Ratna Das   (রত্না দাস)
356 Followers · 29 Following

read more
Joined 9 November 2018


read more
Joined 9 November 2018
AN HOUR AGO

অক্টোবরের শিশির ঘাসে
হাল্কা শীতের আভাস আসে
হেমন্ত এসে দিচ্ছে ডাক,
নরম রোদের পরশ মেখে
গরম চায়ের স্মিত চুমুকে
ভোরের ছোঁয়া হৃদয়ে থাক।

-


21 HOURS AGO

शाम थी मदभरी
हवा मे कुछ इशारा
पिया कहां
बिन साजन के थम गये बज़्म
बिरहा सताते...

रत्ना

-


YESTERDAY AT 17:30

চুপিচুপি চোখের পাতায়, ভোর এসে ঘুম ভাঙায় দিয়ে চুম,
বলে সকাল হলো,
জাগতে হবে, উঠতে হবে, বাজছে ভেরি
ছুটতে হবে, দিনে যে রোদ আলো ফেললো।

সকাল মানেই ডিউটি শুরু, ব্যস্ত কাজের পাহাড় চড়া, আলসেমি ছুটি নিলো,
কখন যেন গড়িয়ে বিকেল, সাঁঝের শাঁখে ফুঁয়ের সাড়ায়, স্বর্ণ-গোধূলী ছায়া মেললো।

-


16 OCT AT 16:58

অপেক্ষা কখনো প্রতীক্ষায় থাকতে থাকতে বিরামহীন পলকে চেয়ে থাকে,
একদিন ঠিক পড়বে কোনও প্রিয় পদচিহ্ন, এই আশাটা জাগিয়ে রাখে।

প্রত্যাশা পূরণ হতেও পারে অথবা না হবার শূন্যতায়, যেতেও পারে ঢেকে।

-


15 OCT AT 16:47

রঙ বলে কিছু নেই
মন রঙিন হলে দেহ রঙ পায়।
রাঙিয়ে নিতে, রাঙিয়ে দিতে হয়
সবার রঙে রঙ মিশিয়ে।ফাগ ছড়িয়ে-
নিতে হবে জড়িয়ে,
তবেই রঙের বাঁধন জীবনে আসবেই...

-


14 OCT AT 17:00

বিচার যদি হামা টানে
উকিলরা মিলে ধান ভানে
আসামী তবে ফুর্তিতে,
স্লোমোশনে চলে বছর বছর
তারিখ দেবে বহুদিন পর
বিচার কোথায় কোন ক্ষেতে-

নীরব হয়ে যায় ঘুমাতে...

-


13 OCT AT 23:12

মূল্যহীন মানবিকতার ভ্রান্ত দিশায়
চোরা ঘূর্ণিস্রোতে তলিয়ে যাচ্ছে দেশ, রাজ্য-
সব অনায্যই হয়ে উঠছে দিন দিন নায্য
তাকে প্রশ্রয় দেওয়াই বর্তমানে একমাত্র কার্য!

-


13 OCT AT 17:21

সম্মান আজ এতটাই হতমান
মান শব্দটার বানান ভুলে যান।
নারীকে যদি ভাবা হয় সহজলভ্য পণ্য
তবে ঘটতেই থাকবে ঘটনা জঘন্য।

তার ওপর বিবৃতির ফাঁসে যাচ্ছে রোজ দম আটকে,
মনে হয় এরপর নারীরাই দোষী হয়ে থাকবে ফাটকে!

-


12 OCT AT 17:18

আলো তো আঁধারেই খোলে ভালো
নইলে কি করে যাবে বোঝা,
কোনটা সাদা আর কোনটা কালো!
অন্ধকার না থাকলে আলো অস্তিত্বহীন,
কালোই আনে আলো-ভরা নতুন দিন।

-


11 OCT AT 17:27

সময় যেমন ঘোরায় ভ্রমে
সময় তেমন যায় যে কমে
হাতের ফাঁকে,
সময় কখন দেবে ফাঁকি
জানতে তুমি পারবে নাকি
শেষের ডাকে!

-


Fetching Ratna Das Quotes