Puja Mondal   (Puja..)
442 Followers · 110 Following

read more
Joined 19 June 2017


read more
Joined 19 June 2017
24 JAN 2020 AT 23:25

তোকে নিয়ে যত বলি রয়ে যাবে বাকি
আমাদের কথা শুধু, আলো জোনাকি

কত কিছু রয়ে গেছে, মায়া অভিমান
আমি বলি ফেলে আসা দিন ফিরে আন

আজও যদি এভাবেই চেয়ে বসি আমি
ফিরে দেখ কেউ নেই , মুহূর্তটাই দামী

তুই আমি, আমি তুই থেকে যাবো শোন
আমাদের দূরত্বটা ঠিক কাঁচের মতোন

কতটুকু আমি আছি,কতটুকুই তুই
শত অভিমান ফেলে তোকে এসে ছুঁই

যদি বলি থেকে যাবো,রেখে দিবি মনে?
যতটা আগলে রাখিস তুই প্রিয়জনে..

-


30 NOV 2019 AT 9:47

কখনও প্রবল ঝড়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিৎকার করতে দেখবেন না। ঠিক সেই সময় কাছের মানুষের খুঁটিটাও বেইমানি করবে। তারা দায়বদ্ধতার অজুহাত দেবে আর ঝড়ে দাঁড়িয়ে থাকার দায় শুধু সেই মানুষটারই।
সারাজীবনের গুছিয়ে রাখা স্বপ্নকে এক নিমেষে ভেঙে ছায়াদাতা-দাত্রী বলে দাবী জানাবে কিন্তু স্বপ্ন ভাঙার দায়ভার নেবেনা।
একটা অভিমান কুঁড়েকুঁড়ে শেষ করে দিলেও তার কোনো অভিযোগ থাকবেনা।
নিজের কাছে মিথ্যে বলতে খুব ইচ্ছে করবে
বেঁচে আছি, ভালো আছি...

-


18 JUL 2019 AT 21:20

ঠিক সেই সময় নিজের মতো করে গড়ে তুলতে হয়। লক্ষ শুধুই নিজের উপর। নিজের অস্তিত্বকে গড়ে নিতে হয়, তার প্রমান দেওয়ার দায়বদ্ধতা নেই। শুধুই নিজের জন্য একরাশ আলো।

কঠিন পথ কঠিন নয়।
নিজের জন্য বাঁচা, নিজের মধ্যে বাঁচা।

কেউ যখন নেই সাথে তখন নিজের স্বপ্ন থাকে সাথে। ভাঙাগড়ার জীবন থাকে সাথে।

-


17 JUL 2019 AT 12:32

পুরোনো মানুষ পুরোনো যা কিছু
হারিয়ে ফেলেছি প্রায়
আমাদের কোনো কথা নেই আর
বোবা অভিপ্রায়।

পায়ের কাছে তারা খসে যায়
চোখ ফেরালেই ফাঁকি
চাঁদ দেখা যায় মরীচিকা দুরে
এতটাই আনলাকি...


-


15 JUN 2019 AT 17:35

সেই মেয়েটা উধাও হতে গিয়ে
একমুঠো রোদ,স্বপ্নে এলো নিয়ে...

-


15 JUN 2019 AT 16:21

তখনও ঠিক অভিমানী আলোয়
খুব চলেছি অচেনা পথ হেঁটে
এখন কেবল প্রশ্ন আছে ভালোয়
সব পরিচয় নীরবতায় মেটে?

সময় যখন শিখিয়ে গেল ভুলের
আমিও ভাবি বদলে যাওয়াই কারণ
নিজের মতই শব্দ ছুঁয়ে ভিজি
আমার শুধুই কাব্য বলা বারণ..

-


25 FEB 2019 AT 20:09

তখন তোমার আবেগ ছোঁয়া চোখ 
বিষণ্ণতায় জড়িয়ে রাখা মোহে
আমার তখন সমস্ত জখম গাঢ় 
শরীর জুড়ে আগলে রাখি স্নেহে।

তোমার আমার সংসারি মন আজও
বৃষ্টি নামায় পাহাড়তলির বুকে
ক্রমে ক্রমে নিথর হওয়া মায়া
বন্দী করে বিরহ অসুখে।

ঠুনকো যতো অনুভূতির পাহাড়
আতস কাঁচে প্রেমের প্রলেপ ক্ষত
তোমায় ছোঁয়া একগুঁয়ে মেঘ ভেঙে 
নোনা জলে ঝরছে অবিরত।

শার্সি বেয়ে উপচে পড়া বাষ্পে
তোমার নামে জমতে থাকে ধোঁয়া 
জ্বরের পারদ উষ্ণ হয়েও শীতল
হৃদয়টুকুই হয়নি আজও ছোঁয়া।

-Puja Mondal


-


24 FEB 2019 AT 13:10

আমরা যখন পৃথক দুটো মানুষ ছিলাম টানে
মধ্যিখানে লং ডিস্টেন্স,প্রেমের ওভারব্রিজে
হঠাৎ সময় বুঝিয়ে দিলো ভরসা রাখা ভুলে
পৃথক দুটো মন পুড়ে যায় নিজের ক্ষতোয় নিজে..

-


24 FEB 2019 AT 10:51


সাঁঝবাতি আলোর টিমটিমে রোশনাই ঘিরে বুক বেঁধেছে সুখে

মনখারাপি উধাও হাওয়া বইছে কেবল আলোর অভিমুখে

তবু আসা যাওয়াটা নিয়মিত,সান্নিধ্য বলতে একখানি মন

কখনও কখনও নিজের জন্য একান্ত ব্যক্তিগত এক জীবন

সহজ সরল পথ চলার চেষ্টা,থামায় না পায়ের গতি

একই পথে ফিরে যাওয়া বারেবারে,পথ চলার নীতি

আজীবন আলো ঘিরে থাকা শ্রোতাদের মুগ্ধ জীবন পরিহাস

তবু মেনে নেওয়া, সাময়িক ছুটি অথবা কোন অভ্যেসের দাস। 


-


23 FEB 2019 AT 16:07

পাহাড়ে মিশেছে নীল...

একটা নতুন দিনযাপনের শুরু
সঙ্গী পাহাড়,আকাশছোঁয়া নীল
ফিকে রোদ শরীরটুকু ছোঁয় 
মেঘে মেঘে দু-একটা শঙ্খচিল।

ভাবতে বসি জীবন পরিপাটি 
এমন জীবন থোড়াই বাউন্ডুলে
পিছুটানে ফিরতে চায়না মন
সহস্র দিন এমনি যাবে ভুলে।

পাহাড় আজও ঝর্না জলে ভেজে 
পায়ের কাছে লুটিয়ে পড়ে রোদ
আকাশখানার স্পর্শ যদি পেতাম
মিটিয়ে নিতাম স্বাধীনতার শোধ।

পাহাড় আজও শান্ত অবিকল 
রাতের আকাশ তারার কথা বলে
একটু যদি সময় চাইতে পারি 
পাহাড় যাবো,আকাশ ছোঁয়া নীলে।

-Puja Mondal

 

-


Fetching Puja Mondal Quotes