পাশাপাশি তো
সবাই থাকতে চায়
তুমি না হয় দূরে দুরেই থেক।
ভালোবাসাটা
প্রকাশ নাইবা হোক।
যত্ন করে মনের মাঝেই রেখ।
জানি কিছু চাইবার
কোনঅধিকার নেই
তবু এই মিনতি করি।
পারলে বরং
অভিশাপ দিও,
যেন প্রেমিক হয়েই মরি।
-
Nadim Mahmud
(Psʏcнo-সাইকো ツ)
317 Followers · 344 Following
From: Bangladesh
YeS tO u StIlL I aM nOtHiNg 💔
BuT i HaVe A dReAmLaNd 🏰
WhErE i Am ThE k... read more
YeS tO u StIlL I aM nOtHiNg 💔
BuT i HaVe A dReAmLaNd 🏰
WhErE i Am ThE k... read more
Joined 18 May 2019
26 JUN 2019 AT 12:16
11 SEP 2020 AT 15:22
তর্কে যাইনা ,,
অল্প হেসে এড়িয়ে যাই সব
ভাবছো তুমি পার পেয়ে যাবে?
তা হবেনা,,,
উপর থেকে সবই
দেখছেন আমার রব।
© Nᴀᴅɪᴍ Mᴀʜᴍᴜᴅ-
25 JUN 2020 AT 23:38
কিছু মানুষ
নিজের মন খারাপের বিষয়টা
কারো সাথেই শেয়ার করে না!
অনেক চাপা স্বভাবের এরা!
"আমি তো ভালই আছি"
এই কথাটাতে তারা কতটা
মন খারাপ লুকিয়া রাখতে পারে
আপনি বুঝতেও পারবেন না!'🖤-
8 JUN 2020 AT 10:23
যেখানে মারা যাবার দুদিন বাদেই
কেউ রাখেনা মনে,,
সেখানে
ইউর কোট এর বন্ধুরা মোর
কিছু দিন না লিখলে পরে
মনে রাখবে কেমনে?-
2 JUN 2020 AT 14:13
She told me that,,,
She will be my side forever..
But,,,
Reality is,,,
Now she's gone for forever.
© Nᴀᴅɪᴍ Mᴀʜᴍᴜᴅ-
2 JUN 2020 AT 14:01
হয়নি দেয়া আজও,,
দেরাজ খুলে
মাঝে মাঝেই দেখি।
বুকের ভেতর
জমানো সব কথা
আজও চিঠির মাঝেই
লুকিয়ে তব রাখি।
হয়ত এমন করেই
কেটে যাবে এজীবন
তবে মনে রেখো তুমি
ভালোবাসি,,,
ভালবাসবো তোমায় আমরণ।
© Nᴀᴅɪᴍ Mᴀʜᴍᴜᴅ-