Dipak Piash Halder   (দীপক পিয়াস হালদার)
737 Followers · 1.3k Following

Dhaka, Bangladesh
Joined 10 August 2018


Dhaka, Bangladesh
Joined 10 August 2018
4 JAN AT 21:26

পড়েছে ঠান্ডা
Cool.. Cool ঠান্ডা
শরীর চাঙা করার লাগি
খাচ্ছি আন্ডা।।
যেমন তেমন নয়
খাচ্ছি হাঁসের আন্ডা।
রান্না করার আলসেমিতে
অর্ডার করছি ঘরে বসে
Food Panda.
তারপরও শরীর গরম না হলে
মারতে হবে ডান্ডা।।

-


2 JAN AT 5:34

নতুন বছরের নব নব ঘ্রানে
সুখ সুখ ভাব যেন সবখানে।
মুছে দিয়ে ক্লান্তি
ভুলে গিয়ে ভ্রান্তি
নব চেতনা নব প্রেরণায়
এগিয়ে চলি প্রাণপনে।।

-


19 NOV 2024 AT 19:21

কবিতার ঘ্রাণে মুগ্ধতা আছে
হৃদয়ের জমাট বাঁধা দুঃখ - কষ্ট গুলো
মিহি হয়ে যায় পরতে পরতে।

কবির পোশাকের গরিমা নেই
অর্থ - সম্পদের মোহ নেই
তবে কাব্য নিয়ে অনেক গৌরব তার।

তাই তো কবি ম্যুহ হয়ে থাকে
কাব্য নেশা তাঁর সবকিছুই
উলোটপালোট করে দেয়
নব নব সৃষ্টির উন্মাদনায়।।

-


26 OCT 2024 AT 5:47

রাজনীতির জাঁতা কলে
প্রেম- ভালবাসাও
আজ যেন কঠিন নিস্ষ্পেসিত।।

খুঁড়ে খুঁড়ে চলা জীবনে...
এ শহরে ভালবাসাটা বড়ই বিলাসিতা
তাই ভালবাসার বৈরাগ্য ব্রত নেয়া
আমার কাছে ইংলিশ চ্যানেল
অতিক্রম করার মতন কঠিনতম।।

-


26 JUN 2024 AT 13:04

কলমদানি - মিঠাপানি
হয়রানি -পেরেশানি
ঠান্ডা পানি-গরম পানি
কুলখানি - সব জানি//
কালাপানি - কত জানি!
বউরানি- চাকরানী
দানাপানি- কি জানি
দু:খী রানী- আহাজানি//

-


7 JUN 2024 AT 11:01

আমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে
তোমার দেয়া হাজারো দীর্ঘ শ্বাস,
সবটুকু ভালবাসা দিয়ে তোমায়
করেছিলেম তবুও বিশ্বাস //

-


25 APR 2024 AT 5:37

জীবন ও মন
জীবন হোক জীবনময়
প্রাণ- মনে প্রেমময়
জীবন সে- তো তাঁরই দান
করিনা যেন তার অপচয় //
সৃষ্টির সুধা রসে
করি জীবন পূর্ণ
স্রষ্টার ভালবাসায়
নেই কোন কার্পণ্য //
মন খুলে জীবনের
করি তার যতন
আর কি পাব কিনা
করলে তার কালক্ষেপণ //

-


30 MAR 2024 AT 23:11

এমন একটি মন
করে উচাটন
থামাবারে চাহি তারে
তবু করে জ্বালাতন।।
পিন পিন কহে কথা
যদিওবা শুনিতে নাহি চাই
এমন মন নিয়ে কত আর
বাঁচি বলো তাই!!!

-


3 MAR 2024 AT 4:38


গোলাপ ফোঁটা এখনো
প্রতিনিয়ত ফুটছে,
সেই ফুল এখন মৃদু বাতাসে
দুলেই যাচ্ছে।
শুধু তোমার- আমার
সেই ভালবাসার গোলাপ
আজ যেন বিবর্ণ, শুকিয়ে পড়ে আছে।।

-


3 MAR 2024 AT 4:26

ধুমধুম

ধুম করে এলে কাছে
ধুম করে গেলে দূরে।

-


Fetching Dipak Piash Halder Quotes