QUOTES ON #জামাই

#জামাই quotes

Trending | Latest
8 JUN 2019 AT 13:11

#জামাই ষষ্ঠী #
নাগরা পায়ে পাঞ্জাবি গায়ে , গরম টাকে ছাতা ।
খাপুস খুপুস সুড়সুড়ি দেয় , আস্ত রুইয়ের মাথা ।
স্বপ্নাদেশে মাতা শাশুড়ি...,
'পুলক তোমার বাড়াবাড়ি' ,
শর্তে আছে বালুচরি , নইলে ঘোড়ার মাথা ।।

-


7 JUN 2019 AT 20:38

আগে একজন পুরুষ অনেক গুলো বিয়ে করতেন বলে, বৌমা ষষ্ঠী পালন করতে গিয়ে ছেলের বাবার সমস্যা হতো, তাই বৌমা ষষ্ঠীর প্রচলন হয়নি।


এখন মেয়ের মায়ের সমস্যা বাড়ছে.....



-


8 JUN 2019 AT 10:07

যম + আয় = জামাই

-


15 JAN 2022 AT 9:30

চাইলে আমিও প্রেম করতেই পারতাম।
কিন্তু
একটা জামা কিনে আনলেই বাড়ির লোকের পছন্দ হয় না....
আর "জামাই"😑

-


16 JUN 2021 AT 14:46

....

-


8 JUN 2019 AT 13:24

আশায় আশায় আছি বসে,
খাবো জম্পেশ জামাইষষ্ঠী
শ্বশুরবাড়ি জুটবে কবে ,
যাবো লয়ে মিষ্টির হাড়ি ।
শাশুড়িমা আদর করে জামাই বলে ডাকবে,
নিজের ছেলে ভেবে আপন করে নিবে ।জামাইষষ্ঠীতে জল ছিটিয়ে বরন করে নিবে ।
চিড়ে,আম,কলা,মিষ্টি দিয়ে নাস্তা করাবে ,
দুপুরের রেসিপি শুনে ভরা পেটে ইঁদুর দৌড়াবে।
খাবার টেবিলে গরম ভাতে দু-এক ফোটা ঘি উফ আর কি চাই, বাকি রেসিপি দেখেই মন হয়ে যাবে শান্তি ।
বা হাতে বউ আমার ঘোরাবে পাখা , শাশুড়িমা বলবে উঠে খাও বাবা মনে কিছু লয় না ।😜

-


15 OCT 2021 AT 12:22

"বিজয়া"
কলমে-- সুমন্ত সীট
মন আকাশের মাঝে
করুন সুর বাজে,
বিদায় বেলা এলো চলে
উমা এবার যাবে বলে।
উমা তুই যাসনা ছেড়ে
তোর বাপের মনটা কেড়ে,
থাক না হয় আর দুটো দিন
জামাই তো সেই সম্বলহীন!

মা! হোক না হয় সে শ্মশানবাসী
তবুও তাকে বড্ড ভালোবাসি।
দশমীতে যাব বলে দিয়েছি যে কথা
নাহলে জামাই তোদের মনে পাবে ব্যথা।
অনুমতি দে তবে আমি আসি এবার
শুভ বিজয়ার শুভেচ্ছা রইল সবার!!

-