QUOTES ON #জুতো

#জুতো quotes

Trending | Latest
14 APR 2019 AT 12:53

হাওয়াই চটি আর হিল জুতোর প্রেমটা আজও হলনা!
রোজ বাসস্ট্যান্ড থেকে হিল জুতো জায়গা পেতো yammaha'র পাদানিতে....
আর সেটুকু দেখতে দেখতেই হাওয়াই চটির বয়স বেড়েছিল... চাকরির আশা শেষে তার বাড়ির সামনে সন্ধ্যে হলে ভীড় জমত আরও কিছু রং-বেরঙের জুতোদের... ভিতরে চলত বস্তাপচা বাংলা সাহিত্যের আলোচনা!!
আর আজ? সেই হাওয়াইচটিটা সপ্তাহে তিনদিন জায়গা পায় হিল জুতোটার পাশে। এখন সে ছোট্ট পাপ্মশু'র privet teacher কিনা...

-


14 MAR 2019 AT 20:41

জন্ম আমাদের জোড়ায় জোড়ায় ,
থামতে-চলতে একসাথে হয় ।
সম্পদ আমরা একে অপরের ,
এই নিয়েই পৃথিবী আমাদের ।
হারালে একজন ,
অচল অন্যজন ;
পরিণত হই জঞ্জালে ।
থাকি সর্বত্রই মানুষের সংস্পর্শে
তবুও রত হইনা তাদের গুণ সংগ্রহে ।
পদতলেই আমাদের আজীবন স্থান,
রাখি আমরাই প্রকৃত পাশে থাকার মান ।
বিচ্ছেদের প্রহর এলেই সঙ্গীর সন্ধানে রত
শূন্যস্থান পুরণ বিদ্যা মানুষের যে বড়ই রপ্ত ।
জুতো বলে কি হবনা প্রকৃত প্রেমিক ?
তাইতো হইনা মানুষের মতো সঙ্গী বদলানোয় মত্ত ।।

-


7 APR 2018 AT 23:17

ঠিক কতোটা সহজ হলো
সফল হওয়ার মানে
চলার পথের গল্পটুকু
'জুতো'ই শুধু জানে...

-


8 APR 2018 AT 20:19

সারাদিন ধরে ব্যস্ততা চলে রায় বাড়ির বড় বউ রেখার।হ্যাঁ গোটা সংসার সে একাই সামলায়।আজ আবার রায় গিন্নির জন্মদিন।।

--মা, তোমার জন্য একটা উপহার এনেছি।যতই হোক তোমার জন্মদিন বলে কথা।এ মাসের হাত খরচটা আবার টেনেটুনে চালাতে হবে।

--দেখো!দেখো! বড় বউ,দেখে শেখো কিছু সিমার থেকে।ও চাকরি করে বলে সংসারে সময় দিতে পারে না।কি সুন্দর কানপাশা এনেছে আমার জন্য।তুমিতো আর কিছুই দিলেনা।দিতে গেলেই তো আবার হাত পাততে হবে আমার বড় ছেলের কাছে।যাক সে কথা এতক্ষন কোথায় ছিলে বলো?

--আসলে মা,মন্দিরে গেছিলাম পূজো দিতে তোমার নামে।এখন একটু পায়েস করবো।আর দুপুরে তোমার পছন্দের খাবার। কি কি খাবে বলো তুমি?


এমনি করেই রেখা হাসি মুখে কষ্ট চেপে রাখে।কথাগুলো তার কানের থেকেও বুকে বাজে জোরে।বাবা মারা যাওয়ার পর তার আর বেশিদূর পড়া হয়নি।সারাজীবন অন্যের পায়ের জুতোয় পা গলিয়ে চলতে কতটা অপমানের সে জানে।।

-


8 APR 2018 AT 0:17

জুতো পা'কে রাখে অমলিন,
লাগতে দেয় না ধূলা।
তার স্থানই ঘরের বাইরে..
কুড়ায় শুধুই অবহেলা!

-


8 APR 2018 AT 7:59

চলার পথে সুরক্ষা দেয়
সেই জুতো আজ ব্রাত্য।
ফিতের জলুস লোক হাসালেও
তাকে ঘিরেই নৃত্য।
ঘরের দোরে অবহেলায় জুতো
শ্রমের শেষে।
দুলিয়ে শরীর যত্নে ঘরে
দুলছে ফিতে হেসে।
সত্য পরে মিথ্যা ঢাকে
গিনি সোনায় গয়না,
জনগনে কে বোঝাবে
খাঁটি সোনায় হয়না।

-


21 JAN 2022 AT 22:22

#havoc_রাত্রি

সিগারেট জানে ভালোবাসার পরিভাষা।
যাত্রা তার ঠোঁট থেকে জুতা দিয়ে পেষা।।

-


8 APR 2018 AT 0:02

আজব দেশের মজার কথা,
কে যে কখন নামী ।
উল্টে যে যায় সোজা কথা,
শস্তা যে হয় দামী!
'জুতো'র থেকে ফিতে দামী,
শাড়ির থেকে গামছা।
যোগ্যতা নয় 'মামা' দামী
নেতার থেকে 'চামচা'।

#জুতো

-


29 JUL 2020 AT 19:19

পাপুর দাঁতে জুতো ঘষে
রাফেল নামল আম্বালা এয়ারবেসে।

-