হাতত এডাল চিগাৰেট
মনত বহুত আশা....
মধ্যবিত্ত হৈ জন্ম লোৱাৰ
এয়াই পৰম হতাশা.....
নিকোটিনৰ ধোঁৱা ধোঁৱা সপোন
হেজাৰ, বাতৰ বাধা বিজাৰ....
তথাপিও কিন্তু কাইঁটীয়া বাটত জীৱনৰ খোজে
অক্লান্ত বেগেৰে দিয়া গতি জীপাল.....-
মৃত্যুও অজ্ঞাত মোর
জীবনে সন্ধ্যা অন্ধকার ঘোর
জীবনের গতি রেখেছি মন্থর
আজ সবকিছু চূর্ণ হলো তোর l
আমি কাম্য ছিলাম না জানি
চোখের অভিজ্ঞতায় দিলি পানি l-
নিকোটিন শুধুই নিঃস্ব করে, দেয় না কিছুই
গন্ধ শুধু তোমায় নয়, পাশের জনকেও পোড়lয়
হায়রে! কফি হাউস! কচিকাচার দল
চোখের কোণে কালি মুখে হাজারও বিরক্তি
কিসের টানে কিসের মোহে
গিলছে শুধুই গাঁজা আর ক্যাফেইন
করছে বিষাক্ত কফি হাউসের আকাশবাতাস
ছাই শুধু ছাপ ফেলছে না ওই ঐতিহ্যর দেয়ালে
সমূলে বিনষ্ট হচ্ছে একটা সম্পূর্ণ তাজা সভ্যতা
তাদের রুচি শিল্পবোধ সর্বোপরি স্বাস্থ্য সৌন্দর্য
করোনা কি শতাব্দী প্রাচীন কোনো রোগ
যা ছিল প্রছন্ন আজ হয়েছে প্রকট
উত্তর খুঁজছি আমি আমরা নাকি ও ওরা l
-
মোক মই হৈ থাকিব দিয়া
সলনি নকৰিবা মোৰ আন্ধাৰক
মোক মই হৈ চলিব দিয়া
নগজাবা এজোপা বৃক্ষ উশাহৰ
নিৰ্জন বনত ফুলা ফুলক
চকুৰে দেখে কোনে ?
সেই ফুলে বিয়পোৱা সুৱাসৰ
খৱৰ ৰাখে কোনে ?
জ্বলি জ্বলি মনটো মোৰ
এঙাৰ হৈ গল
মোৰ খৱৰ লবলৈ কাৰো
সময় অকণ নহল
মানুহ ইমানও নিষ্ঠুৰ নে ?
তিতা স্বাৰ্থবোৰ তেজাল
কলিজাৰ ভাকুৰ নে ?
মিছা অভিমান কৰিম কিয় মই
নালাগে মোক সমাজ
যত আত্মীয়তা নাই
নিবিচাৰো মই মৰম
যত পবিত্ৰতা নাই
অকলশৰীয়া জীৱনটোত মোক
অকলে ডুবিব দিয়া…-
তিক্ততা
সম্পর্কটাকে ততক্ষণ আকৃতি দেওয়া যায়
যতক্ষণ নরম , কাঁচা থাকে
বারবার তিক্ততার আগুনে পোড়ালে
ভীষণ শক্ত হয়ে যায়
তাকে টুকরো টুকরো করে ভেঙে ফেললেও
আর আকৃতি দেওয়া যায় না...
-
'সম্পর্কে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে..
আলাদা হয়ে গিয়ে দু'জন দু'জনকে সম্মান করা উত্তম' ✋-
যেই সম্পর্কে ভালবাসা ফুরিয়ে ঘৃণা বৃদ্ধি পায়,
তিক্ত হয়ে ওঠার আগে,সেই সম্পর্কের ইতি টানা জরুরি হয়ে পড়ে।-
বড্ড এক ঘেঁয়েমি কথা গুলো,
মাঝে মাঝে ভীষণ তিক্ততা হয়,
মাঝে মাঝে মনেহয় এটা বোধহয় দেওয়া নেওয়া,
যেটা আমার একদমই পছন্দ নয়,
পছন্দ হোক বা না হোক,
দুনিয়া চলবে তার মতো,
আমিও হয়তো একঘেয়েমি টাকে
আপন করে আপন করবো,
একঘেয়েমি শব্দ যত।।
শক্তি ও একটু পেয়ে যাবো।।-
অতিরিক্ত ভালোবাসার পর যখন অতিরিক্ত অবহেলা গাঢ় হয়ে নেমে আসে,
তখন বোঝা যায়, আসলে 'অতিরিক্ত' জিনিসটাই ক্ষতিকর এক নেশার মতন...-