Ishika Mridha   (ঈশিকা মৃধা)
112 Followers · 31 Following

read more
Joined 2 December 2018


read more
Joined 2 December 2018
9 MAY 2021 AT 2:07

What's better..?
Being a heartless...
Or
Having a broken heart...??

-


14 MAR 2021 AT 3:12

// স্বপ্ন //

দিবা-রাত্র ভাবনা যেটির ,
'subconscious'-এ প্রকাশ সেটির ।

-


23 FEB 2021 AT 18:37

তোমারি আঁখিতে বিরাজিত ওই মুক্তা-তার ,
ঝলো-মলো বাতাস-ও ভবনে
এই যৌবন অষার ।।

-


26 JAN 2021 AT 2:52

নাহঃ!! আজ আর তোকে আটকাইনি
শেষ চেষ্টা শেষ ।
তোর এই 'logicless-logic' বড়োই বেমানান আজ ।
মুখোশরুপী তুইও ছিলি ,
চেনার ভুলটা নাহয় আবার আমার ।
হ্যা আজ আমি অর্থহীন ;
আজ আমার প্রতিটা শব্দই তোর কাছে অর্থহীন ।
কিছু নাকি ঘাঁটতে চাসনা ;
তবে বেশ...
নিজেকে নিংড়ানো-টাকি এতোই সহজ ছিল ?
তবুও গ্লানিহীন ।
কারণ শেষ চেষ্টা নাহয় আমারই ছিল ।
সবশেষে তোর মতোই শান্তিকামী আমি,
তাই এগুলোকেও রেখে দেবো যত্নের খাতায় ।
নাহঃ এবার ভালো-খারাপ কোনো 'wish' নেই ;
'Episode'-টা 'sweet' ছিল কিনা জানিনা ,
তবে বেশ কিছুটা হাস্যকর এখন ;
যাইহোক ,শেষটা তবে এখানেই করছি,
বিদায়বেলা আর সাথে ছোট্ট একটা 'fullstop'

--- ইতি ,
তোর সাময়িক বন্ধুত্ব



-


16 JAN 2021 AT 13:18

কিছু চেহারা ফিরে ফিরে আসে ;
নতুন হয়ে ।
হয়তো নতুন আমরা ;
বা হয়তো আংশিক আবার অচেনা ।
কিছুটা অভাব অভিযোগ ,
কিছুটা 'ইগো' ;
কিছুটা না দমে যাওয়ার চাহিদা ;
কিছুটা মাঝরাতে জ্বলন্ত বদ্বীপ ভাঙা ;
কিছুটা পুরোনো আল্লাদ ;সাথে নতুন আবেগ ।
নাহঃ ভাঙছো কি শুধু তুমি-ই ?
হয়তো সে পাড়েতেও উন্মোচিত আরশি ।
গোটা নিস্তব্ধতার অবসানে ;
ধুলো পড়া আকাঙ্খাক্ষারা
হয়তো ভাবেনি প্রাণ পাবে ।
হয়তো এই আশ্বাসও একদিন কর্পূর সম ;
কিন্তু কিছু আবিষ্কার নতুন
কিছু প্রশ্রয়ে জোড় খুঁজে পাই ।
আপেক্ষিকতার-ই তবু চল বেশী ,
তাই আছে সবশেষে সান্ত্বনা ।
'জোড়-জুলুম'-এর সঙ্গী আর নই ।
নাহয় 'যোগ'-এর পর 'বিয়োগ'-টাই হবে বেশী ;
তাও আক্ষেপহীন আজ সব !!


-


13 JAN 2021 AT 22:33

বন্ধ ঢুলু ঢুলু চোখে ফোন-টা ঘাটা সবে থামবে ;
আবার একরাশ হতাশা, " উফ্ ! কাল উঠতে দেরী হয়ে যাবে । "
তাড়াহুড়ো..সব কাজ 'make-up' দেওয়ার চেস্টা ।
অহেতুক চিন্তা ছেড়ে শেষ-মেষ 'determination'
"নাহঃ ! 'series'-টা আজও শেষ হলোনা । "
যাই হোক,1-week 'painkiller'-এর আশ্রয় নেইনি,
'Yoga'-টা কাজে দিয়েছে ।
কি করবো 'sunday suspence' শুনবো ?
না-না,ওই দেখ-ও 'already 3.11'
অনেক 'self-talk' হয়েছে ;
এবার ঘুমাবো !!

-


5 JAN 2021 AT 14:49

তোমার ওই
ঝঞ্ঝা বাতাস ,
রুদ্ধ দুয়ার ,
অকাতর মরিচীকা ;
আর তোমার ওই
শৌখিন "তুমি"-টা ,
যখন বয়সে ভারাক্রান্ত ;
সেদিনও বুঝি "রূপ"-এর "পূজা"
তোমার হবেনা ক্লান্ত ?

-


4 JAN 2021 AT 22:56

কিছু গল্প তাড়া করে বেড়ায় ,
হয়তো কারণ আমরাই ,
হয়তো তৈরিও আমাদের ।
কিন্তুু হয়তো আজ সময়ের অবসান
সেসব পিছুটান ক্লান্ত ।
মুছতে গেলেও হয়তো ঘেঁটে "ঘ" ।
তারা আবহমান ।
দুর্বল নিথর দেহে হয়তো কোনঠাসা তুমি ,
তাই বলে সান্ত্বনাময় দেওয়াল খুঁজোনা ।
নিঃস্ব তুমি আজ ।
এলোমেলো বুকের কম্পনের খেলা ।
সব স্থান পাবে একদিন সময়ের ঝুলিতে ।
কেবল আগলে থাকা নিজেকেই ,
শুধু পিঠে বোঝা তুলে চলোনা ।
নাহয় ডুবিও নিজেকে আজ
তোমার ওই প্রায়শ্চিত্ত পুরীতেই ।





-


23 DEC 2020 AT 13:04

প্রতি অনুভব অধিকার পেলে
বিঘ্ন হয় নিত্য জীবন ।
তবে থাকনা কিছু কথা
ওই বিরক্তি জড়ানো ব্যাকুল খামে ;
কিছু শিক্ষা শিহড়িত এ শিশুমনে ;
কিছু অভিমান একগাল হাসির ভা‌‌‌জে ;
কিছু জয় আগামীর সাহস হয়ে ;
আর শেষে যেন ধ্রুবক রেখো পথচলাকে ।


-


2 DEC 2020 AT 19:21

হঠাৎই ক্ষত জুড়িয়ে
ভাঙা ভাঙা অভিমানী তারে,
বিলাসিনী সুর যদি
বেজে ওঠে আবার,
ঘনাবে রং-এর আমেজ ;
বিসর্জন কুহেলিকার ; আর,
নেশাতুর সেই চোখে
আবার উড়বে লাল।

-


Fetching Ishika Mridha Quotes