সুখী হোক তারা এতদিন দুঃখী ছিল যারা
দু'বেলা খেতে পাক তারা রোজ দুমুঠো খেতে পায়না যারা
ভালো থাক তারা এতদিন কষ্টে ছিল যারা
এক শান্তির নিঃশ্বাস পাক তারা বহুদিন ঘুমহীন ছিল যারা
ভালো থাক সকল বাবা মায়েরা আমাদের জন্ম দিয়েছে যারা
ঘরে ফিরুক সব মানুষেরা বহুদিন আশ্রয়হীন ছিল যারা
সব সম্পর্কে ফিরুক নতুন আশা বেঁচে থাকুক ভালোবাসা
ভালো থাকুক তারা দূরে থেকে ভালোবাসে যারা।।
ভালো থাক সবার ভালোবাসার মানুষেরা
নতুন বছর ১৪২৭🌼
সকলের জীবনে নিয়ে আসুক
এক নতুন আনন্দের আকাশ।।-
ঘুম নামক ম্যাজিসিয়ান সমস্ত কষ্ট ভ্যানিশ করে ,
আপসোস !! ঘুম ভেঁঙে যায় ..
-
আমার না হয় ঘুমহীন রাত
কাটুক অন্ধকারে।
তবুও সে ভালো থাকুক
অন্য মানুষের ঘরে।
নাইবা আমায় রাখলে মনে
নাইবা নিলে খোঁজ।
তবুও ভালোবাসবো আমি
ভালোবাসবো তারে রোজ।-
কারা যেন আমার মাঝরাতের ঘুমগুলো চুরি করে নিয়ে গেছে অনেক দূরে...
হয়তো তারাদের দেশে!!-
ঘুমহীন রাতে মন একাকী কাঁদে আড়ালে,
আশা গুলো সব মরেছে নিরাশার ছোবলে।
কত কথা নীরবেই রয়ে যায় মনের অগোচরে,
শুধু বাড়ায় মনের ক্ষত আর দিন কাটে নোনাজলের ঘোরে।-
সন্ধ্যতারা প্রশ্ন করে,
"তোমার চোখে ঘুম নেই?"
ক্লান্ত ছেলে বলে ওঠে,
"আমার তো আর কেউ নেই,
চোখে যে আজ ঘুম নেই,
আছে যে অন্য কেউ"
সাত সমুদ্র পারে,
ঘুম আসেনি তারও,
চোখে যে তার অন্য কেউ।
ঘুম নিজের জায়গা হারায়ে,
ফুঁসছে দূরে অবহেলায়।
ভালবাসা হাসছে মিটিমিটি।-
নিঘুম রাতের গল্প গুলি যদি ডাক্তাররা জানতো!তাহলে
প্রেস্কিপসন ছাড়াই ঘুমের ওষুধ বিক্রি করতো !-
ঘুমের কি দোষ বলো 😴😴 ,
সেতো আসতে চায় আমার কাছে 😉😉।।
কিন্তু ঘুমে মা বকুনি দিয়েছে আমার কাছে না আসতে 😖😖।।
আমি নাকি ভালো ছেলে নয় ঘুমের মায়ের আঁখিতে 😭😭।।-