আবছা সূর্যের আলোয়, মোর ভগিনী তোমার আমার প্রনয়ের কথা-খানি এক অমলিন ডাইরির পাতায় লেখা থাকুক....
-
তোমার, আমার জমানো
অভিমানের চিঠিগুলো,
লেখা রয়েছে ডাইরির
প্রতি পাতায়।-
ডায়েরির প্রত্যেকটা পাতা হাসিমুখে
দখল করেছে তোর স্থান,
আগলে রেখেছে ,আমার কলম আর তোর শব্দের সহাবস্থান...-
আমার পথিক! কে আর এখন ? ব্যস্ত যে যার পথে।
তাই আমি সই। চলবো একলা। আমার আপন পথে।।-
গভীর রাতে আমার বালিশ চেনে, অশ্রুজলের উত্তাপ,
আমার এই প্রিয়তমা কোনোদিনও করেনি আমার ভালোবাসার পরিমাপ।
আমি ভালোবাসি শূন্য হৃদয় দিয়ে, ভাঙা মনের আঙিনায়,
আমার ভালোবাসা লুকিয়ে প্রতি কবিতায়।
হয়তো সে ভালোবাসে আমায় নিজের অজান্তেই..
থাক না হয় এই ভালোবাসা অসম্পূর্ণ ওই ডাইরির পাতাতেই।-
ডায়রির পাতাগুলোয় স্মৃতিবন্দী,দরজার ওপারে স্বপ্নপূরণের দেশ,
লেপ্টে থাকা কষ্টগুলো ঢেকেছে আকাশ,স্বপ্ন বোনা তথাপি শেষ।-
আজ কবিতার ডাইরি জড়িয়ে
প্রথম অনুভব করলাম
ওতে, প্রাণ আছে
যে
আমায় জড়িয়ে ধরে, সাহস দেয়, আগলে রাখে
নিঃশব্দে, নিঃস্বার্থে l
আজ কবিতার ডাইরি টা জড়িয়ে বুঝতে পারলাম
ওর একটা অদৃশ্য হাত আছে
যা আমার হৃদয় ছুঁতে পারে l-
দিনগুলো সব ডাইরির পাতায়
স্মৃতিগুলো কফি হাউসে বন্দি
রংচঙে এই শহরের রাতে
তোমার আমার শেষ নিঃশ্বাসের সন্ধি!!
মন বলছে চাই না কিছু
শরীর আরো অনেক কিছু চাইছে
দাঁড়িয়ে আছি আজও অন্তরালে
ঘড়ির কাটা আজও ঘুরে যাচ্ছে!!-