ভালো থাকার দায়িত্ব সম্পূর্ণ নিজের হাতে,
তাই খারাপ মানুষ অথবা তার কথাগুলো,
জীবনের বাতিলের খাতায় রাখা ভালো।
মানসিক শান্তির জন্যেই।
ভালো থাকতে চাইলে ভালো থাকা যায়।
-
লিখতে ভালবাসি,
তাই সেই তাগিদেই লেখা।
এছাড়াও গান গাইতে আর ... read more
পাখিদের কিচিরমিচির।
রোদে চুল শুকিয়ে শাড়ি র আচল কাঁধে,
আচারের শিশি আর বড়ি রোদে দেওয়া মায়ের,
সে যেন আজও এক ভালবাসার দৃশ্য।
হারিয়ে গিয়েছে দিন শেষে
হাজার ব্যস্ততার মাঝে,
সেই চেনা পরিচিত দিনগুলো,
মনের গভীরে স্মৃতির ভিড়ে।-
জীবন কে আমরা যতটা কঠিন ভাবি তার থেকেও অধিক কঠিন,
এখানে যে সয় সেই রয়।
তাই সবাই নিজেকে টিকিয়ে রাখার লড়াই এ মেতে থাকে।।-
চলচ্চিত্র জগতের নক্ষত্র তুমি,
কত যে সৃষ্টি তোমার।
উপহার পেয়েছি নানান ছবি,
সে হোক গোয়েন্দা বা হাস্যকর।
ঝুলি বোঝাই ছবির সম্ভার,
তুমি জগত সেরা।
আজ তোমার জন্মদিবসে তাই
মহারাজা তোমারে সেলাম।।
-
দিন যায় রাত আসে,
ভালবাসা সব ভীষণ ফেকাশে।
কথা সব ফোনে সীমাবদ্ধ ,
কিছুটা সময়ের অভাবে,
কষ্ট গুলো সব একা হয়ে,
কান্না হয়েছে চুপিসারে।
মনের শুধু দিন রাত তাই,
মন খারাপের অসুখ করে।।-
১) সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করা।
২) প্রিয় মানুষ গুলোর যত্ন নেওয়া।
৩) সৎ চিন্তা করা ।
৪) নিজের মতো করে বাঁচা ।
৫) আত্মবিশ্বাস বজায় রাখা।
-
আজও তোমারি অপেক্ষায় প্রিয়,
বিচ্ছেদের থেকে সেটাই বেশি শ্রেয়।।🌸
_ প্রিয়াঙ্কা✍
-