QUOTES ON #দেশপ্রেমী

#দেশপ্রেমী quotes

Trending | Latest
26 JAN 2020 AT 18:34

সে দেশে আজও প্রজাতন্ত্র হয়, মহান দেশপ্রেমীদের স্বপ্ন যেথায় ভূমিতে লুটায়।

-


15 DEC 2019 AT 1:11

মেখেছে মা-মাটি,
বহু দেশপ্রেমীর তাজা রক্ত
মায়ের সুরক্ষায় বেষ্টিত সন্তান বীর,,,;

তোমার ছায়ায় পুষ্ট পরম্পরায় নিরাপদ
আমার স্বদেশের মাটি,
তোমার পদতলে ঠেকাই শির,,,,,।

-



সে দেশে আজও প্রজাতন্ত্র হয়,যেখানে মানবিকতা দস্যুবৃত্তির রূপ নেয়।।

-



দেখে যাও তোমার স্বাধীন করে যাওয়া দেশ আজও পরাধীনতায় নিমজ্জিত,
আজও তোমার স্বাধীন করে যাওয়া দেশ হানাহানি করে চলেছে,
হয়তো এদেশ উন্নতির শিখরে দৌড়ে চলছে,
কিন্তু ভুলে গেছে দেশের নিরাপত্তা রক্ষার কথা,
ভুলে গেছে সম্মান করতে,
দেশের মা বোনদের মর্যাদা দিতে,
সেই নর পিশাচদের ধ্বংস করতে ফিরে এসো,
মানুষ রূপী অসুরের জন্ম বহু,
আজও এদেশ অবমাননায় ভুগছে,
'জাগ্রত হও তুমি'
আবার গঠন করো আজাদ হিন্দ ফৌজের মত আরো একটি দল,
যে দল এক নতুন স্বাধীনতা দেবে,থাকবেনা কোনো হানাহানি,থাকবে না কোনো পরাধীনতা, জন্ম নেবে না কোনো নর পিশাচ, স্তব্ধ হয়ে যাবে লিঙ্গবৈষম্যের লেলিহান শিখা,
সেই সব মানুষই থাকবে যারা ভারতমাতার সম্মান রক্ষা করবে,
'জাগ্রত হও তুমি'
আবারও দাও এক নতুন স্বাধীনতা
মানুষ নতুন সকাল দেখুক,
যে সকাল স্বপ্ন পূরণ করার লক্ষ্যে হাঁটবে।
নৃত্য পটীয়সী করাল ভৈরবীর ন্যায় আক্রমনে যখন দেশবাসী ভীত এবং স্তম্ভিত,সেই সময়ে মনের ভিতরে,সেই ঘুমিয়ে থাকা শিশুটাকে জাগিয়ে তুলে সজোরে একবার তাকে দিয়ে বলিয়ে দেখো "বন্দেমাতরম"। তারপর দেখো তো তোমার সেই ঝিমিয়ে পরা সেই মেরুদন্ডটিতে কিঞ্চিৎ বা যৎসামান্য বিদ্রোহের রক্ত সঞ্চালনটা হয়েছে কিনা।

-


26 JAN 2020 AT 21:25

সেই দেশে আজও প্রজাতন্ত্র হয়,যেখানে প্রজা প্রতিনিয়ত তার স্বাতন্ত্র্য হারায়!!

-


26 JAN 2020 AT 22:25

স্বাধীনতাৰ অৰ্থ মানুষ মানুষকে অকৃটিম ভাবে ভাল বাসা

-


21 JAN 2020 AT 9:44

আমি দেশপ্রেমী নই
.........………....…..

দেশপ্রেম!
সেতো আমার রক্তে নেই,
তাইতো নিংড়িয়ে নিতে চাও আমার সমস্ত রক্তবিন্দু;
আমার রক্ত নিংড়ানোর জন্য,
যদি আমি বিদ্রোহী হই;
ঝরিয়ে দিচ্ছ আমার রক্ত।
তাজা তাজা রক্ত দেখে তুমি কত সুখী,
আর সেই সুখ শুধু তোমার দেশপ্রেমের জন্য,
হ্যাঁ, শুধুই তোমার দেশপ্রেমের জন্য!

আচ্ছা,
যদি আমি তোমার রক্তে দেশপ্রেম খুঁজতে চায়!
তখন কী তুমিও আমার মত বিদ্রোহী হয়ে উঠবে,
নাকি,
ঝরতে দেবে তোমার রক্ত!
তাজা তাজা রক্ত যার বর্ন হয়ত গেরুয়া বা সবুজ,
হয়ত বা অন্য কোনো বর্ণ।

কিন্তু, জানো!
আমার রক্ত বর্ণহীন;
তাই দেশপ্রেম আমার রক্তে নেই।

হ্যাঁ, আমি দেশদ্রোহী!
শুধু কি এই জন্য যে আমি কোনো রং চিনিনা,
কোনো রং আমাকে অন্ধ করতে পারেনি, তাই!

-


26 JAN 2020 AT 20:58

সে দেশে আজও প্রজাতন্ত্র হয়, যে দেশের সংবিধান নিয়ে ছিনিমিনি খেলা হয়।

-


1 JUL 2020 AT 13:28

ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো

-


26 JAN 2020 AT 22:33

সে দেশে আজও প্রজাতন্ত্র হয়, যে দেশে আজও নারী পণ্য রয়

-