Ratna Das   (রত্না দাস)
356 Followers · 29 Following

read more
Joined 9 November 2018


read more
Joined 9 November 2018
AN HOUR AGO

দেখতে চাওয়া বা দেখতে পাওয়া
দুটোতেই লেগে থাকে ইচ্ছে বা আশ,
বিরহ কখনো কখনো ক্রস করে যায় লিমিট-
চলতে থাকে, চলতে থাকে... দীর্ঘ বরষ-মাস।
মন অধীর আগ্রহে রচনা করে দৃশ্যকাব্য
একবার প্রিয় মুখ চোখের সামনে, সতৃষ্ণ নাব্য...

-


20 HOURS AGO

हाथ एकबार पकड़ के छोड़ देना
ए कंहाकां इनसाफि
पकड़ दिल से हो तो
वो साथ बिछड़ते नही...

रत्ना

-


YESTERDAY AT 17:21

আশায় আশায় ঘোরা
বিচার কালো কাপড়ে মোড়া
আইনের চোখ বাধা,
দাবি ওঠে জোরদার
মেলে শুধু হাহাকার
দিনের শেষে সব মনে হয় ধাঁধা!

-


YESTERDAY AT 17:20

আশায় আশায় ঘোরা
বিচার কালো কাপড়ে মোড়া
আইনের চোখ বাধা,
দাবি ওঠে জোরদার
মেলে শুধু হাহাকার
দিনের শেষে সব মনে হয় ধাঁধা!

-


11 AUG AT 20:51

তোমার ডানায় ওড়ার ছন্দ
আমার পায়ে মাটির গন্ধ
তবুও আছে ডানায় মিল,
দুজনের চোখে একই স্বপ্ন
হতে পারে হয়তো ভগ্ন
আমার জীবনে শুধু ঝিল।

-


11 AUG AT 17:50

হঠাৎ জোয়ার মরা বুকে
এলো উতল নিতল নদী,
প্রেম এসে ঘা দিয়ে দাঁড়ায়
শরীর মূক ও বধির-
নিঃশব্দ কথকতায়,
মনের উঠোন আ-ভূমি আলপনাতে,
ঝড়ের আভাস প্লাবন চোখে...

-


10 AUG AT 17:02

ফুল ছাড়া সব বেভুল
প্রেম বা পুজো, সবেতেই সে ভাসায় দুকূল।
ভোরের আলো মেখে ওঠে ফুটে
রাখি তাকে অঞ্জলিপুটে
দেবতার পায়ে বা প্রেমের হাতে
ফুল সাজায় রূপের পসরা,
আলো হয়ে ওঠে অস্ফুট কথায় মনের বকুল।

-


9 AUG AT 17:01

বন্ধন মধুর হলে থাকে মনের সাধন
আবিষ্ট দৃঢ়তায় বেঁধে রাখে,
রাখী নয় কিছু সুতো মাত্র,
লেগে আছে সেখানে আদর, সোহাগ,
বাজায় বেহাগ-
মন, মনকে নেয় ডেকে
একজীবনের নাম দেয় লিখে,
বাঁধনে ভাতৃ-প্রেম, ভগ্নী-প্রেম আলোকিত ছবি আঁকে।

-


8 AUG AT 17:29

দুঃখগুলো গাড়ি-বোঝাই হয়ে আসে
বসে পাশে, তারপর করুণার হাসি হাসে।
ভাবটা এমন, সুখ চাইলে দুঃখকেও চাইতে হবে,
দুজনকেই আপন কর,
নাহলে কার গুরুত্ব কত,
সেটা বুঝবে কবে!

-


7 AUG AT 17:11

যে ভাষায় ডেকে উঠি মা
সেই তো আমার প্রাণের ভাষা।
সেই ভাষায় গর্বিত আমার শহর
যেখানে কাটে আমার সকল প্রহর...
প্রেমের ভাষা, ভালোবাসার ভাষা
আমার চোখে সর্বাঙ্গসুন্দর।

-


Fetching Ratna Das Quotes