Raj Sumanta  
89 Followers · 260 Following

Joined 11 November 2019


Joined 11 November 2019
17 FEB 2022 AT 11:22

ফুল বাজারের ন্যায় সাজিয়ে
রঙিন ভালোবাসা বিক্রি করে যারা,
তারাই আজ ভালোবাসার নাবিক
আর ভালবাসা সুর বিহীন একতারা।
জীবনের দিনবদলের পালা এলে
গিরগিটির ন্যায় তারাই বদলে যায়,
দোষ দিয়ে মানবিক সত্তা হীনতার
আবার তারাই ছেড়ে চলে যায়!!
--সুমন্ত সীট--

-


27 OCT 2020 AT 21:28

"স্মৃতির পাতায়"
কলমে ->সুমন্ত সীট

দোদুল্যমান জীবনের ছন্দ আর
সময়ের স্রোতে ভেসে যায় মানুষ,
কত অচেনা মুখ হয়ে ওঠে চেনা ।
আবারও দূরে যায় নদীর গতিময়তায়,
তবুও হৃদয়ের কোনায় রয়ে যায় স্মৃতি হয়ে ।
আমিও বয়ে গেছি তোমা হতে দূরে ,
তবুও মনে পড়বে আমার হাসিমুখের প্রতিচ্ছবি।
বিড়ালের বিদঘুটে আওয়াজে
মনে পড়বে আমার দুষ্টুমি।
হয়তো একবার ভাববে ছেলেটি ছিল ভাল,
কবিতা শোনাতো প্রতিদিন ।
হয়তো মনে মনে বলবে কেনইবা ছিলাম নুড়ি পাথরের মত,
যেখানে রোজ তুমি ঠোক্কর খেতে।
তবুও থাকবো তোমারই হৃদয়ে
একগুচ্ছ রজনিগন্ধার স্মৃতি হয়ে।।

-


28 DEC 2021 AT 11:50

হৃদয়ে হৃদয়ে দেখা
চোখের ইশারায় কথা বলা,
শুরু হোক আজ না হয়
অজানা এক নতুন পথে চলা।
--সুমন্ত সীট--

-


13 DEC 2021 AT 9:12

"It is difficult to avoid the conclusion that religious influence were responsible to a large extent for the two great evils which were sapping the strength and vitality of society:
the disintegratting and pernicious system of rigid caste divisions with its elaborate code of purity and untouchability ;and the low standard of morality that governed the relations between men and woman."
--sumanta sit

-


2 DEC 2021 AT 12:38

কাকভোরে পাখির কলতানের ন্যায়,
আমার স্মৃতি ভিড় করে আসুক তোমার মনে।
রঙ্গন ফুলের বিকশিত পাপড়ি রাশিও যেন,
লজ্জিত হয় তোমার ভালোবাসার সংস্পর্শে।
শিশির এর বাসা যেমন কচুপাতা হতে পারে না,
তেমনই কষ্টেরা আজ ভীত হয়ে তোমা হতে দূরে।
জঙ্গলের পথে পড়ে থাকা শুস্ক পাতার আওয়াজ,
আজও খুঁজে বেড়ায় তোমার পথ চলার সান্নিধ্য!
--সুমন্ত সীট--

-


15 OCT 2021 AT 12:22

"বিজয়া"
কলমে-- সুমন্ত সীট
মন আকাশের মাঝে
করুন সুর বাজে,
বিদায় বেলা এলো চলে
উমা এবার যাবে বলে।
উমা তুই যাসনা ছেড়ে
তোর বাপের মনটা কেড়ে,
থাক না হয় আর দুটো দিন
জামাই তো সেই সম্বলহীন!

মা! হোক না হয় সে শ্মশানবাসী
তবুও তাকে বড্ড ভালোবাসি।
দশমীতে যাব বলে দিয়েছি যে কথা
নাহলে জামাই তোদের মনে পাবে ব্যথা।
অনুমতি দে তবে আমি আসি এবার
শুভ বিজয়ার শুভেচ্ছা রইল সবার!!

-


21 SEP 2021 AT 14:49

"অপবাদ"
কলমে-- 'সুমন্ত সীট'

তুমি কি খুঁজিবে মোরে
ছাইমাখা মাটির নীড়ে,
যেথায় রহিব বিলীন
আসিব না আর ফিরে।
শত অপমান ভুলে আমি
সেদিন থাকিব ঘুমাচ্ছন্নে,
যত অপবাদ দিয়েছ মোরে
ঘুচিবে জানি কলঙ্কিত মনে।
একদিন বুঝিবে এই 'মোরে'
স্বার্থহীন ভালোবাসার বিশ্বাস,
সেদিন ভাঙিবে তোমার ভূল
কিন্তু তখন রহিবে না মোর শ্বাস।
সেদিন যতই করো প্রতিবাদ
মিথ্যা অপবাদের বিরুদ্ধে,
তাও আর পাইবে না মোরে
তখন আমি আকাশের ঊর্ধে।
হয়তো রহিব না সেদিন
তোমার মিথ্যা প্রেমের ছলে,
আমি তবুও রহিব চিরদিন
তোমার ওই চোখের জলে!!
--সুমন্ত সীট--

-


20 AUG 2021 AT 22:16

গোরুর থেকে বাছুর হয়,
ছাগল থেকে ছাগলছানা।
মানুষ থেকেই অমানুষ হয়,
এমনটাই আমার জানা।।
অমানুষকে মানুষ করতে,
সময় লাগে অনেক।
চোখের দেখায় মানুষ বলতে,
শুধু ভিড় বাড়াতে শতেক।।
--সুমন্ত সীট--

-


4 AUG 2021 AT 14:30

তুই এখন স্বাধীনচেতা,
পুরনো স্মৃতি গুলো আর নেই মনে।
তোর ভালো থাকার মানে,
আমার ভালোবাসার নীরবতা!

বাস্তবটা জেনেও চুপ করে থাকি,
কেননা তোকে আজও ভালোবাসি।
তাইতো তোর কাছেই ছুটে আসি,
আর তোর স্মৃতিগুলো আজও বাঁচিয়ে রাখি!
--সুমন্ত সীট--

-


1 AUG 2021 AT 11:27

বন্ধু তোমার পথের মাঝে
হবো আমি ভীষণ রথ,
সুখের জন্য পাড়ি দেওয়ার,
গড়ে দেবো শ্বেত-পথ।
তুমিও তো রহন পথে,
আমি আমার বিহন রথে।
Happy friendship day
--সুমন্ত সীট--

-


Fetching Raj Sumanta Quotes