Ratna Das   (রত্না দাস)
352 Followers · 29 Following

read more
Joined 9 November 2018


read more
Joined 9 November 2018
21 HOURS AGO

সৃষ্টি ও ধ্বংসে, বিষাদ ও হর্ষে
মা স্তন্যদায়িনী, মা সংহাররূপিণী-
মা... আম্মা, যে নামেই ডাকো,
তিনি মাতা, তিনি জননী।

মা রাখে আদরে, বাঁদরে
মা ঢাকে ছায়া-মায়া চাদরে
শিশুর ঠোঁট ছুঁয়ে প্রথম শব্দ-
মা নাম নিয়ে গড়িয়ে পড়ে।

-


10 MAY AT 17:16

চারদিকে বনবন ঘুরছে চক্র
দুশমন-কোমর সব হচ্ছে বক্র!
তবুও লেজ আছড়ে দ্যাখায় দম-
আমরাও দিচ্ছি জানিয়ে, হম কিসিসে নহি কম...

-


9 MAY AT 20:43

যুদ্ধটা ছিল না মোটেই প্রয়োজনীয়
তবে জঙ্গি যদি হত্যালীলায় মাতে,
নিরপরাধ সব পর্যটকের সাথে-
তখন কিছু নেই করণীয়, দুষ্টের দমন অবশ্য পালনীয়।
শিক্ষা দিতেই হবে, যেটা সঠিক শিক্ষণীয়...

-


8 MAY AT 17:03

শিমূল পলাশ মাখা হয়েছে শেষ
এখন আগুন মাখছে শহর,
রোদের তাপে ফাটছে মাথার চাঁদি
এমনই তার তীব্র দ্রোহী বহর।

চাতক হয়ে চাওয়া আকাশ পানে
যদি কোথাও মেঘ করে ছলছল,
আলোর ভেতর কালোর একটু ঝিলিক
মন বলে ওঠে জল চাই জল... জল।

-


7 MAY AT 23:21

ঋতু
******
বদলে নিয়ে, নানা পর্যায়ে ঋতু আনে বৈচিত্র্যের হরেক সম্ভার,
বুভুক্ষু চোখ, সতৃষ্ণ মন ভরিয়ে নেয় নিজেকে, দেখে অমেয় উপচার।

-


7 MAY AT 23:12

সব বিবাদে লিখিত দলিল থাকেনা
অনেক বিবাদ অলিখিত থেকে,
মনের ঘরে স্থায়ী দখলদার হয়ে ঠেসে বসে,
ধোঁয়াটে বিবাদ, অস্পষ্ট অবয়বে জোরালো হাওয়ায়
লেখে বিভাজন রেখা।
তখন কুয়াশারা জানলায় তাকিয়ে হাসে।

-


6 MAY AT 17:05

জীবনের সালতামামি করে হাতে এল
বেশিরভাগ বিয়োগ! যোগের অংক খুব কম
কী পাওয়া, কী চাওয়া কতটা ম্যাটার করে ভাবতে ভাবতে-
বড় করে একটা শ্বাস নিল দম।

কে ছিল শক্ত, কে ছিল নরম,
ব্যাপারটা আজ থাক। হিসেব না-ই বা করলো মন...

-


6 MAY AT 16:55

ঝিম ধরা, মোহ-লাগা চিত্রপটে,
তুমি-আমি কথা গহন গোপনে ফুটে ওঠে
ফুলেরা সাজিয়ে বসেছে আসর-বাসর
মনেদের কোনও কাজ নেই।
চুপ হয়ে বসে প্রহর গোনে সাগর-তটে...

-


5 MAY AT 21:10

আগুন রঙা পাহাড় ভাঙা,
মিলছে কী সুর তোমার আমার
আর কতদিন থাকবে রঙিন,
স্বপ্নটা যে বাঁধন ছেঁড়ার!

-


4 MAY AT 16:51

স্বপ্ন ভিড় করে আসে বন্ধ চোখের পাতায়
খোলা চোখ দেখে পচে যাওয়া সমাজ,
চোখ হয়তো বুজে থাকাই ভালো, দেখতে হবে না অনেক কালো-
চারপাশে বিকৃত চিন্তার অসম-বিষম ভাঁজ!

এই দৃষ্টিই পড়ে আছে কাল কিম্বা আজ...

-


Fetching Ratna Das Quotes