আমরা যাদের নিয়ে ভাবি,
মনে করি-
হয়তো তারাও আমাদের নিয়ে ভাবে।
কি হাস্যকর ভুল!!!
-
গান শুনতে,
ছবি তুলতে,
কবিতা লিখতে
আর প্রকৃতি ভালোবাসি।
বাবা মা, ভাইবোন, বন্... read more
সময় স্থায়ী নয়.
যদি স্থায়ী হতো,
তবে তার গুরুত্ব বুঝতে পারতাম না।
পেতাম না স্মৃতির পাতা উল্টে মনের খুশি কুড়োতে।-
যেই দেশের দেশনায়ক - " War Criminal"
- সেই দেশ নাকি গণতন্ত্র!
যেই দেশের 'সাধারণ'-এর কোনো গুরুত্ব নেই
সেই দেশ নাকি সাধারণতন্ত্র-
কি অদ্ভুত রূপান্তর -
আজ যেটা সুখের সময়
সেটা কাল দুঃখের স্মৃতি,
আবার যেটা দুঃখের
সেটাই হয় সুখের স্মৃতি।
শুধু এক থেকে যায়
ভালো থাকা ভালো চাওয়া!!-
সূর্যাস্তটা বিষাদময় কেন হয়..
অন্ধকার নেমে আসে বলে!
প্রিয় অন্ধকার, কত কিছু শেখায়
আকাশভরা তারাগুলো বলে
দিনের সূর্য ফুরোল তো কি,
মিটমিট হাসি দিয়ে
এনে দেব মনে খুশির আলো
কিংবা, চাঁদ বলে জোছনা দিয়ে
এঁকে দেব প্রকৃতি সাদাকালো !-
প্রিয় কালো মেঘগুলো গুমরে মরে
আহত সে লুকিয়ে মনের ভেতরে
কঠিন বাস্তবের কাছে
যদি হেরে যায় পাছে
কোনদিন কি বৃষ্টি হয়ে ঝরে?-
নির্বাকও কথা বলে- আপন মনে নিজের সাথে
দৃষ্টিহীনও পথ চলে- হাত ধরে কোন আপন হাতে!-
ছেঁড়া নূপুরও বাজে, শুধু বাঁধনটা থাকে না!
সাদা ফুলেও তো সাজে, শুধু সময়টা থাকে না!
ইতিহাস তো কাজে, তবু হিসেব তার থাকে না!!
-
ছোটবেলায় নতুন বইয়ের গন্ধ খুব ভালো লাগতো
এখন ভালো লাগে লালচে পড়া পুরোনো বইগুলো!
ঠিক যেমনি আগে - আগামীর কৌতূহলে মেতে ছিলাম
আর এখন - পুরোনো স্মৃতিগুলো সযত্নে মনে রাখি!!-
মেঘ ডাকলে, বৃষ্টি হলে কবিতাগুলো মনে পড়ে
নিস্তব্ধতায়, একাকীত্বে সৃজনশীল চিন্তা গড়ে!-