Aniruddha Ghosh   (অ নি রু দ্ধ (ইচ্ছেখুশি))
67 Followers · 1 Following

ইচ্ছে স্বাধীন
Joined 8 June 2017


ইচ্ছে স্বাধীন
Joined 8 June 2017
21 AUG 2018 AT 23:26

উড়ে এসে কাগজের দল
বেঁধেছিল সুর, সেতারে।
সে গান আজও বেজে চলে
সকাল কিংবা রাত-দুপুরে।

এরপর

সে কাগজে, নৌকা বানাই
এপার থেকে ওপার
পথের মাঝে ঝড় ঝাপটা
ডুবেছে মাঝ-পাথার।

-


21 AUG 2018 AT 22:57

কাজল টিপ কিচ্ছুটি নয়
যাওয়ার বেলা পিছু চেও
আজও আছি আগের মত
চোখের ভাষায় বুঝিয়ে দিও।

-


16 MAY 2018 AT 14:39

যত্নে নয়
যন্ত্রণাতে থাকি

-


14 APR 2018 AT 6:53

যাদের কাছে
দুধের শিশু যোনি হলো

তাদের জন্যে
শিবের লিঙ্গে দুধ ঢালো!

-


10 APR 2018 AT 23:13

গতকাল যে ছিল ব্যক্তিগত
আজ সে ব্যক্তি গতকাল হল

-


8 FEB 2018 AT 0:11

আমার চিঠি ওড়ায় ঘুড়ি। হঠাৎ ভোকাটা। পথ হারায়। হার মেনে যায়। তোমার বাড়ির ছাদে নামে।

পারলে কখনও, উঠে যেও। পথভুলে, সে পথে। তোমার প্রেমিক চাঁদের নেশায়।

দেখবে তখন। চাঁদ বহুদূর। চাঁদের জ্যোৎস্না, ঘুড়ির পিঠে। চাঁদের বুকে।

ঝরা চিঠি তুলে দেখো একবার।

চিঠির প্রেরক প্রশ্ন পাঠায়, তুমি কেমন আছো?

-


14 OCT 2017 AT 15:45

যন্ত্রণা হয় ব্যথা বাড়ে
তবুও সে একলা যক্ষ
মিথ্যেগুলো সত্যি করে
এটাই হোক তার লক্ষ্য

-


14 OCT 2017 AT 15:28


গল্পরা সব রাত্রি নামায়
সেসব আজ ইতি
আমার নদী স্বপ্ন দেখায়
ওসব এখন স্মৃতি

-


12 OCT 2017 AT 19:56

ধরো
ওই চাঁদটা তোমার মত এক নদী
জ্যোতস্নার ঢেউ নিয়ে এসেছিলে
আমার চিলেকোঠায়

তারপর
ফিরে গিয়েছো অথবা দিয়েছি
বালিয়াড়ি তাই আজ
স্মৃতি হয়ে পড়ে রয়

-


4 SEP 2017 AT 2:17

আসলে আমরা সবাই জিততেই চাই। তাই তো দিনের শেষে,


তুমিও জয়ী
আমিও জয়ী

তফাৎ শুধু জেতাটায়

-


Fetching Aniruddha Ghosh Quotes