Aditi Dam   (অদিতি)
32 Followers · 11 Following

বঙ নারী, রঙ করি।
Joined 2 March 2020


বঙ নারী, রঙ করি।
Joined 2 March 2020
30 OCT 2023 AT 18:02

কানাঘুষো শোনা গিয়েছিল অনেক,
সম্পর্কের যে পচন ধরে ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না ;
কিন্তু বিশ্বাস ছিল, দুজনের, দুজনের প্রতি।
হাজার বাঁধা পেড়িয়েও আজ আমরা একসুঁতোয় বাঁধা।।

-


29 OCT 2023 AT 23:06

- কাল ই ফিরবে?
- উপায় নেই চাকরি করি , থাকার ইচ্ছে থাকলেও থেকে যাবার উপায় নেই।
- এতো অল্প দিনের জন্য কেন আসো? তোমায় ভালো করে দেখার আগেই সময় ফুরিয়ে যায়।
- সারাজীবন যেন প্রাণ ভরে দেখতে পারো তাই তো এই যাওয়া আসা।
- আর কটা দিন থেকে গেলে হতো না?
- লক্ষ্মীটি অমন অবুঝ হয়ও না,এর পরের বার তাড়াতাড়ি আসবো। তোমার দিব্ব্যি।
- তুমি প্রতিবার তাই বলো আর সেই দেরি করেই আসো।
- এইবার আর দেরি হবে না।
- সত্যি?
- তিন সত্যি।

আবার এক বছরের অপেক্ষা...... এক,দুই, তিন করে ক্যালেন্ডারে দিন গোনা।

-


22 SEP 2023 AT 20:41

আমি তার চোখের মায়ায় আটকেছি।

-


14 AUG 2023 AT 0:38

ভালোবাসতে বাসতে হটাৎ করে হারিয়ে যেতে হয়,
তাহলে বোঝা যায় ভালোবাসার আসল মর্ম।।

-


1 JUN 2023 AT 18:58

একটা বিকেল আমাদের হোক, একদম আমাদের।
সেখানে থাক তোমায় ছুয়ে দেখার তীব্র বাসনা।
একরাশ ভালোবাসা।
সময়টা থমকে যাক চিরকালের জন্য।
পাওয়া না-পাওয়ার হিসেবের বাইরে,
আমার তুমিকে খুঁজে নেওয়ার চেষ্টা।

-


26 MAY 2023 AT 20:47

গল্পটা আমাদের হতে পারতো।
সময় পেড়িয়েছে আর বেড়েছে দূরত্বও।
তুমি ঘর বেঁধেছো অন্য কারো সাথে,
আর আমি, নিজের ভালোলাগা, পছন্দ - অপছন্দদের নিয়ে।
আসলে ভালোবাসতে হলে অন্য কারো দরকার হয় বটে, তবে নিজেকে ভালোবেসে সবচেয়ে বেশি ভালো থাকা যায়।
গল্পটা আমাদের হতে পারতো,
হয়নি
গল্পটা হয়েছে আমার, নিজের, একান্তই ব্যক্তিগত।।

-


30 JAN 2023 AT 8:59

ভালোবাসা যদি সংখ্যায় মাপা যেত
তবে আমি ১০০ তে "শূন্য" পেতাম.....

-


28 JAN 2023 AT 9:31

ভাগ্যের কাছে আমরা সকলেই হার মেনে যাই.....

-


15 JAN 2023 AT 12:35

আমাদের বাঙালীদের কাছে ১২টা সংক্রান্তির মধ্যে কেবল ২টা সংক্রান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একটা মিষ্টি আর একটা তিতা😊
সবাইকে মিষ্টি সংক্রান্তির শুভেচ্ছা 🙏

-


12 JAN 2023 AT 21:29

কি আশ্চর্য কান্ড দেখুন...
এ-তো টাকা আছে
কিন্তু একটুও আমার না🥴

-


Fetching Aditi Dam Quotes