Sankariprasad Bhattacharyya   (Sankariprasad Bhattachar)
196 Followers · 117 Following

M.Sc,B.Ed. Asstt.Master,Govt. Of West Bengal.
Joined 7 April 2018


M.Sc,B.Ed. Asstt.Master,Govt. Of West Bengal.
Joined 7 April 2018

জীবন ঘূর্ণি ঠিকানা বিহীন, কিনারা বিহীন সাগর,
জানিনা ঘুরছি কেন নিশিদিন, শেষ কোথা এই সফর!

-



যেথায় আঁধার অর্ধেক ,
সেথায় আমার স্বপ্ন কুটির,
সুখের অবশেষ।
সেই অবশেষ পুড়িয়ে জ্বালি,
আঁধার ঘরে আলো,
দুখের সাথে তাই মিতালি,
দুখেই থাকি ভালো।

-



সময় পড়ে কম,
পথের পরিশ্রম, যখন প্রয়োজন।
কষ্টে সময় বেশি, হয়না সে পথ শেষ ই,
মেঘের কালো মসী, যেন প্রলয় এলোকেশী।
সময় সুখে কম, সে যে লুকায় অনুক্ষণ,
ঘটলে অঘটন, সে যে ক্ষণিক আপন জন।
সময় বয়ে যায়, তাকে ধরতে সময় নাই,
তাই যেটুকু পাই, তাকে আপন করে চাই।

-



ভোরেই শুরু হলেই ভালো,
আবছা আলোয়, হালকা হাওয়ায়, দিগন্ত জমকালো।
আমার চেয়ে আমীর কে আর, এতো বড় আকাশ,
পাহাড় ঘেরা সাগর আমার, আদিগন্ত প্রকাশ ।
ভোরের পাখি ডাকছে আমায়, আমার জন্য ফুল,
ফুটছে রোজ ই, সৌরভে তে, না বোঝাটা ই ভুল।
আম আমি নই, আমীর আমি, ভাবলে আমার সব,
গরীব তারা, আলস্যে রয়, এড়িয়ে এ বৈভব।
কেউ কাড়েনা, আকাশ, বাতাস, ভোরের আলো মাখা,
তোমার জন্য সম্পদেরা ভোরেই সাজিয়ে রাখা।
এমন নরম আলোক মেখে, রাখলে নরম মন,
সারাদিনের ঘাত প্রতিঘাত রুখবে অনুক্ষণ।

-



যে ঠিকানা হয়তো অন্য গ্রহ,
স্বর্গ কিংবা অন্য কিছু, যেথায় আমার গৃহ।
যে গৃহেতে এখন সেটা সবুজ রঙিন ঘেরা,
যা দেখিনি সে কথা থাক, ধরা ই সবার সেরা।
আফিং নেশার স্বপ্ন ফেরি, ট্যান্টালাস এর বাটি,
পরীর মত সহচরীর স্বপ্নে ঘেরা সেটি।
বাঁচার মতো বেঁচেই রবো, বাঁচতে দিয়ে সবে,
থাকার মতো থেকেই যাবো, যাবার যাবো যবে।

-



গুমোট যতই চরম সাথে গরম জ্বালা, জ্বালা,
ততই বাড়ে ভিড়ের দাপট, একসাথে পথ চলা।
মন্ডপেতে আলোর খেলা, বাইরে নাগর দোলা,
পসরা নিয়ে দোকান সাজে, জমছে পূজোর মেলা।
অষ্টমীতে আমিষ বারণ, লুচি নিয়ম করে ,
ছোলার ডাল আর সিমুই পায়েস, মাকে মনে পড়ে।

-



শরৎ ভোরে,
শিউলি ঝরা প্রাতে,
ভালোবাসা জীবন জুড়ে,
মন কেমনের সাথে।
পালটে যাওয়া, আকাশ, বাতাস,
বদলে যাওয়া আলো,
গুমোট আবহাওয়ার প্রকাশ,
তবুও লাগে ভালো।
দিন চলে যায় শরত গুনে,
আগমনী শুনে।
দিন এসে যায় সঙ্গোপনে,
বিসর্জনের দিনে।

-



মনের গহীনে মেঘ-রোদ্দুর কেউ স্থায়ী নয়, স্বল্পায়ু,
পাহাড়ী পথের নানা ফুলে খেলে, ক্ষণে বদলায় জলবায়ু।
কখনও সে হাসে, ক্ষণিকের রোদে, মেঘ-পাইনের ফাঁকে ফাঁকে,
কখনও কাঁদায় ,অঝোর ধারায়, মেঘ ভাঙা বারি অভিঘাতে।
দিন বদলায়, মন বদলায়, তাল কেটে যায় বদলাতে,
হৃদয়ে মাদল, আকাশে বাদল, সময়ে বদল, সামলাতে।
পাহাড়ে চড়াই, চকিতের ধসে, সবুজ হারায়, শেষ পথে,
নিমেষে উধাও কখনও সে পথ, যেন ছিলনা সে, সাথ দিতে।

-



# # # # # # # #"অ্যালবাম" # # # # # # # #

- শঙ্করী প্রসাদ ভট্টাচার্য

অ্যালবাম মানে শূন্য কাগজে
কিছু অতীত কে ধরে রাখা।
অ্যালবাম মানে সময় কে ধরে
চেটানো কাগজে যেথা ফাঁকা।
জীবনের যা যা চলমান তাকে
স্মৃতির পরতে ফিরে দেখা।
কাজহীন দিনে একেলা বিজনে,
পুরানো ছবিতে বসে থাকা।

-



পড়ার ক্লাসে, প্রশ্ন জাগুক পথে,
প্রশ্ন জাগুক বাসের ভিড়ে, প্রশ্ন জাগুক রথে।
প্রশ্নাতীত ধর্ম পুঁথি, প্রশ্নেতে পাক মুক্তি,
বন্ধ চোখ তর্কে খুলুক, অকাট্য হোক যুক্তি।
মুক্তি পাবে মুক্ত আলোয়, খুললে দুয়ার সুক্তি,
নিকষ কালো আঁধার পাক, প্রশ্ন আলোয় মুক্তি।
রাজার চোখের লাল বেঁধে দেয়, কৌতুহলীর সীমা,
সম্মিলিত প্রশ্ন বাণে, পর্দা খানা নামা।
ধান্দাবাজির নিয়ম কানুন রাজনীতি আর ধর্মে,
প্রশ্নে করো কঠিন আঘাত, ধর্ম নেতার বর্মে।

-


Fetching Sankariprasad Bhattacharyya Quotes