vagabond ❤  
2.9k Followers · 4.0k Following

I write sudden thoughts..
Joined 12 November 2017


I write sudden thoughts..
Joined 12 November 2017
1 JUL 2020 AT 22:19

যদি মানতে পারো,, রাত শেষে, দেওয়াল ঘড়ির দুঃস্বপ্ন থেকে উঠে আসা চার দেওয়ালের অভিশাপটা সত্যিই ছিল তোমার জীবনে..,,
যদি সত্যিই অপছন্দ করো তোমার কব্জিতে বয়ে চলা আবেগ শূন্য শব্দকে..,,
যদি সত্যি মেনে নিতে পারো আয়নায় শেষ দেখা তোমাকে..চোখের খিদে না মেটা,,চাহিদার শিকড়ে নিজেকে বেঁধে ফেলা একটা মানুষ..
যদি সত্যি মানতে পারো,,নিজেকে অপ্রয়োজনীয় ভেবে তুমি উন্মাদ হচ্ছ দিন দিন..
যদি সত্যিই অসুস্থ শরীরটাকে বিছানায় দেখতে দেখতে একদিন তুমি খুব স্বার্থপর হয়ে যাও.. ক্লান্ত হয়ে যাও..
যদি এটা মেনে নিতে পারো,, তুমি আসলে শেষ করতে চাও, তোমার 'তুমি'টাকে..
তোমার মধ্যে,,অভিশাপ কুড়িয়ে বড় হয়ে ওঠা সেই মানুষটাকে..
যদি সত্যি মুছে দিতে চাও,, এই বৃষ্টি,,চার দেওয়াল,, বাড়িঘর,,শনিবারের বারবেলাগুলো..
কোনাে অপরিণত পেন্সিল স্কেচ এর পরের কাজ মনে করে,,..
সত্যিই যদি মানতে পারো,, পৃথিবীর সমস্ত রূপকথাগুলোর শেষটা আসলে নিজেকে নিয়ে ঘৃণা আর insecurity-র শুরুটা..

জানি,,এতকিছুর পরে শুধু হাত বাড়িয়ে দেবে তুমি..
দেখবে,, শেষ রাতের মলিন চাঁদটা খুব গাঢ়ভাবে জড়িয়ে ধরছে তোমায়...আমি ভালোবাসছি তোমায়.. কারণ আজ তোমার চোখের সব উষ্ণতা মরে গেছে..

--Suparna Mukherjee

-


18 FEB 2020 AT 22:35

মুঠো হাত যতটা না তাসের ঘর আঁকড়ে ধরতে পারে..
পাঁজরটা বোধহয় আমার..তার থেকেও বেশি নিষ্ঠুর,,
জমা রক্তে ওম খুঁজো না..,মিথ্যে হয়ে যাবে সব..

-


18 JAN 2020 AT 22:32

দিনের শেষে,,তোমার আমার রোজনামচার শেষে বাকি থেকে যায় ওই একটাই..,, 'গতকাল'..

-


21 MAR 2019 AT 23:00

Actually,,we all are a missing link between our childhood and our adulthood..( #living Fossils)

-


2 FEB 2019 AT 23:53

আমি জানিনা,,
তুমি শহরকে চিনেছিলে কিনা,,
অনেক দূরের..মানে এইসব মোবাইল,টেলিফোন, টেলিগ্রাম, ছাপিয়ে সেই ঠিকানাটাকে খুজেছিলে কিনা..
একটা খুব সবুজ দেশে হঠাৎ চলতে চলতে সেই প্রথম সকালে আমায় মনে পড়েছিল কিনা..
বা যখন মেঘলা আকাশ থেকে হালকা ফেনার মতো তুষারপাত জড়িয়ে ফেলছিল সেই রাস্তা গুলো,,সেই গাড়ি,, আর বাক্স বাক্স বাড়ির ছাদ গুলো..আর অবশ্যই তোমায়,,
তখন সেই আবছা দৃষ্টিতে আমায় দেখেছিলে কিনা..
যদি দেখতে,,তাহলে জানতে পারতে,,
লক্ষ লক্ষ মাইল ওপারে কেউ হয়তো অপেক্ষা করে,,
পথে চলতে,বাসে, ট্রামে, ট্যাক্সিতে, সিগনালে,.. এরকমই দু-একটা হঠাৎ তুষারপাতের..
কিন্তু ওই..

শহর বারবার ফাঁকি দেয়..

--সুপর্ণা মুখার্জী

-


28 NOV 2019 AT 17:34

And at last you end up comforting yourself by saying those things..once you wanted to hear from a to-be known person..

And then comes a huge sigh..!

It was nice meeting you..

--SM

-


16 AUG 2019 AT 2:11

মাঝরাতের স্মৃতিতে আসা কলঙ্কগুলো ঠিক অ্যালকোহলের মতো..মাদকতাপূর্ণ

তোমার উপস্থিতিতে জ্বলতে বাধ্য..!

--Suparna Mukherjee

-


12 MAY 2019 AT 18:46

আসলে ভালোবাসা চিনতে কেউ ভুল করে না,, যেহেতু সেখানে যন্ত্রণার সংখ্যাটা সবসময় ধ্রুবক থাকে..

এক জীবনে শুধুমাত্র যন্ত্রণা দিয়েই মানুষ অনেক কিছু মনে রাখতে পারে..

--Suparna Mukherjee

-


11 MAY 2019 AT 19:11

নিজের প্রতিবিম্বটা আরও একবার অচেনা হয়ে ওঠে তখন,,
হাজার ভাঙার পরে দীর্ঘশ্বাস সঙ্গী হয় যখন..

-


2 MAY 2019 AT 21:43

কিন্তু এখন সে ফুলের কোনো সুবাস নেই..

প্রেমিকরা ছাতিম ফুলের গন্ধ নিয়ে অপেক্ষা করে,,
তুমি বলেছিলে না?
আজ হাত বাড়িয়েছিলাম জানলা দিয়ে,,
রুক্ষতা টের পেলাম..কিন্তু হাতে সেই চিরপরিচিত ফুলের স্পর্শ পেলাম না..
দেখলাম মাটিতে ফাটল নেই..
ছাতিম ফুল তার সবটুকু দিয়ে ভরিয়ে দিয়েছ তাকে..

তোমার সেই প্রিয় ফুলটা এখন বাজারে বিক্রি হয়,,
প্রেমিক-প্রেমিকারা দাম ফেলে কিনে নিয়ে যায় কিন্তু,,
এখন সে ফুলের কোনো সুবাস নেই..

--Suparna Mukherjee

-


Fetching vagabond ❤ Quotes