যদি না ভুলি দ্বিধা দ্বন্দ আড়ি
না ছুটি তোমার বাড়ি
যদি না পোড়াই মনের কয়লা
বৃথা এ নববর্ষ, বৃথা বৈশাখী পয়লা-
Uttam Bar
(উত্তম বর)
288 Followers · 276 Following
Writing in swajanhara kajan
Joined 19 August 2017
15 APR AT 11:44
14 MAR AT 11:36
শেষ বার কে হৃদয় ছুঁয়েছিল,সে কথা আজ মনে নাই
প্রিয়া, রঙ, আবির, কোকিলা, শিমুল নাকি পলাশ ভাই-
14 MAR AT 10:53
কে কাকে কতটা রাঙালো, সে কথা আজ থাক
যে হাত রঙ ছুঁয়েছিল, সে হাত হৃদয় ছুঁয়ে যাক-
3 JAN AT 15:05
জীব যখন উত্তেজনায় দেয় না সাড়া
জড় পদার্থের টানে ঘরে ফেরার থাকে না তাড়া-
28 DEC 2024 AT 21:10
ভাঙ্গছে পাড় বাড়ছে দূরত্ব, হৃদয়পুর মৃত্যুপুরী যেন!
ভাঙনের কারণ না জেনে শকুনকে লোভী বলবো কেন?-
28 DEC 2024 AT 19:18
সংলাপ গুলো স্পর্শকাতর,
তবু ছোঁয়াচে হয়নি অভিনয়!
কখনো জাপটে ধরেও যায় না ছোঁয়া,
আঙুলে আঙুল ঠেকলে ছোঁয়া মনে হয়।-
26 DEC 2024 AT 22:30
তোমার হাতে প্রথম ফুল, শেষ পেরেকও তোমার হাতে
প্রথম দেখা গোধূলি আলোয়, শেষ দেখা সেই সুপ্রভাতে-
26 DEC 2024 AT 20:14
সম্পর্কে তুমি চলরাশি, সুযোগ মতো বদলে নিয়েছো মান
আমি ধ্রুবক - চাপে তাপে একই আছি, জানে Equation
-
26 DEC 2024 AT 16:48
বুঝলে প্রিয় - অভিনয় কতটা নিপুণ!
একই হাতে একবার আহত, দু-দুবার হয়েছি খুন।-