Black Rose   (রোজি)
123 Followers · 80 Following

Joined 5 October 2019


Joined 5 October 2019
31 MAY 2020 AT 3:27

....

-


30 MAY 2020 AT 19:24

....

-


24 MAY 2020 AT 15:49

একটু ভালো থাকার চেষ্টা,
সাথে নিয়ে খানিকটা অভিমানী হৃদয়;
একরাশ স্বপ্ন আর আমি,
দূরে দাড়িয়ে থেকে,
একটু বোঝার চেষ্টা!
স্বপ্ন আর বাস্তবের লড়াইয়ে,
চাপা এক দীর্ঘশ্বাসে,
এলোমেলো বাতাসে,
ভেসে যায় দুর অজানায়!
দূর পাহাড়ের নীল সমুদ্রে,
যেখানে মিশেছে
অজানা সবকিছু,
ছুঁতে চাই সেসব আর,
হারাতে চাই নিজের মাঝে।

-


24 MAY 2020 AT 8:22

বিদায়ী রমজানে মুমিন কাঁদে, কাঁদে কবরবাসী;
বলে যায় সে, নিজ ঈমানের যত্ন নিও দিবানিশি।

-


21 MAY 2020 AT 20:37

ক্ষতের উপর নতুন ক্ষত, বেড়েই চলেছে বিপর্যয়;
নিজেকে তুমি শক্ত করো, করতে হবে এ দুর্বার জয়।

-


20 MAY 2020 AT 4:27

তোমার আমার ভাবনাগুলো মিশে গিয়ে একাত্ম হোক,
তোমার আমার গল্পটা নাহয় শেষ থেকেই শুরু হোক!

-


18 MAY 2020 AT 22:29

আমাদের একটি ছোট্ট 'ক্ষমা' কারও জীবনকে ঋণমুক্ত করে দিতে পারে। আসুন এই পবিত্র মাসে কথায় প্রকাশ করে বা মনে মনে কারোর দিকে ক্ষমার হাত বাড়িয়ে দিই।

কতো সময় পর তাকে ক্ষমা করলেন এবং কি ভেবে করলেন, এই অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করেন তবে হতে পারে আপনাকে দেখে আরও কেউ অন্যকে ক্ষমা করে তাকে ঋণমুক্ত করলেন। নিশ্চয়ই ক্ষমা একটি মহৎ গুণ। আমরা কি তবে এই মহৎ গুণের অধিকারী হতে পারিনা!

-


16 MAY 2020 AT 11:57

ঈমান তোমার সতেজ হবে, ঝরাও চোখের পানি;
হৃদয় তোমার শুদ্ধ করবে আল কোরআনের বাণী।

-


15 MAY 2020 AT 20:43

আমার মা

-


15 MAY 2020 AT 20:39

❤️❤️

-


Fetching Black Rose Quotes