Dipak Piash Halder   (দীপক পিয়াস হালদার)
736 Followers · 1.3k Following

Dhaka, Bangladesh
Joined 10 August 2018


Dhaka, Bangladesh
Joined 10 August 2018
25 APR AT 5:37

জীবন ও মন
জীবন হোক জীবনময়
প্রাণ- মনে প্রেমময়
জীবন সে- তো তাঁরই দান
করিনা যেন তার অপচয় //
সৃষ্টির সুধা রসে
করি জীবন পূর্ণ
স্রষ্টার ভালবাসায়
নেই কোন কার্পণ্য //
মন খুলে জীবনের
করি তার যতন
আর কি পাব কিনা
করলে তার কালক্ষেপণ //

-


30 MAR AT 23:11

এমন একটি মন
করে উচাটন
থামাবারে চাহি তারে
তবু করে জ্বালাতন।।
পিন পিন কহে কথা
যদিওবা শুনিতে নাহি চাই
এমন মন নিয়ে কত আর
বাঁচি বলো তাই!!!

-


3 MAR AT 4:38


গোলাপ ফোঁটা এখনো
প্রতিনিয়ত ফুটছে,
সেই ফুল এখন মৃদু বাতাসে
দুলেই যাচ্ছে।
শুধু তোমার- আমার
সেই ভালবাসার গোলাপ
আজ যেন বিবর্ণ, শুকিয়ে পড়ে আছে।।

-


3 MAR AT 4:26

ধুমধুম

ধুম করে এলে কাছে
ধুম করে গেলে দূরে।

-


23 FEB AT 4:34

আমার আমিতে আগলে রাখি তোমায়
তুমি হারা দিশেহারা কাটেনা যেন একটু সময়।
আবেগের ডালে টুনটুনি নাচে
ছোট্ট কন্ঠে গায় গান,
তুমিহীনা সবই বিনা সুখ
ভরে না অন্য কিছুতে এ প্রান।।

-


19 FEB AT 19:29

অপেক্ষায় আছি
জানি না আসবে কিনা।
ঘাস ফড়িং হয়ে আছি
সে এক মহা আলাপনের আশায়
স্বপন বুনি ঠাস বুনটের ভীড়ে
প্রেম বাঁচে- মরে শত স্বার্থের ঘোরটোপে।।

-


15 FEB AT 2:18

বলি যত কথা-ই
অসমাপ্ত থেকে -ই যায়।
কল্পনার অন্তমিলের ত্রিভূবনে
তবু তুমি সেই অধরা-ই রইলে।।
তিল তিল ভালবেসে
শিশিরের বারির মত সহযোগিতা পেয়ে
জীবন সাজালে বড়ই মধুর করে করে
শেষে কিনা সেই তুমি-ই
আরেকজনের ভ্যালেন্টাইন হয়ে গেলে!!

-


28 OCT 2023 AT 19:23

নশ্বর পৃথিবীতে সবই অসার
তবুও মানুষ মেকি বিষয়ে অশান্ত হয়ে ওঠে
সর্বদা।

-


20 OCT 2023 AT 22:12

যা বলতে চাই
তোমার সামনে গেলেই গুলিয়ে ফেলি
প্রেমধারার কি যে স্বাদ
অল্পতেই যেন মাতাল বনে যাই
কি বলতে যে কী বলে ফেলি।।
মনের ভূমে কর্ষণ করি
ভালবাসার লাঙ্গল দিয়ে
সব ভালবাসা দুমড়ে মুচড়ে যায়
তোমার সামনে দাঁড়াতেই
আবোল-তাবোল সবই বলি।।










-


28 SEP 2023 AT 19:32

তুষ্ট কভু হয়না বস-মহাজন

আবেগ অণুরাগ ছিন্ন -ভিন্ন
যেন তরীর ছেঁড়া পালের মতন//
কর্ম সাধন যতই করো বিরামহীন
হবে না তুষ্ট বস-মহাজন।
মরীচিকাকে বারিধারা ভেবে
ছুটে বেড়ায় যেমন
তৃষিত পথিক মরুভূমে
সেবকও তেমনই নিরবধি কর্মে ব্যস্ত
তবু্ও তুষ্টি সাধনে বড়ই কৃপণ শক্তিধর মহাজন//

-


Fetching Dipak Piash Halder Quotes