নজরুল,
অসাম্যের বিরোধিতাই ছিল তোমার বিদ্রোহের মূল।
জাতিভেদের বিরুদ্ধে তোমার ছিল কত সংগ্রাম,
অসাম্যের নীতি ভাঙতে গেয়েছিলে সাম্যের গান।
বিদ্রোহী কবি রূপে আবির্ভূত হয়েছিলে,
ধর্মের ভেদাভেদে একতা চেয়েছিলে।
পরাধীন দেশের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়িয়েছিল,
কবিতার মধ্যে দিয়ে বিরোধিতা করেছিলে।
সমাজে অস্পৃশ্য নীতির বিরুদ্ধে ছিল তোমার সাম্যের সুর,
গানে কাব্যে আজও তুমি বিদ্রোহী কবি নজরুল।
বাংলা সাহিত্যে তুমি রইবে যুগ যুগ ধরে,
বিরাজিত হয়ে থাকবে প্রতিটি বাঙালির অন্তরে।
–অমর্ত্য দাস✍️

-


25 MAY 2021 AT 17:12

-: নজরুল স্মরণে :–
বিদ্ৰোহী কবি তুমি কাজী নজরুল ইসলাম।
গানে কাব্যে জড়িয়ে আজও সর্বত্র তোমার নাম।।
সাহিত্যের আকাশে তুমি এক উজ্জ্বল নক্ষত্র।
বিদ্রোহী কবি রূপে বিরাজ করছো সর্বত্র ৷।
বাংলা সাহিত্য কথায় তুমি বিদ্রোহী নজরুল।
অসাম্যের বিরোধিতাই তোমার বিদ্রোহের মূল ৷।
জাতিভেদের বিরুদ্ধে তোমার ছিল কত সংগ্রাম।
অসাম্যের নীতি ভাঙতে গেয়েছিলে সাম্যের গান ৷।
বিদ্রোহী কবি রূপে তুমি আবির্ভূত হয়েছিলে।
ধর্মের ভেদাভেদে তুমি একতা চেয়েছিলে ।।
পরাধীন দেশের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়িয়েছিলে।
গান কবিতার মধ্যে দিয়ে বিরোধিতা করেছিলে ৷।
অস্পৃশ্যতার বিরুদ্ধে তোমার ছিল সাম্যের সুর।
গানে কাব্যে আজও তুমি বিদ্রোহী কবি নজরুল ৷।
বাংলা সাহিত্যের আকাশে তুমি রইবে যুগ যুগ ধরে।
বিরাজিত হয়ে থাকবে তুমি প্রতিটি বাঙালির অন্তরে।।

-


24 AUG 2019 AT 16:02

এখনও কি তুই সবুজ বনে প্রেমিক খুঁজে ফিরিস?
দিলদরিয়ায় নাও ভাসিয়ে স্বপ্ন ফেরি করিস!

আমার আকাশ একলা আজও, বীণায় বাঁধে গান,
দারুণ অবক্ষয়েও জাগে "বিশ্বভরা প্রাণ!
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান"।

মনের মানুষ থাকে মনেই, প্রাণেই থাকে প্রাণের সুখ।
ঝড় বৃষ্টি বজ্রাঘাতে তোলপাড় নয় হলই বুক!

ছেলেখেলা তো অনেক হল, এবার বলি শোন্-
আপনিই সে ধরা দেবে যে তোর আপনজন।

খুঁজিস না তুই ; খুঁজুক না সে!
পাগল হাওয়ায় যা হারিয়ে।
পৌষ ফাগুনের মেলায় আবার আসবি ফিরে তবু-
হাত ধরে তার গাইবি "...কিছু হারায় না তো প্রভু"।

-


29 AUG 2020 AT 10:19

বিদ্রোহী বাজে তোমার ঝংঙ্কার
কুমোদিত রণকোদণ্ড টঙ্কার,
বলিষ্ঠ চিবুকে রহস্য রেখা
ঝরে পড়ে ঝলকানি হুঙ্কার।

করেছো খেলা প্রতিবাদী হয়ে
রক্তিম করেছো এ জন্মভূমি,
ধর্মের কোলাহল শূণ্য করে
বেঁধেছো শিমুলের গাঁথা।

কলমে তুলেছো রক্তের স্রোত
নড়িয়ে সামাজিক তারতম্য রেখা,
অগ্নিবীণার আগমনে কেঁপেছে বিট্রিশ
জ্বলেছে দীগন্তে অগ্নি শিখা।

রক্তের স্রোত হয়েছে ক্ষান্ত
তাই লিখে চলেছি সহস্র রক্ত করবী।

✍️সৌরভ

#নজরুল ইসলাম এর মৃত্যু দিবসে বীর বিপ্লবী প্রতি শ্রদ্ধাঞ্জলি🙏🇮🇳✊

-


25 MAY 2020 AT 20:02

প্রিয় নজরুল

স্বরলিপির অক্ষর চেনা তোমার সুরে,
সৃষ্টির বেড়াজাল ভেঙে ভাসিয়েছ বহুদূরে।
ছোট্ট ছোট্ট পায়ে করেছি পঞ্চম বার্ষিকী পার,
শত বাধা সম্মুখে তবু মানিনি হার।
উথলিত হয়েছে প্রাণ মম তোমার সঙ্গীতে,
''তোমার পদতল রঞ্জিতে"।
কখনও ডুবেছি "আধরাতে", কখনও বা "নূপুরের ও ছন্দে",
"দূর দীপ বাসিনী" ও ঝংকার তোলে আনন্দে।
ক্ষমা করো সুরের ভুল, আমার প্রিয় নজরুল।
শুভ জন্মদিন জানাই তোমায় শ্রদ্ধার্ঘ,
সুর ও ছন্দে দিলাম আমার ভালোবাসার অর্ঘ।।

-



দাদুর গল্পে নজরুল
___________________________

-


24 MAY 2022 AT 22:56

সাহিত্যের আকাশে তুমি এক উজ্জল নক্ষত্র-
বিদ্রোহী কবি রুপে বিরাজ করেছো সর্বত্র..
জাতি ভেদের বিরুদ্ধে গড়েছিলে কত সংগ্ৰাম,
অসাম্যের নীতি ভাঙতে গেয়েছিলে সাম্যের গান।

লিখেছো, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান-
কখনো বাঁশির সুরে ভরিয়েছো সকলের মন-প্রাণ।
স্বপ্নে মোড়া এ বিশ্ব তোমার আজকে হচ্ছে ঝরা ফুল;
আবার এসে বাজাও সাম্যের বাঁশি ‘বিদ্রোহী কবি নজরুল’।।

-


25 MAY 2020 AT 20:03

তুমি নজরুল***

শ্রেয়সী শিখা মনি

ওগো শ্যাম রায়
ওহে নজরুল
কেমনে বিদায় নিলে
কলি না হতে ফুল!
এই কলি আর ফোঁটা হলো না
"প্রিয় যায় যায় বলো না"।।
এসো এসো তুমি হে মোর প্রিয়
শ্রাবণ ধারায় আমায় সিক্ত করো,
ওহে সুন্দর! ও মোর নাথ!
তোমারে ভালবাসার অধিকার দিও।
হে মোর নজরুল , প্রেমিক তুমি মোর
তোমার গান আমাতে জড়িয়ে নিলাম
তোমার কবিতা কন্ঠে ছড়িয়ে দিলাম,
তোমাকে ভালবেসে হৃদয়ে ধারণ করলাম
তোমাতেই আজ এই আমি বিলীন হলাম।।

-


17 NOV 2022 AT 21:33

তোমার কাছে পূজার উপকরণ
আমার জীবন মানে ফুল;
তুমি গীতবিতানের দিব্যি করো
আমার একাকীত্বের উপশম নজরুল।

-


25 MAY 2020 AT 17:54

......

-