Sukhendu Poddar   (সুখেন্দু পোদ্দার)
206 Followers · 327 Following

read more
Joined 6 May 2019


read more
Joined 6 May 2019
2 OCT 2024 AT 15:10

দেবী পক্ষ🌺❤🙏
--------------------
মূর্তি গড়া প্রায় শেষ এখন সবাই মায়ের প্রতীক্ষাতে;
মহালয়া আসছে আবার,আশ্বিনের শারদ প্রাতে।
মহালয়া মানে নদীর ঘাটে ঘাটে চলছে তর্পণ -
পূজ্য সবাই করি, আমি প্রণাম অর্পণ ।
শিউলি ফোটে গাছে গাছে, আকাশে রং লাগে;
পাখিরা এসে গান গেয়ে যায় নতুন আবেগ জাগে।
যেন চেনা গণ্ডিতেই বিশুদ্ধ চিত্তে পাওয়া ভালবাসার সকাল;
দেবী পক্ষের শুভ সূচনা; সকলের জীবন সুখে কাটুক চিরকাল।
মহালয়া মানে বীরেন্দ্র ভদ্র, পঙ্কজ,বাণীকুমার-
আগমনী গান স্তোত্র শ্লোক মহাজাগরণ তোমার।
শিশিরে শিশিরে শারদ প্রাতে মায়াবী ঠিকানায়;
তোমার চেনা গন্ধ ভাসে মনের সিদ্ধ আঙিনায়।
শিউলির গন্ধে ভোর জেগেছে, বাতাস মেতেছে ঢাকের বাদ্য সুরে;-
মহালয়া এসে জানান দিল দেবী আসছেন কাশের চাদর মুড়ে।
চারটে দিনের আগমনে মন হয় যে উত্তলা-
চার দিনের এই খুশি নিয়ে জীবনের পথ চলা।
মহালয়া মানে ভোরের আলো, ভোরের অন্ত মিল;
হাতে হাত ধরে চলে সবাই,করি পিল পিল-
মহালয়া মানে নতুন আশা, নতুন আলো, নতুন সরোবর;
ছড়ায় আগমনের আভাস, চারদিক হয় যে মুগ্ধকর।।

-


4 AUG 2024 AT 11:35

রাত্রির অগোচরে হাতছানি দেয়, কল্পনাদের সুখ;
দিনের আলোয় অস্পষ্ট হয়, সেই চিরচেনা মুখ।।

-


15 JUN 2024 AT 18:58

হঠাৎ মেঘে বৃষ্টি ঝরে, ঝাপসা ফ্রেমের দেওয়াল;
অস্তিত্বের অসুখরা সব, আজ রেখেছে খেয়াল।।

-


11 APR 2024 AT 21:00

বছর ঘুরে আসে এ দিন , আসমানে বাঁকা চাঁদ;
ছোটো বড়ো সবাই মাতি,কচিকাচাদের মুখে হাসির বাঁধ।
ওই চাঁদের আলো ভরিয়ে তুলুক, সকলের বাসা-
হিন্দু-মুসলিম একসাথে পাক, নিখুঁত ভালোবাসা।

বাঁকা চাঁদের আলোয় শান্তি নামুক, বিশ্বভরা প্রাণে;
ভয়-দুঃখ মিটে যাক, আজকের এই ঈদের আগমনে।
রমজানের মাসে, থাকে যে রোজা ভাঙার দিবস-
নতুন পোশাক, আতর-সুরমা, কোলাকুলিতে ঈদ- মুবারক।

এবারের ঈদের নামাজ জুড়ে দিক; যা কিছু আছে ভাঙা-
হাসি ফুটুক তাদের মুখেও, হাসতে ভুলেছে যারা।

-


29 MAR 2024 AT 16:11

হৃদয় ভাঙার মরশুমে, আসমানে উড়ে বাউন্ডুলে ঘুড়ি;
বোবা টানেল ব্যাথার মলম,নিদ্রাহীন রাতের কান্না গুলি।।

শুভ জন্মদিন The ম্যাজিসিয়ান ❤🎂

-


28 FEB 2024 AT 23:41

সাঁতারে পোক্ত আজও আমি, সাগরের কিনারায় বাড়ি-
তবু তুমি ঢেউ সেজে এলে, ভালোবেসে ডুবে যেতে পারি।।

-


6 FEB 2024 AT 22:33

মিথ্যে কথায় ভিজছে তোর সুখ, হাওয়ার দাপট শুধু এ স্তব্ধতায়;-

শান্তি খুঁজে পায় পুরোনো অসুখ, শব্দ জমা থাক এই বিষন্নতায় ।।


-


28 OCT 2023 AT 22:59

গর্ভে কণ্যা সন্তান জন্ম নিলে,
সকলের মুখ হয়ে যায় ভারি;
তবে কেন জমিয়ে পূজো করো আজ!
লক্ষীও তো এক নারী।।

-


31 AUG 2023 AT 10:58

পবিত্র থেকে পবিত্রতম হোক সকল ভাই বোনেদের বন্ধন-
আজকের রাখি পূর্ণিমা নিয়ে আসুক এক মিষ্টি আবেদন।
রাখির বাঁধনে ভালোবাসা আছে, রয়েছে কত খুনসুটি মজাদার।
সারাবছর অপেক্ষা করা কিছু চাওয়া পাওয়া আর আবদার।

ধর্ম-বৈষম্য ভুলে, রাখি থাকুক সকল ভাইয়ের হাতে-
এ বন্ধন মৈত্রীর বন্ধন, ভেদাভেদ চিরতরে যাক মুছে।
ফুলের থেকে পরাগরেণু নিয়ে কপালে তিলক দিক এঁকে,
আলোর মতো জ্ঞানের দূত্যি ছড়িয়ে পড়ুক, আশির্বাদের হাত থাকুক মাথাতে।

খুনসুটি আর ঝগড়াঝাঁটি, ভাই বোনেতে মিলে;-
লুকিয়ে আবার রক্ষাকবচ, গোপন ঘরে মেঘ ছুঁলে।
কবি গুরুর আহ্বানে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান-
পালিত হয়েছিল রাখিবন্ধন, আছে যত ভারতীয় সবাই সমান।

আজ প্রভাতের উজ্জল শিখায়,ধর্ম নির্বিশেষে সব রাখি আমেজে ভাসে-
জাতির মেল বন্ধনেও একটা নতুন মাত্রা আসে।
বছর বছর ফিরে আসুক, আজকের এই শুভ দিন-
ভাই-বোনের ভালোবাসার মাঝেও একটি বিশেষ দিন।।

-


12 AUG 2023 AT 17:15

পুরোনো সকল অতীত ভুলে;
সেজে উঠুক খুশিতে জীবন,
রাগ অভিমান কে দূরে ঠেলে।।

-


Fetching Sukhendu Poddar Quotes