একাকিত্বের যন্ত্রণা সঙ্গে নিয়ে, আঁধারে মেশে
জমানো খুশি ।।-
7 JAN 2020 AT 11:10
দিনের শেষে এসে অনুভূতির দেশে
অপূর্ন ইচ্ছেরা হাত বাড়ায় কল্পনার বেশে।
-
23 NOV 2021 AT 1:47
শব্দেরা নীরবতা পালন করে,অশ্রুধারায় সিক্ত হয় স্মৃতিদের রাশি,,,!
-
22 NOV 2021 AT 10:47
ভালোবাসার কোমল পরশে অভিমান কমে যায় কিন্তু কোমল পরশ ই যে আজকাল অধুরা
সবাই আজকাল একা একা-
14 NOV 2020 AT 13:03
ঋতুমতী হয়েও মৃত আগ্নেয়গিরির মতো
পড়ে রইলুম জীবনের এককোনে,
লাল চুড়ির আভায় কিছুটা প্রেম
জেগে উঠেছিল,
কিন্তু অনভ্যাসের মন্বন্তরে
ভুখা হৃদয় খুঁড়ে দেখি
ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্তাক্ত ছিন্নভিন্ন
ভালোবাসা,
আহত পশুর মতো তোমার চোখ
আঁচড়ে কামড়ে কেড়ে নিয়েছিল
আমার একটুকরো সুখও,
তারপর কান্না ঝরানো একটা দিনে
পালিয়ে এলাম তোমারই কক্ষপথ বেয়ে,
সামান্য একটু উষ্ণতার আশায়
হৃদয়ও শুকিয়ে নিচ্ছি মেঠো রোদে,
বিসর্জন শেষে সাদা কাপড়, সাদা ভাত
এমনকি খুব প্রিয় সাদা ফুলে মিশে যেতে যেতে দেখি
মাথার উপর ঝুলছে কয়েকটা শুকনো রক্তাক্ত পলাশ.......-