লক্ষ্মীমন্ত
-
Birthday 15th Nov
রাজ্য দেশ জাতি আজ কঠিন রোগের শিকার ।
বিবর্তনের ধারা ঘুরে চলেছে বিপরীতে ।
স্তন্যপায়ী থেকে মানুষ আজ আবার অমেরুদন্ডী ।
আকাশ বাতাস ছেয়ে গেছে অনাচারের গন্ধে ।
সকল অন্যায়ের বিরুদ্ধে একটা বিপ্লব চাই ।
মুক্তিবেগে পার করতে হবে এই দুর্নীতির চক্র । আন্দোলন হোক তীব্র ...গর্জন থাক কন্ঠে।
ঘুন ধরে গেছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।
-
চলো ঘুরে দাড়াই
মাঝে মাঝে ইচ্ছে করে
শামুকের মতো নিজেকে গুটিয়ে ফেলি।
ইচ্ছেটা যখন আরো বেশি চেপে ধরে...
সাধ হয় শীতঘুমে চলে যাই ।
এভাবে বেঁচে থাকার কি আদৌ কোনো মানে আছে?
যেখানে চোখ কান থাকতেও বোবা কালা হয়ে বাঁচতে হয়।
আপোষ করতে করতে তো রক্তটাও তো শীতল হয়ে গেল।
পরিণত হলাম অমেরুদণ্ডীতে।
আমি তুমি আমরা সবাই যদি শক্ত করে হাতে হাত রাখি...
চোখে চোখ রেখে একটু যদি সাহস করে ঘুরে দাড়াই...
ভয় পাবে তারা... যাদের ভয় পাওয়া উচিত।
এভাবে আর কতদিন মুষ্টিমেয় মানুষ যাদের মুখ লুকোনোর কথা...
তাদের ভয়ে আমি তুমি আমরা বোবা কালা হয়ে থাকবো?
-
নেশার ঘোরে শরীর ছোঁয়ার লোভে ৷
অন্ধকারে নিকষ কালো রাতে ৷
বাড়ানো হাত থমকে গেল...
চোখ পড়ল রাখীর দিকে...
যে রাখীটা ছোট্ট বোন পরিয়েছিলো...
পনেরো দিন আগে...
তার বড় ভাইয়ের হাতে ৷
-
অবহেলা অনাদর নতুন কিছু নয়...
পুড়লাম নতুন করে আবার...
যখন তুমি নিলে ছলনার আশ্রয়।-
অভিমানী প্রেমিকার দু'চোখে প্লাবন...
প্রেমিকের আদুরে ডাকনামে...
অভিমানের ব্যারিকেড ভেঙ্গে...
তপ্ত দুপুরে অকাল বর্ষন।-
যেনে রাখো বয়স হ'লে প্রত্যেক বাবা মা'র...
মাসের শেষে একবার অন্তত রুটিন চেকআপ দরকার৷-