-
শীতকালের ২৩শে জানুয়ারিতে তৈরী করা আমার গানের ভিডিওটি আজকের দেশের বড় একটা দিনে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করলাম। দ্বিজেন্দ্রলাল রায়ের অপূর্ব ধনধান্য পুষ্প ভরা গানটিই দিয়ে আমার দেশ আমার জন্মভূমিকে নিবেদন করলাম।
চ্যানেলের লিংক আমার ইয়োরকোট ওয়ালের বায়োতে দেওয়া আছে।
ইচ্ছুক পাঠক/পাঠিকারা শুনে কেমন লাগলো জানিও।
সকলকে ৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো।।-
দিন কাটে ব্যাস্ততায়,
নিরিবিলি পরিবেশ নামে সন্ধ্যায়,
জোনাকি পোকার মত জ্বলে ঘরের আলো,
মন্দিরের ঘন্টা এবং মসজিদের আজানের মিলন হোক ভালো,
লাভ নেই কোন জমিয়ে অভিমান আর রাগ,
নতুন বিশ্বাসের জ্যোতি নিয়ে আসুক বৈশাখ,
স্বাভাবিক হয়ে উঠুক জন্মভূমি,
সুস্থতার পথে চলুক আমাদের পৃথিবী।।-
সমাজ...
যে সমাজ একদিন দিয়েছে
মোরে সরিয়ে অনেক দূরে,
তবুও মাটির টানে আবদ্ধ আমি
বাঁধা আছি সমাজ বীনার সুরে।-
কবিতা/ মধুপুর গ্ৰাম
কোনো মায়া কিংবা মোহ নয়
এ হল হৃদয়ের গভীর ভালোবাসা
বলা যেতে পারে নাড়ীর টান।
যা হাজার বছর ছাড়াছাড়ির পরেও
একই রকম অনুভূত হয়।
হয়তো ব্যক্ত করা যায় না সবটা
দেওয়া যায় না প্রমাণ।
মনে পড়ে যায় সেই চিরবিচ্ছেদের দিন
আমি চলে আসছি তোমাকে ছেড়ে
কাঁদছিল সব্বাই শুধু তুমিই নীরব ছিলে
ভাবলাম, শকুন্তলা তো নোই
তাই দিলে বুঝি বাহু আলগা করে?
তাছাড়া তোমার কতশত বিখ্যাত সন্তান
সেখানে আমার কিইবা দাম?
ভুল ভেঙে গেল দীর্ঘদিন পর সাক্ষাতে
যখন আমার মাথার উপর নুয়ে পড়ে কুশল জানতে চাইলে।
বুঝলাম আমার মতোই ব্যথিত-উচ্ছোসিত তোমার প্রাণ
তুমি আমার প্রথম ভালোবাসা
আমার জন্মভূমি - মধুপুর গ্ৰাম।-
সাঁঝবাতির আলো
আবছা বিকেল ফিকে
দূর শাঁখের ধ্বনি
পাখি ফেরে নীড় দিকে
দিন গড়ায়ে যায়
সময় তো যায় বয়ে
মন উসখুস করে
জন্মভূমির ডাকে।
-
জন্মভূমি প্রীতি
"নিজ জন্ম স্থানের একটি কুকুরের সাক্ষাৎ পেলেও এমন কি সামান্য এক দল পিপড়ার দেখা মিললেও এ প্রাণে পরম প্রশান্তি অনুভব করা যায়।-
জন্মভূমি
জন্মভূমি, আমার তুমি প্রাণের চেয়েও প্রিয়;
জনম কালে কোল পেতেছ, মরণে ঠাঁই দিও।
মায়ের মতো ভোরের বেলা কপালে টিপ পরে;
টুকটুকে লাল সূর্য ওঠে পূবের আকাশ ভরে।
তোমার বট ও অশথ তলে ভরা স্নেহের ছায়া;
ঝিরিঝিরি হাওয়ায় যেন বইছে মায়ের মায়া।
মায়ের শীতল হাতের স্পর্শ শিশির ভেজা ঘাসে;
সৌরভে ফুল মায়ের ভরম জাগায় বারো মাসে।
মায়ের করুণার-ই মতো তোমার নদীর ধারা;
বিরাম বিহীন হিত কার্যে বয়ে চলে তারা।
তোমার আকাশ শেখায় আমায় নীরব উদারতা;
তোমার পাহাড় শেখায় আমায় ধৈর্য্যে নীরবতা।
রাতের আঁধার লুকিয়ে রাখে আমার দুঃখগুলো;
মাটির সাথে জুড়ে রাখে তোমার বুকের ধূলো।
তোমার সাথে, তোমার মাঝে, অবিরত মেতে,
ইচ্ছে যতই না থাক, ওগো, তোমায় ছেড়ে যেতে;
তোমার থেকে বিদায় নিতে হবেই একদিন,
তোমার ধূলোয় মিশে যাবো, রেখে আমার ঋণ।
-