Aditi Bhattacharya   (অদিতি)
655 Followers · 638 Following

https://instagram.com/_aditi_bhattacharya_?utm_medium=copy_link
Birthday 15th Nov
Joined 5 April 2021


https://instagram.com/_aditi_bhattacharya_?utm_medium=copy_link
Birthday 15th Nov
Joined 5 April 2021
13 APR AT 0:28

লক্ষ্মীমন্ত

-


21 AUG 2024 AT 12:51

রাজ্য দেশ জাতি আজ কঠিন রোগের শিকার ।
বিবর্তনের ধারা ঘুরে চলেছে বিপরীতে ।
স্তন্যপায়ী থেকে মানুষ আজ আবার অমেরুদন্ডী ।
আকাশ বাতাস ছেয়ে গেছে অনাচারের গন্ধে ।
সকল অন্যায়ের বিরুদ্ধে একটা বিপ্লব চাই ।
মুক্তিবেগে পার করতে হবে এই দুর্নীতির চক্র । আন্দোলন হোক তীব্র ...গর্জন থাক কন্ঠে।
ঘুন ধরে গেছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।


-


20 AUG 2024 AT 12:43

চলো ঘুরে দাড়াই
মাঝে মাঝে ইচ্ছে করে
শামুকের মতো নিজেকে গুটিয়ে ফেলি।
ইচ্ছেটা যখন আরো বেশি চেপে ধরে...
সাধ হয় শীতঘুমে চলে যাই ।
এভাবে বেঁচে থাকার কি আদৌ কোনো মানে আছে?
যেখানে চোখ কান থাকতেও বোবা কালা হয়ে বাঁচতে হয়।
আপোষ করতে করতে তো রক্তটাও তো শীতল হয়ে গেল।
পরিণত হলাম অমেরুদণ্ডীতে।
আমি তুমি আমরা সবাই যদি শক্ত করে হাতে হাত রাখি...
চোখে চোখ রেখে একটু যদি সাহস করে ঘুরে দাড়াই...
ভয় পাবে তারা... যাদের ভয় পাওয়া উচিত।
এভাবে আর কতদিন মুষ্টিমেয় মানুষ যাদের মুখ লুকোনোর কথা...
তাদের ভয়ে আমি তুমি আমরা বোবা কালা হয়ে থাকবো?





-


19 AUG 2024 AT 20:05


নেশার ঘোরে শরীর ছোঁয়ার লোভে ৷
অন্ধকারে নিকষ কালো রাতে ৷
বাড়ানো হাত থমকে গেল...
চোখ পড়ল রাখীর দিকে...
যে রাখীটা ছোট্ট বোন পরিয়েছিলো...
পনেরো দিন আগে...
তার বড় ভাইয়ের হাতে ৷


-


17 AUG 2024 AT 0:50

অভ্যাস

-


5 JUL 2024 AT 22:46

অবহেলা অনাদর নতুন কিছু নয়...
পুড়লাম নতুন করে আবার...
যখন তুমি নিলে ছলনার আশ্রয়।

-


29 APR 2024 AT 22:15

অভিমানী প্রেমিকার দু'চোখে প্লাবন...
প্রেমিকের আদুরে ডাকনামে...
অভিমানের ব্যারিকেড ভেঙ্গে...
তপ্ত দুপুরে অকাল বর্ষন।

-


8 MAR 2024 AT 12:37

নারী দিবস

-


25 FEB 2024 AT 23:05

মুহূর্তেরা জানে...
অসহায়তা আর অপেক্ষার মানে।

-


28 APR 2023 AT 9:41

যেনে রাখো বয়স হ'লে প্রত্যেক বাবা মা'র...
মাসের শেষে একবার অন্তত রুটিন চেকআপ দরকার৷

-


Fetching Aditi Bhattacharya Quotes