তিলোত্তমা
প্রেমে পড়েছে মেয়েটি ,
তাকে ছাড়তে ওর মন চায় না......
সবে মাত্র মাস ফুরিয়েছে ,
তবু মনে হয়,
অনেক বছর আগের চেনা......
-
একটা বৃষ্টি ভেজা রাস্তা জানবে
তোর আর আমার গল্প ...
পাশাপাশি একসাথে হাঁটবো দুজনে ,
তোর খুনশুটি ষোলোআনা লেগেই আছে যখন,.
আমার নাকের ডগায় তখন ভীষন রাগ !
তারপর তোর পাগলামির বাড়বাড়ন্ত দেখেই
আমার রাগের ঠিকানা নিরুদ্দেশ ।
একটু বাদে ,বেশ হাওয়া বইবে অগোছালো
তুই আমার হাতটা ধরবি শক্ত করে ,আমিও
খানিক তাকিয়ে দেখবো আলতো, তোকে ।
তারপর ; রাস্তা যখন শেষের পথে মোদের
দুজন মিলেই থমকে যাবো না হয়,
অমোঘ চোখে তাকিয়ে থাকবো দুজন
বিন্দু বিন্দু জল গড়াবে ঠোঁটে ।
__মৌমিতা
-
সে পথে বার বার হেঁটে চলে যায় মন ,
যে পথ আমার নয় ;যে পথে যাওয়া বারণ ।।
মৌমিতা-
সাদা কালো ক্যানভাস জুড়ে
আমি তুমি একাকী গোপনে ।।
ভালোবাসা চেনা পথে বেঁকে
ধরা দেবে কি তোমার মননে ?
__মৌমিতা-
খুব ভেঙেচুরে ভালোবেসে ফেলে যারা
পরিশেষে শূন্যতা ফিরে পায় তারা ।।-
গোধূলি যখন বিদায় নিল , রেলগাড়ির বিপরীতে ।।
আমি তখনো ছুটছি বেগে ,সময়ের চোরাস্রোতে ।।
মৌমিতা
-
Even the rainbow of this black and white city is colourless,the road wrapped by Aleya,is now pale .
At the end of the day ,the huff of the unspoken languages and my heart wants to be in my boundaries,in the country.
Moumita
-
শেষ কালে যদি জড়িয়ে ধরতে প্রিয় ,
চিতার আগুন মলিন হয়ে যেতো ,
শেষ কালে যদি একটু চাইতে প্রিয়
লক্ষ্য চেহারা বিলীন হয়ে যেতো ,
শেষ কালে যদি একটু ভালোবাসতে
প্রিয় ....তবে,
আমার কবিতার শব্দেরা ঘর পেতো ।।
মৌমিতা-