তোমার অবহেলায়,
হয়েছে অভিমান..
ভালোবাসা ফুরায়নি,
কমেনি টান..
স্বাধ জাগে আমারও,
অবহেলা করি..
ভোলাভালা মন,
ভালোবেসে মরি..-
Paromita Halder
(✍️ পারো..)
61 Followers · 37 Following
লোকে বলে গৃহবধূ,
কলমটা নিজের শুধু।
কলমটা নিজের শুধু।
Joined 9 December 2017
6 OCT 2022 AT 9:57
21 SEP 2022 AT 8:45
বুঝলে প্রিয়,
'ভালো আছি' মিথ্যেটা সবাইকেই বলা যায়, কিন্তু 'ভালো নেই' সত্যিটা বলতে বিশেষ কাউকে লাগে..-
19 SEP 2022 AT 13:29
ভালো কাজটা শুধু করে যান, মনে রাখবেন ওখানে সব হিসাব হচ্ছে, দেখবেন চরম বিপদও আপনাকে ছুঁতে পারবে না..
-
19 SEP 2022 AT 13:21
ভালো রাখার দায়িত্ব নিয়েছি,
জানিস না তুই ভীষণ দামি..
বিপদ যতো কাটিয়ে দিয়ে..
কব্জিতে তোর কবজ আমি..-
17 SEP 2022 AT 23:24
যে ভুল করে ক্ষমা চাইতে দ্বিধা করেনা আর
যে নির্দ্বিধায় মাফ করে দিতে পারে,
এই দুজনের মধ্যের সম্পর্ক চিরস্থায়ী.. ❤️-
16 SEP 2022 AT 9:19
যারা তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে,
মনে রেখো তারাও একদিন মরিয়া হবে তোমায় পেতে..-
15 SEP 2022 AT 9:27
তোমার ব্যস্ততা নতুন করে অপেক্ষা শেখালো..
মূল্যবান যাকিছু easily available নয়, আবার বোঝালো..-
14 SEP 2022 AT 18:14
তোমাকে এতটা দুঃসাহসিক ভাবে ভালোবেসেছি,
যে তোমার অবহেলারা ভীষণ ভয় পেয়ে পালিয়েছে..!!-
14 SEP 2022 AT 8:52
যেদিন থেকে তুমি বলেছো 'আমি আছি'..
সেদিন থেকেই যেনো 'আমি ভালো আছি'..-