শান্ত চোখের মায়া দৃষ্টি
ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি
নীরব সুরে সেতারের ধ্বনি
হৃদয়ের শব্দ আজও শুনি
তোমার আমার এক পলকে
প্রেমের আগুন এক ঝলকে।।-
Arindam arin ari Chowdhury
আমার ইউ টিউব চ্যানেল
https://youtube.com/ch... read more
মনের ঘরে ঝড় উঠেছে
হয়েছে সব এলোমেলো
স্বপ্ন ছোঁয়ায় তুমি এলে
জীবন আমার পূর্ণ হলো
জীবন যুদ্ধে রয়েছো তুমি
সর্বদা মোর পাশে
সকল ঝড় কাটিয়ে মোরা
রয়েছি ভালোবেসে
-
স্বপ্ন এঁকে, সপ্ত সাগরে
যাই ভেসে
স্বপ্ন রঙে, হৃদয়ে আমার
মিষ্টি ছোঁয়ায়, মন ভরালে
স্বপ্নে এসে-
জীবনের অন্তিমকালে
মোর কর্ণে ভেসে আসা
সুমধুর হরিনামের ধ্বনি
মোর প্রিয় জনের কাধে চড়ে
জীবনের শেষ মিছিলে হেঁটে চলেছি
মোর একান্ত অনুভবে
কল্পনার সাগরে ভেসে।।-
কথা ছিলো
এই কথাটি শুনে মনের মাঝে
বাসা বাঁধে একটি প্রশ্ন
সত্যিই কি চিরকাল কথা থাকে ??
কিংবা বলা যেতে পারে
কোনো দেওয়া কথা রাখা যায়,
মনের ভিতর থেকে উত্তর আসে, না...
প্রশ্ন করি নিজ মনকে, কেন??
মন বলে ওঠে,
মা বাবা কে দেওয়া কথা মনে পড়ে??
হুম খুব মনে পড়ে
অনেক কষ্ট সহ্য করে মা বাবা
আজ আমাকে করেছেন প্রতিষ্ঠিত
সুখ ও শান্তিতে বেঁচে থাকার যোগ্য।
কথা দিয়েছিলাম নিজ মনকে
আর কোনো কষ্ট সহ্য করতে দেবো না
হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন
আমার মা, আমার বাবাকে,
কিন্তু পারিনি সেই কথা রাখতে,
যখন তোমাদের কষ্টের দিন শেষ করে,
সুখের দিন আসন্ন,
ঠিক তখনই, হ্যাঁ ঠিক তখনই
করে দিলে আমায় একা,
চলে গেলে আমাকে ছেড়ে ওই দুরের দেশে
শত ডাকেও আর আসবে না ফিরে।
কথা ছিলো কষ্টের দিন শেষে,
সুখের দিনে একসাথে থাকার।
না, পারিনি আমি
সেই কথা রাখতে।।-
হাসবো বলে যেই মেলেছি
মোর ভালোবাসার দাঁত
টপ্ টপ্ করে পড়ে গেল
আমার অহংকারের দাঁত
ভগ্ন হৃদয়ে কান্না চেপে
এক এক করে গুনে দেখি
হাতে গোটা সাত
হায়রে আমার, ভালোবাসার দাঁত
চোখটি মেলে যখন আমি
মন খারাপের দেশে
হঠাৎ দেখি যথাস্থানেই
রয়েছে আমার ভালবাসার দাঁত
আপন মনে হাসছি তখন
ঘুম ভাঙ্গে অবশেষে।।-
যদি এমন হতো
সব আগের মতো
নেই কোনো বিচ্ছেদ
রইবো মোরা একসাথে
কলমে ফুটে উঠুক
মনের ভাব প্রকাশ
থাকুক লেখার উৎসাহ প্রদান
একে অপরের খোঁজ
যদি এমন হতো
পরিশেষে থাকবে না
বিশাল এক ? চিহ্ন।।-