মেঘ বালিকা   (✍️অনিন্দিতা)
18 Followers · 104 Following

"কবি আমি নই গো ভাই,
মনের আনন্দে কখনও লিখি,
মন শুধু যেটা চায় "
Joined 10 August 2020


"কবি আমি নই গো ভাই,
মনের আনন্দে কখনও লিখি,
মন শুধু যেটা চায় "
Joined 10 August 2020
15 OCT 2021 AT 9:46

....

-


14 NOV 2021 AT 9:16

....

-


20 JUN 2021 AT 11:55

বাবা মানে , রঙিন স্বপ্ন যার আঁখিতে দেয়নি ধরা
বাবা মানে , নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানদের সুখী করা

বাবা মানে , শত আবদারের একমাত্র ঠিকানা
বাবা মানে , যার ভালোবাসার হয়না কোনো তুলনা

বাবা মানে , আঙ্গুল ধরে চলতে শেখায় যিনি
বাবা মানে , গরীব হলেও সন্তানের কাছে শ্রেষ্ঠ ধনী

বাবা মানে , যাকে ছাড়া অসম্পূর্ণ হয় পরিচয়
বাবা মানে , হেরে গেলেও পাশে থাকার আস্থা দেয়

বাবা মানে , চোখের জল দেহের ঘাম হয়ে ঝরে
বাবা মানে , যার কাছে করবো নালিশ মা-র বকুনির পরে

বাবা মানে , আমি তো আছি কিসের পাচ্ছো ভয়
বাবা মানে , প্রথম যে খুশি সন্তানের সফলতায়

বাবা মানে , কাঁধে ভর ,যার দায়িত্ব হাজার
বাবা মানে , যাকে ছাড়া পুরো জীবনটাই অন্ধকার

বাবা মানে , হাজার কষ্টেও মুখে থাকে হাসি
বাবা তুমি সবার সেরা , তোমায় বড্ড ভালোবাসি

-


16 JUN 2021 AT 14:46

....

-


6 JUN 2021 AT 10:08

ব্যস্ত রাখুন নিজেকে
দুশ্চিন্তা....
দূর হবে নিজে থেকে

-


25 MAY 2021 AT 21:11

ঘরবন্দী তো করেই রেখেছে
কালের করোনা ভাইরাস
এবার সেই ঘর কাড়তে
আসছে শক্তিশালী ইয়াস্

🙏 সাবধানে থাকুন , সুস্থ থাকুন 🙏

-


24 MAY 2021 AT 21:18

বাস্তব কতটা কঠিন
পারবে বুঝতে
জন্ম যদি নাও
গরীবের ভিটেতে

-


15 MAY 2021 AT 11:36

আসল হোক বা নকল
রেখো হাসি মুখে
তবেই থাকবে ভালো
কাটবে জীবন সুখে

-


14 MAY 2021 AT 23:40

এক জীবনে নাই বা মিললো
সব চাওয়াদের প্রাপ্তি
ব্লকলিস্ট - এ নয় , সিঁদুরদানে
হোক ভালোবাসার সমাপ্তি

-


14 MAY 2021 AT 21:07

....

-


Fetching মেঘ বালিকা Quotes