অভিজ্ঞতা অর্জনের শেষে আজ
মেতেছি সবাই বর্ষবরনে।
অভিযোগ আজও নিজের কাছে
হাজারো ব্যর্থতার নিরিখে।
আতসবাজি আর আলোর ছটায়
সেজেছে আমার শহর।
কতো হৃদয় তখনও ভারাক্রান্ত
অতীতের সাতকাহনে।
আশা রাখি জ্বলবে আলো
(2024) তোমার এই নতুন বছরে।
Happy New year to all🥳❤️...
Forget the past and enjoy the new year🙃😊.
Let's hope something good happiness in the New year 2024😊.
I wish everyone health👍.
-
Expections এটা নিজের প্রতি থাকাই ভালো,
সমাজে কোন মানুষের প্রতি তা রাখা উচিত নয়।-
সত্যি বড়ো হয়ে গেছি বোধহয়!
আগের সাথে মেলালে অচেনা লাগে নিজেকে।।
কথা বলতে আমি বড্ড ভালোবাসি।
হ্যাঁ আমি প্রচন্ড বদমাশ, তবে বাড়িতে
আর বাইরে আমি খুব শান্ত।।
একটা সময় বাবা-মা বলতো যা রে এবার পড়তে বস,
এখন বাবা-মা বলে না নিজেই বলি এবার একটু পড়া দরকার।।
যে মেয়ে না বুঝে একসময় কত তর্কে জড়াতো,
সেই মেয়ে আজ তর্ক হলে একা ঘরে বসে থাকে।।
যে মেয়েকে বাবা-মা বলতো এটাওটা বলিস না,
সেই মেয়েই আজ বাবা-মা কে বলে এটা তোমাদের বলা উচিত হয়নি।।
ছোটবেলায় মা আমাকে আর ভাইকে হাত ধরে বাজার নিয়ে যেত,
এখন আমি স্কুটি চালিয়ে মাকে বাজারে নিয়ে যাই।।
সত্যি এটাকেই বোধহয় সময়ের গুরুত্ব বলে। সঠিক সময় এলে সবাই সব বুঝবে আর বাস্তবে তা প্রয়োগও করবে।-
মঙ্গল-শনি থেকে বৃহস্পতি- শনির,
যাত্রা আজ বছর চারেক।
GEOGRAPHY জানতে না জানতেই,
সময় বলে এবার তোমার পালা শেষ।
বিষয়টা ছিল এমন যার নেই কোন অন্তসীমা...
যাইনি কোন excursion এ
তবুও আজ স্মৃতির পৃথিবী!
আমার excursion তো!
সপ্তাহে দুইদিন সন্ধ্যা ৭.৩০-৯.৩০।
ফিরতে বাড়ি হলে দেরী,
বাবা বলে কীরে আজ তো বেশী তাড়াতাড়ি চলে এলি?
কী করে আর বোঝাই তাদের,
বিষয়টা ছিল প্রাকটিক্যাল দিয়েই তৈরী।
অর্জিত আজ ফাইল ভর্তি (H.S, B.A) ডিগ্রী
কিন্তু বছর শেষে উপাধি আজ আমার ''প্রাক্তনী''।
তবুও নির্দ্বিধায় বলি আজ আমি "শুভ'' স্যারের ছাত্রী।-
মেয়ে মানেই কী হাজারো কথা?
মেয়ে মানেই কী বাবামায়ের বোঝা?
মেয়ে মানেই কী পিছিয়ে থাকা?
মেয়ে মানেই কী শুধু সংসার করা?
মেয়ে মানেই কী অন্যের টাকায় জীবন চালানো?
মেয়ে মানেই কী সবাই খারাপ নারী?
মেয়ে মানেই কী মুখে কুলুপ আঁটতে হবে?
মেয়ে মানেই কী ছেলেদের দাসী?
মেয়ে মানেই কী বাড়ি ফিরতে রাত না করা?
মেয়ে মানেই কী কম শিক্ষিত হয়ে মুর্খ থাকা?
মেয়ে মানেই কী রূপের অধিকারী হতে হবে?
মেয়ে মানেই কী '0' ফিগার রাখতে হবে?
মেয়ে মানেই কী খাওয়া নিয়ে সচেতন হতে হবে?
মেয়ে মানেই কী ছেলে বন্ধু না থাকা দরকার?
মেয়ে মানেই কী সে শারীরিক মানসিক ভাবে দুর্বল?
দয়া করে ভ্রান্ত ধারণাগুলো বদলান।বাইরেটা একটু ঘুরে দেখুন আজ কত মেয়ে প্রতিষ্ঠিত।-
স্বপ্ন কী?
যেটা ঘুমিয়ে দেখি নাকি যেটা ঘুমাতে দেয় না!
স্বপ্ন কী?
নিজের পায়ে দাঁড়ানো নাকি অন্যের পায়া হয়ে থাকা!
স্বপ্ন কী?
যেটা আমি ভাবি নাকি যেটা আমায় ভাবায়!
স্বপ্ন কী?
নিজেকে চ্যালেঞ্জ নাকি অন্যকে দেখানো!
স্বপ্ন কী?
যেটা আমি দেখি নাকি অন্যজন যেটা দেখায়!
-
সবার জীবনে কতশত গল্প!
আমার জন্য আমার সময় অল্প।
সবাই সাজায় রুটিন এতো...
আমার রুটে আমিই থাকি স্বল্প।
স্বপ্নে আমি রানির বেশে,
বাস্তবে আমি থাকি ছদ্মবেশে।
সবার গল্পে সবাই শিরোনাম!
আমার গল্পে আমিই বেমানান।-
সময় ছিল বড়ই ভুল
যখন এসেছিলাম তোমার কাছে!
দোকাকী এখন তোমার মন,
যেখানে আমার প্রবেশ নিষেধ।
খুঁত ধরো তার যত,
দিনশেষে তুমিই তার মনের মতো।
আটকে আছি কোন গভীরতায়?
জানি তো এখন তব মন অন্যের দোরগোড়ায়।
অপেক্ষারত আজ তুমিও আমিও...
কিন্তু ইগোর কাছে করতে হয় মাথানত
লোক দেখানো আজ বড্ড দামি,
তাইতো তোমার কাছে তুমিই অভিমানী।
ভালো থেকো প্রিয় তোমার মত,
ক্ষত মনে ভালোবাসার প্রলেপ দিও।
-
ভালোবাসার অন্তরালে সবই আজ মায়া...
পড়লে চোখে পর্দা দেখবে তুমি ছায়া।
বললে কথা দেখি সেই হাসি মাখা মুখ😊
আমি স্তব্ধ হলে নিস্তব্ধ তোমার চোখ মুখ।
দেখাই কত রাগ অভিমান
রাগ না ভাঙালেই বলি এ শয়তান।
তুমি তো আমার মিম গ্যালারি😂
করলে অন হাসি সর্বক্ষণ🤣
সর্বদিবস ব্যস্ত মোরা নিজের মতন
নোটিফিকেশন এলেই অপেক্ষার পতন🤗
ইউটিউবে নেই আর অনুপমের গান🎸
যেগুলো শুনতে বাদ রেখেছে আমাদের কান🎧
সব ছেড়ে তুমি চায়ের নেশায় মাতো☕
আসবো তখন তোমার হাতে বিস্কফার্ম মেরি হয়ে।
থেকে যাও প্রিয় মম অন্তরালে
রেখে দেব তোমায় বেস্ট ফ্রেন্ডের তকমা দিয়ে।-