বিশ্র   (✍️ বিশ্র)
58 Followers · 177 Following

read more
Joined 12 August 2020


read more
Joined 12 August 2020
22 FEB 2022 AT 11:18

হয়তো আর আসা হবেনা তাই যারা আছেন ফেসবুক এ একটু রিকুয়েস্ট দিবেন।
পেইড করে পোষ্ট আমার পক্ষে সম্ভব নয়।

-


7 JAN 2022 AT 15:55

বদলায়নি এখনও ,চাপ দাড়ি, ঠোঁটের সেই বদনাম!
পাগল হয়েছি তবে, রাস্তাই তার এক নাম।

-


3 OCT 2021 AT 23:26

আর কত বাঁধ ভাঙলে
ভাসিয়ে নিয়ে যায় বাড়ি?

আকাশ কি জানে,
মেঘেদের নেই কোনো ঠিকানা!

সবশেষে তারাও মেশে সাগরের তলদেশে।

বিশ্র

-


18 JAN 2022 AT 19:56

হাসলে বলে মন্দ লোকে
অভাব বাড়ায় শোকে,
দুই চোখ নিরব শুধু
এই বোবা পৃথিবীতে!

-


7 JAN 2022 AT 12:21

সেও ঠিক আগলে রাখতে জানে প্রিয়!
যদি তুমি ছাড়ো বদমেজাজি,
হয়ে ওঠো আস্ত খামখেয়ালি।

-


30 DEC 2021 AT 22:16

তোমার মনের মেহেফিলে, সবাই যদি হয় স্বার্থপর
পাহাড় কাছে এলে ছেড়ে যায় সব ব‌্যাধি গভীর জ্বর।

-


30 DEC 2021 AT 22:11

এই পৃথিবীতে ভালোবাসা সেই পায়
যে রোজ অপরকে কাঁদায়।
বিশ্র☘️

-


22 DEC 2021 AT 22:23

সুন্দরতা হার মানে সময়ের সাথে
বার্ধক্য জিতে যায় ভালোবাসার কাছে।

-


20 DEC 2021 AT 15:13

পাহাড় যদি হয় চুম্বন
আকাশ ঘিরে নামে রৌদ্র চন্দন,
কুয়াশা নিশির শিশির আবাসনে
হৃদয়ে বাজে ধুকপুক স্পন্দন।
©বিশ্র

-


17 DEC 2021 AT 22:52

শীতের এই দিনে যদি উষ্ণতা মাখে চাদর
আর একটিবার ডেকো কুয়াশা মেয়ে,
পাহাড় ঢেকে রঙ চড়া সাতরঙা এ শহর
অবাধ্য সে ঘুম দেবে এই বুঝি শেষ প্রহর।

-


Fetching বিশ্র Quotes